অ্যাপশহর

সম্মানে মিশল সৌজন্য, বাংলাকে শ্রেষ্ঠ করে তোলার ডাক মমতার

কৃতীদের সম্মান জানালেন , এবং সেই সম্মান -প্রদান মঞ্চের উপযুক্ত শব্দচয়নে বললেন , বাংলার বিশিষ্ট মানুষদের সম্মানিত করতে পেরে তিনি নিজেই গৌরবান্বিত৷

EiSamay.Com 21 May 2017, 9:59 am
এই সময় : কৃতীদের সম্মান জানালেন , এবং সেই সম্মান -প্রদান মঞ্চের উপযুক্ত শব্দচয়নে বললেন , বাংলার বিশিষ্ট মানুষদের সম্মানিত করতে পেরে তিনি নিজেই গৌরবান্বিত৷ সংক্ষেপে এ ভাবেই বর্ণনা করা চলে শনিবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সানন্দ উপস্থিতিকে৷ সন্ধ্যা জুড়েই তৈরি হল উজ্জ্বল মুহূর্তের মালা৷
EiSamay.Com cm is literally honored after giving banga bibhushan award to veteran actor soumitra chatterjee
সম্মানে মিশল সৌজন্য, বাংলাকে শ্রেষ্ঠ করে তোলার ডাক মমতার


বিশ্রীত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে রাজ্য সরকারের বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করা হল৷ মমতা বললেন , ‘সৌমিত্র চট্টোপাধ্যায় বাংলার এক অবিস্মরণীয় নাম৷ চলচ্চিত্র জগতে বাংলাকে তিনি শুধু এগিয়ে নিয়ে যাচ্ছেন তাই নয় , উত্তমকুমারের পর আজও তাঁর অবদান রেখে চলেছেন৷ তাঁকে সম্মানিত করতে পেরে আমরা অভিভূত ও আপ্লুত৷’

সৌমিত্র ছাড়াও বঙ্গবিভূষণে ভূষিত হলেন আইটিসি শিল্প গোষ্ঠীর চেয়ারম্যান ওয়াই দেবেশ্বর , চিকিত্সক ধীমান গঙ্গোপাধ্যায় , রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি অরুণপ্রসাদ মুখোপাধ্যায় এবং কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী৷ বঙ্গভূষণ পেলেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা , চিকিত্সক অভিজিত্ চৌধুরী , লোকসঙ্গীত শিল্পী লক্ষ্মণ দাস বাউল , রাভা নৃত্যশিল্পী গনাথ রাভা এবং কেশমত ফকির৷ তবু, অন্য সবাইকে ছাপিয়ে সহাস্য সৌমিত্রের পাশে মমতার ছবিটিই যে স্মৃতিতে জেগে থাকল , তার কারণ রাজনৈতিক দর্শনে সৌমিত্রের ঘনিষ্ঠতা বাম শিবিরের সঙ্গেই৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠ ছিলেন তিনি৷ এমনকী সিঙ্গুর -নন্দীগ্রাম পর্বেও তিনি বাম সরকারের বিরুদ্ধে সরব হননি৷ ভাবাদর্শ ভিন্নতা থাকলেও সৌমিত্রের এই সম্মাননা সৌজন্যের বিরল নজির হয়ে থাকল৷

মঞ্চের উপর মুখ্যমন্ত্রীর ঠিক পাশের আসনটিতেই ছিলেন সৌমিত্র৷ শুধু কুশল বিনিময়ই নয় , মঞ্চে বসেই সৌমিত্রর কাছ থেকে তাঁর নাতি , সম্প্রতি দুর্ঘটনায় জখম রণদীপ বসুর খোঁজ নেন মমতা৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন , ‘বাংলাই পথ দেখায়৷ বাংলা সম্প্রীতির জায়গা৷ ’ জানিয়ে দেন , ভয় দেখানোর চেষ্টা করলে তিনি সহজে মাথা নোয়াবেন না৷ বাংলাকে শ্রেষ্ঠ আসনে বসানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রীর আর্জি, ‘সরকারের কাজের সমালোচনা করুন৷ কিন্ত্ত আমাদের ভুল বুঝবেন না৷ আসুন আমরা শ্রেষ্ঠ বাংলা গড়ে তুলি৷ ’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল