অ্যাপশহর

সারদা-রোজ ভ্যালির তদন্তে সিবিআইয়ের অফিসার বদল

​​​সিবিআই সূত্রের খবর, সারদা মামলার তদন্তকারী অফিসার তথাগত বর্ধন, রোজ ভ্যালি মামলার দুই তদন্তকারী অফিসার ব্রতীন ঘোষাল ও সোজম শেরপা এবং নারদ স্টিং অপারেশন মামলার তদন্তকারী অফিসার রঞ্জিত কুমার-- প্রত্যেককেই বদলির নির্দেশ জারি হয়েছে। তথাগত ও রঞ্জিত কুমারকে দিল্লিতে বদলি করা হয়েছে। রোজ ভ্যালির দুই তদন্তকারী অফিসারকে বদলি করা হয়েছে ভুবনেশ্বরে। তাঁদের জায়গায় নতুন তদন্তকারী অফিসার নিয়োগ করা হচ্ছে বলে সিবিআই সূত্রের খবর।

EiSamay.Com 16 Jan 2020, 3:33 am
এই সময় ডিজিটাল ডেস্ক: সারদা-রোজ ভ্যালির মতো বেআইনি লগ্নিসংস্থার কারবার থেকে নারদ স্টিং অপারেশনের তদন্ত। রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী অফিসারের বদলির নির্দেশ জারি করল সিবিআই।
EiSamay.Com chit fund


সিবিআই সূত্রের খবর, সারদা মামলার তদন্তকারী অফিসার তথাগত বর্ধন, রোজ ভ্যালি মামলার দুই তদন্তকারী অফিসার ব্রতীন ঘোষাল ও সোজম শেরপা এবং নারদ স্টিং অপারেশন মামলার তদন্তকারী অফিসার রঞ্জিত কুমার-- প্রত্যেককেই বদলির নির্দেশ জারি হয়েছে। তথাগত ও রঞ্জিত কুমারকে দিল্লিতে বদলি করা হয়েছে। রোজ ভ্যালির দুই তদন্তকারী অফিসারকে বদলি করা হয়েছে ভুবনেশ্বরে। তাঁদের জায়গায় নতুন তদন্তকারী অফিসার নিয়োগ করা হচ্ছে বলে সিবিআই সূত্রের খবর। তবে সিবিআইয়ের এক আধিকারিক জানান, এটা রুটিন বদলি। দেশজুড়ে অনেক অফিসারেরই বদলির নির্দেশ হয়েছে। সেই তালিকায় ঘটনাচক্রে ওই অফিসাররাও রয়েছেন।

তবে গত কয়েক বছরে যে কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত নিয়ে বিস্তর আইনি ও রাজনৈতিক টানাপোড়েন চলেছে, তার সবগুলির তদন্তকারী অফিসারের বদল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ঘটনা বলেই মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। কারণ, সারদা ও রোজ ভ্যালি মামলায় অনেকগুলি চার্জশিট জমা পড়লেও চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া এখনও বাকি। নারদ স্টিং অপারেশনের তদন্তেও এখনও চার্জশিট জমা পড়েনি। সারদা ও রোজ ভ্যালি মামলা নিয়ে গত বছরই নতুন করে আইনি যুদ্ধ হয়েছিল রাজ্য পুলিশ ও সিবিআইয়ের মধ্যে। ওই মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে তলব করা নিয়েই শুরু হয় আইনি যুদ্ধ। আর নারদ মামলায় শুধুমাত্র সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে সিবিআই গ্রেপ্তার করে। বাকি অভিযুক্তদের কাউকেই এখনও গ্রেপ্তার করা যায়নি। নতুন তদন্তকারী অফিসারদের নিয়োগে তদন্ত নতুন করে গতি পায় কি না, সেটাই দেখার।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল