অ্যাপশহর

ডিজিটাল প্রচারে 'ন্যায়' ও কৃষিতে গুরুত্ব কংগ্রেসের

রাজ্যে চার লক্ষ 'ন্যায়'-এর পোস্টার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ৯৪ মাস নিয়ে আলাদা আরও চার লক্ষ পোস্টার।

EiSamay.Com 15 Apr 2019, 10:19 am
এই সময় ডিজিটাল ডেস্ক: পৃথক কৃষক বাজেট, ন্যায় সহ রাহুল গান্ধীর বিভিন্ন 'প্রতিশ্রুতি' এবং মোদী সরকারের 'প্রতিশ্রুতিভঙ্গ'কে উপজীব্য করে তিনটি গান, ছ'টি ভিডিয়ো নিয়ে রাজ্যে কোমর বেঁধে প্রচার নামছে প্রদেশ কংগ্রেস। সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, এফএম রেডিয়োয় আগামী এক মাস প্রচারের ঝড় তুলতে চাইছে কংগ্রেস।
EiSamay.Com congress concentrating on digital campaign this lok sabha election
ডিজিটাল প্রচারে কংগ্রেস


এই লোকসভা ভোটে রাজ্যে কংগ্রেস শেষ পর্যন্ত কতগুলি আসন পাবে, সেই ব্যাপারে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব নিশ্চিত না হলেও রাজ্যে কংগ্রেসের হয়ে প্রচারের ঝড় তুলতে এআইসিসি থেকে সুনির্দিষ্ট ভাবে নির্দেশ এসেছে। সেই জন্য চিরাচরিত পোস্টার, ফ্লেক্সের পাশাপাশি ডিজিটাল প্রচারের উপরে বাড়তি জোর দিচ্ছেন কংগ্রেস নেতৃত্ব। কোন মাধ্যমে কী ভাবে প্রচার চালানো হবে, রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র তা প্রকাশ্যে এনেছেন।

সোশ্যাল মিডিয়া ও টেলিভিশনে প্রচারের জন্য মোট ছ'টি ভিডিয়ো তৈরি করেছে প্রদেশ কংগ্রেস। একটি ভিডিয়োয় 'ন্যায়' প্রকল্পকে ব্যাখ্যা করে আমজনতা কী ভাবে উপকৃত হবে, তা তুলে ধরা হয়েছে। অন্য একটি ভিডিয়ো তৈরি করা হয়েছে রাহুল গান্ধী ঘোষিত পৃথক কিষান বাজেট নিয়ে। নরেন্দ্র মোদীর জমানায় বিভেদের রাজনীতি করা হয়েছে, এই বিষয়টি তুলে ধরতে আবার আর একটি ভিডিয়ো তৈরি করা হয়েছে।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের কথায়, 'প্রতিটি ভিডিয়োয় নির্দিষ্ট বার্তা দেওয়া হয়েছে। কংগ্রেস কী করতে চাইছে এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সেটা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়েছে।' প্রদেশ কংগ্রেসের প্রচার বিভাগ থেকেই তৈরি করা হয়েছে এই অডিয়ো-ভিডিয়ো কনটেন্ট।

প্রদেশ কংগ্রেসের প্রচার বিভাগের দায়িত্বে থাকা প্রাক্তন যুব নেতা অমিতাভ চক্রবর্তী বলেন, 'রাজ্যে আমাদের প্রতিটি প্রচার সামগ্রী আমাদের কর্মীরা তৈরি করেছেন। কোনও পেশাদার সংস্থার সাহায্য আমরা নিইনি।' রাহুল গান্ধীর 'ন্যায়' প্রকল্প নিয়ে মূল প্রচার চালাতে চাইছে কংগ্রেস। তাই, 'ন্যায়' প্রকল্পটির রূপরেখা নিয়ে রাজ্যের প্রতিটি বিধানসভায় প্রচার চালাতে চার লক্ষ পোস্টার তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও এই পোস্টার আপলোড করছে কংগ্রেস। ন্যায়ের পরেই গুরুত্ব পেয়েছে কৃষক বিষয়টি। তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পরে কৃষকদের ঋণ মকুব করা হয়েছে এবং কেন্দ্রে ক্ষমতায় এলে সারা দেশে কৃষকদের ঋণ মকুবের উপরে গুরুত্ব দেওয়া হবে, এই বার্তা দিয়ে চিরাচরিত পোস্টার ছাড়াও সোশ্যাল মিডিয়ায় পোস্টার আপলোড করতে চলেছে প্রদেশ কংগ্রেস।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল