অ্যাপশহর

পশ্চিমি ঝঞ্ঝার গেরোয় কমে গেল ঠান্ডা আমেজ

কিন্ত্ত আবহবিদরা স্পষ্ট করেছিলেন , শীত বলতে আমরা যা বুঝি , তার জন্য আরও বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে৷

EiSamay.Com 28 Nov 2016, 12:31 pm
এই সময় : শুক্রবারও ১৭ .৬ ডিগ্রি সেলসিয়াসে ছিল কলকাতার রাতের তাপমাত্রা৷ রবিবার তা পৌঁছে গেল ১৮ .৬ ডিগ্রিতে৷ তাপমাত্রার এক ডিগ্রি বৃদ্ধির চেয়েও ফারাকটা বেশি বোঝা যাচ্ছে অনুভূতিতে৷ সেই শিরশিরানি অনেকটাই কম৷ দিনে তো রীতিমতো গরম লাগছে৷ ফ্যান চলতে শুরু করেছে ট্রেনে -ট্রামে৷ আবহবিদরাও বলছেন , নভেম্বরের শেষবেলায় তাপমাত্রা নামবে , এমন আশা কম৷ বরং , কম -বেশি এমনই থাকবে আবহাওয়া৷হাওয়া অফিসের বক্তব্য , তাপমাত্রার এই বেড়ে যাওয়াটা অস্বাভাবিক নয়৷ শীত মানেই যে সবসময় পারাপতন চলবে , এমন নয়৷ কখনও তাপমাত্রা কমবে , কখনও বাড়বে৷ এই ভাবে কমা -বাড়ার মধ্যে দিয়েই থিতু হবে শীত৷ তবে কলকাতার ক্ষেত্রে তা আসতে আসতে প্রতিবারই মাঝ ডিসেম্বর লেগে যায়৷ চলতি মরসুমে ঠান্ডা ভাবটা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই মালুম হচ্ছে , এটাই যা প্রান্তি৷ তখনই শীত আসা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছিল আমজনতার মধ্যে
EiSamay.Com cold slow down in west bengal for wesretn wind
পশ্চিমি ঝঞ্ঝার গেরোয় কমে গেল ঠান্ডা আমেজ


কিন্ত্ত আবহবিদরা স্পষ্ট করেছিলেন , শীত বলতে আমরা যা বুঝি , তার জন্য আরও বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে৷ বাস্তবে হলও তাই৷ ১৭ নভেম্বর আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১৬.৯ ডিগ্রিতে৷ ওই দিনের গত দশ বছরের পরিসংখ্যান ঘেঁটে দেখা যায় , পারদের এতটা পতন আগে কখনও হয়নি৷ অবশ্য তার পর আর পারদ নামেনি৷ আবার অনেকটা বেড়েও যায়নি৷ মোটামুটি ১৭ -১৮ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করছিল পারদ৷ শনিবার রাত থেকেই প্রথম ঠান্ডার আমেজ কমতে শুরু করে৷ তার প্রতিফলন দেখা যায় রবিবারের সর্বনিম্ন তাপমাত্রায়৷ চলতি সময়ের স্বাভাবিকের চেয়ে দু’ডিগ্রি বেশি৷ এমন ঊর্ধ্বমুখী ধারা কেন ? আলিপুর আবহাওয়া দন্তরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন , ‘কাশ্মীরের উপর দিয়ে একটি পশ্চিমি ঝঞ্ধা যাচ্ছে৷

এর ফলে উত্তর -পশ্চিম ভারতে তাপমাত্রা বেড়ে গিয়েছে৷ উত্তুরে হাওয়ার দাপট কমাতেই আমাদের এ দিকেও তাপমাত্রা বেড়ে গিয়েছে৷ উত্তর -পশ্চিম ভারতে তাপমাত্রা না কমলে , এ দিকে পারাপতন হবে না৷ ফলে আমাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে৷ ’ সাধারণত , পশ্চিমি ঝঞ্ধার প্রভাবে কাশ্মীরের পাহাড়ে বরফ পড়ে৷ উত্তর ভারতে বৃষ্টি হয়৷ যা উত্তুরে হাওয়ার হাত শক্ত করে৷ এক্ষেত্রে তা কতটা হয় , সে দিকে তাকিয়ে থাকবেন আবহবিদরা৷ তবে এখানেই বাধা কাটছে না৷ পুবালি হাওয়ার দাপটে বিহারে তাপমাত্রা বেড়ে গিয়েছে৷ যা প্রভাব ফেলছে বাংলার আবহাওয়ার৷ জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় কুয়াশার দাপটও বাড়ছে৷ বাধা কেটে যাবে ডিসেম্বরের শুরুতে , আপাতত তার প্রতীক্ষা৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল