অ্যাপশহর

কোভিড টেউয়ে বেসামাল বাংলা, আক্রান্তের সঙ্গে আতঙ্ক বাড়িয়ে বাড়ছে মৃত্যুও

নির্বাচনী প্রচারের বিষয়টিকেই পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার জন্য দায়ী করছেন চিকিৎসকরা। নির্বাচনের নামে মানুষকে ক্রমশই বিপদের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলেও মত চিকিৎসকদের

EiSamay.Com 28 Apr 2021, 9:44 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রতিদিনই ভয় ধরাচ্ছে কোভিড সংক্রমণের পরিসংখ্যান। ফের আক্রান্তের সঙ্গে সঙ্গেই মৃত্যুর সংখ্যাতেও নয়া রেকর্ড। ভয়াবহ পরিস্থিতি, প্রতিদিনই শেষ ২৪ ঘণ্টার রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়ছে সংক্রমণের রিপোর্ট। শেষ ২৪ ঘণ্টার বাংলায় মৃত্যু হয়েছে ৭৭ জন কোভিড রোগীর। একদিনে লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার ২০৭ জন।
EiSamay.Com coronavirus-cause-death
Representative Image


রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যে কোভিডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৮১২ জন। একদিনে কোভিড মুক্ত হয়েছেন ১১ হাজার ৯৩৩ জন। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮২১ জন। মৃত্যু হয়েছে ২২ জনের। একদিনে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭৮ জন। এই জেলায় একদিনে মৃতের সংখ্যা ১৬। এখনও পর্যন্ত বাংলায় মোট আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯৩ হাজার ৫৫২ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ১৫৯।

অন্যদিকে, বাংলার বাইরে একই ভয়াবহ অবস্থা। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কোভিডের দ্বিতীয় ঢেউ (Coronavirus India)। দেশজুড়ে চলছে মৃত্যু মিছিল। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর পরিসংখ্যান ভেঙে ফেলেছে অতীতের সমস্ত রেকর্ড। একদিনে মৃত্যু হয়েছে ৩২৯৩ জনের। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান জানান দিচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন। পাশাপাশি একদিনে কোভিড মুক্ত হয়েছেন ২ লাখ ৬১ হাজার ১৬২ জন।

কোভিডে মৃত স্বামী, কমিশনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা TMC প্রার্থীর স্ত্রীয়ের

কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কোভিডের দ্বিতীয় ঢেউ (Coronavirus India)। দেশজুড়ে চলছে মৃত্যু মিছিল। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর পরিসংখ্যান ভেঙে ফেলেছে অতীতের সমস্ত রেকর্ড। একদিনে মৃত্যু হয়েছে ৩২৯৩ জনের। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান জানান দিচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন। পাশাপাশি একদিনে কোভিড মুক্ত হয়েছেন ২ লাখ ৬১ হাজার ১৬২ জন।
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল