অ্যাপশহর

এই প্রথম রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০০+

নয়া রেকর্ড গড়ে পশ্চিমবঙ্গে একদিনে করোনায় আক্রান্ত হলেন ৫৪২ জন। যার ফলে রাজ্যে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ১৬০। এর মধ্যে ৬৫.০৭ শতাংশ সম্পূর্ণ সুস্থ।

EiSamay.Com 26 Jun 2020, 7:50 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গে এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এই প্রথম রাজ্যে একদিনে পাঁচ শতাধিক করোনা আক্রান্তের সন্ধান মিলল। যার ফলে শুক্রবার রাজ্যে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১৬ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। যদিও রাজ্যে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বাড়ছে।
EiSamay.Com covid 1
ফাইল ছবি


রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য এদিন আরও একবার কেন্দ্রের ভ্রান্ত পদক্ষেপকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কেন্দ্রের নিয়ম অনুসারে ভালো করে স্ক্রিনিং করার পরে অন্য রাজ্য বিশেষ ট্রেন বা ঘরোয়া উড়ানে লোকজনকে আনার কথা। কিন্তু বাস্তবে তা মানা হচ্ছে না। ফলে করোনা আক্রান্তরা অন্য রাজ্য থেকে এই রাজ্যে চলে আসছেন। আর যার ফলশ্রুতিতে বাংলায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ক্রমশ বাড়ছে। সরকার আপ্রাণ চেষ্টা চালালেও তাতে রাশ টানা যাচ্ছে না। তবে এই রাজ্যে সুস্থতার হার জাতীয় হারের থেকে যে বেশি, তা মনে করিয়ে দিতে ভুলে যাননি মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর এই আশঙ্কার প্রতিফলন দেখা গেল সন্ধ্যায় নবান্ন থেকে প্রকাশিত করোনা বুলেটিনে। সরকারি পরিসংখ্যান অনুসারে, এদিন সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৫৪২ জনের শরীরে ভাইরাসের উপস্থিতির সন্ধান পাওয়া গিয়েছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১৯০ জন। এর মধ্যে আরও ৩৪৫ জন করোনাকে জয় করে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় রাজ্যে মোট করোনা মুক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৫৩৫ জন। আর ৫ হাজার ৩৯ জনের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। অর্থাৎ, রাজ্যে মোট আক্রান্তের মধ্যে ৬৫ শতাংশের বেশি মানুষ এখন সম্পূর্ণ সুস্থ।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা বাতিল! ৩১ জুলাইয়ের মধ্যে রেজাল্ট

যদিও রাজ্যে করোনায় মৃত্যুর ঘটনা এখনও ঊর্ধ্বমুখী। রাজ্যে এই মারণ ভাইরাসের বলি হয়েছেন আরও ১০ জন। ফলে এখনও পর্যন্ত ৬১৬ জন করোনায় প্রাণ হারালেন।

রাজ্যের মধ্যে কলকাতা থেকে সর্বাধিক নয়া আক্রান্তের সন্ধান মিলেছে। আরও ১২৮ জনের শরীরে এই মারণ ভাইরাস শনাক্ত হওয়ার ফলে শহরে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৬১ জন। এর মধ্যে ৩ হাজার ১৪ জন সম্পূর্ণ সুস্থ এবং ১ হাজার ৮৯৩ জনের চিকিৎসা চলছে। আর কলকাতায় করোনায় কেড়ে নিয়েছে ৩৫৪ জনের প্রাণ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বাংলাকে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব মমতা, বিরোধীদের তুলোধোনা

পরের খবর