অ্যাপশহর

মুখ্যমন্ত্রীর নির্দেশে নিজস্ব বাহিনীতে জোর রাজ্যের

পাহাড় থেকে জঙ্গলে অশান্তির মোকাবিলায় রাজ্য সরকার আর কেন্দ্রীয় বাহিনীর উপর নির্ভর করতে নারাজ৷

EiSamay.Com 3 Dec 2017, 12:19 pm
এই সময়: পাহাড় থেকে জঙ্গলে অশান্তির মোকাবিলায় রাজ্য সরকার আর কেন্দ্রীয় বাহিনীর উপর নির্ভর করতে নারাজ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য পুলিশ বিকল্প বাহিনী গঠন এবং আগে তৈরি বাহিনীর শক্তিবৃদ্ধিতে নজর দিয়েছে৷ কয়েক বছর আগে তৈরি রাজ্য পুলিশের অধীন ইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়ানকে (আইআরবি ) আরও বেশি করে কাজে লাগানো হতে পারে৷ শক্তিশালী করা হচ্ছে জঙ্গি মোকাবিলায় রাজ্যের নিজস্ব বাহিনী স্ট্রাকো-কেও৷ কুইক রেসপন্স টিম হিসেবে এই বাহিনীর বিশেষ পারদর্শিতাও রয়েছে৷
EiSamay.Com chief minister mamata bandyopadhyay the state police made an alternative formation force
মুখ্যমন্ত্রীর নির্দেশে নিজস্ব বাহিনীতে জোর রাজ্যের


রাজ্যের আপত্তি সত্ত্বেও সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় সরকার দু’দফায় দার্জিলিং থেকে ১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তুলে নিয়েছে৷ এখন মাত্র চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে পাহাড়ে৷ জঙ্গলমহলেও কমেছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা৷ কেন্দ্রর যুক্তি , জঙ্গলমহল এখন শান্ত৷ গত তিন বছরে সেখানে প্রাণহানি তো দূরের কথা, মাওবাদীরা কোনও অশান্তি ঘটিয়েছে --এমন নজিরও নেই৷ এক কথায় ‘ইনসিডেন্ট ফ্রি’ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে৷ তবুও রাজ্য সরকারের জেরাজুরিতে কেন্দ্র জঙ্গলমহল থেকে কেন্দ্রীয় বাহিনী পুরোপুরি প্রত্যাহার করতে পারছে না৷ তবে রাজ্য সরকার পাল্টা হাতিয়ার করেছে গোয়েন্দা রিপোর্টকে৷ যাতে বলা হয়েছে, জঙ্গলমহলে বিক্ষিন্ত ভাবে অতি গোপনে মাওবাদীরা স্কোয়াড সংগঠিত করার চেষ্টা করছে৷ যদিও এই যুক্তি দেখিয়ে বেশি দিন জঙ্গলমহলে কেন্দ্রীয় বাহিনী আটকে রাখা যে যাবে না, বুঝেছেন রাজ্যের স্বরাষ্ট্র দন্তরের কর্তারা৷ কারণ , কেন্দ্র উল্টে পশ্চিমবঙ্গ, বিহার , ওডিশা ও ঝাড়খণ্ড পুলিশকে ইউনিফায়েড কমান্ড ফোর্স গড়ার পরামর্শ দিচ্ছে৷ এর পরেই মুখ্যমন্ত্রী আধাসামরিক বাহিনী নিয়ে কেন্দ্রের উপর নির্ভরতা কমাতে বিকল্প পথ খোঁজার নির্দেশ দেন পুলিশকে৷ তারাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শে তৈরি আইআরবি -কে সামনে আনার পরামর্শ দিয়েছে৷

সেই মতো এই বাহিনীর জন্য বীরভূমের রাজনগরে ৫০ একর জমিতে সদর দন্তর গড়ে তোলার কাজ শুরু হয়েছে৷ চলছে আইআরবি -তে নতুন নিয়োগ ও প্রশিক্ষণের পর্ব৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ১১০৭টি বিভিন্ন পদমর্যাদার অফিসার ও কনস্টেবল নিয়োগের অনুমতি দিয়েছে৷ কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর মতো এই বাহিনীতেও এক জন ইঞ্জিনিয়ারিং ও অন্য কর্মী থাকবেন৷ এঁদের বেতনের একটা অংশ আপাতত কেন্দ্রীয় সরকার দেবে৷ টানা দশ বছর ধরে কেন্দ্র এই আর্থিক সাহায্য ধাপে ধাপে কমিয়ে আনবে৷ গত বছরের মাঝামাঝি নাগাদই এই বাহিনীর জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে রাজ্য পুলিশ৷ চলছে তাদের টানা ১৮ মাসের প্রশিক্ষণ কর্মসূচি৷ এর মধ্যেই মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পেয়ে আইআরবি ব্যাটেলিয়ানের সংখ্যা বাড়ানোরও উদ্যোগ শুরু হয়েছে৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল