অ্যাপশহর

বাংলায় ভয়াবহ করোনা পরিস্থিতি, নবান্নতে বৈঠকে উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়

করোনা (Covid 19) ঝড়ে দেশজুড়ে বেলাগাম সংক্রমণ... এই প্রথম দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লাখের গণ্ডি পার করল... একদিনে মৃতের সংখ্যা ৩ হাজার ছুঁইছুঁই। ভয়াবহ কলকাতা সহ বাংলার পরিস্থিতি...

EiSamay.Com 26 Apr 2021, 2:41 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রতিদিন রাজ্যের কোভিড বুলেটিন দেখে আঁতকে ওঠার অবস্থা। করোনা প্রথম ঢেউয়েও এত মানুষ একসঙ্গে আক্রান্ত হননি। দেশ জুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে ত্রাহি ত্রাহি অবস্থা। বাংলার পরিস্থিতিও ভয়াবহ। প্রায় ১৬ হাজার ছুঁই ছুঁই রাজ্যের করোনা সংক্রমণ। রবিবার রাজ্যে প্রকাশিত বুলেটিন অনুযায়ী বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৮৯ জন, মৃত্যু হয়েছে ৫৭ জনের। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপের প্রয়োজনে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
EiSamay.Com mamatabanerjee-ap
মমতা বন্দ্যোপাধ্যায়



রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক ভাবে বেড়েই চলেছে। কলকাতায় প্রতিদিন হাজারের উপরে মানুষ আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতি আঁচ করে হাসপাতালের বেড বাড়ানোর পাশাপাশি সম্প্রতি সেফ হোমের পরিকাঠামো বাড়াতে আরও তৎপর হয় রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতায় সেফ হোমের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানান বিদায়ী পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

বাংলা-সহ দেশের কোন রাজ্যে কত COVID বেড ফাঁকা? জানুন অনলাইনেই

বিগত ২৪ ঘণ্টায় শুধু কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭৭৯ জন, মৃত্যু হয়েছে ১৮ জনের। কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৪০ জন, মৃত্যু হয়েছে ১৫ জনে। আশার কথা বিগত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ৪০৭ জন। ২৫ এপ্রিল পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৪৩ হাজার ৯৫০ জন, মৃত্যু হয়েছে ১০ হাজার ৯৪১ জন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল অবস্থা। দেশ জুড়ে করোনা পরিস্থিতিতে অক্সিজেনের আকাল। মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, 'রাজ্যেকে বঞ্চিত করে অক্সিজেন পাঠানো হচ্ছে উত্তরপ্রদেশ। '

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল