অ্যাপশহর

ডেরেককে সিবিআই তলব, RTI বিলের বিরোধিতার জন্যেই কি নিশানায় তৃণমূল সাংসদ?

এই তলবের নেপথ্যে সম্পূর্ণভাবেই রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে বলেই অভিযোগ করেন ডেরেক। ট্যুইট করে তিনি লেখেন, সংসদে তথ্যের অধিকার সংশোধনী বিলের বিরোধিতা করার জেরেই এই নোটিশ।

EiSamay.Com 26 Jul 2019, 10:26 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সারদা-নারদা-রোজভ্যালি তো ছিলই, হঠাৎ করেই আবার তৃণমূলের দলীয় মুখপত্র 'জাগো বাংলা' নিয়ে উঠেপড়ে লাগল সিবিআই। সেই সূত্রেই 'জাগো বাংলা'র তহবিল নিয়ে তদন্তে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়ানকে নোটিশ পাঠাল সিবিআই। ১ অগস্ট তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।
EiSamay.Com derek
ডেরেককে তলব


যদিও এই তলবের নেপথ্যে সম্পূর্ণভাবেই রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে বলেই অভিযোগ করেন ডেরেক। ট্যুইট করে তিনি লেখেন, সংসদে তথ্যের অধিকার সংশোধনী বিলের বিরোধিতা করার জেরেই এই নোটিশ।



জাগো বাংলার প্রকাশক ডেরেক ও'ব্রায়ান এবং সম্পাদক সুব্রত বক্সি। এর আগে সুব্রত বক্সিকেও তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সেসময় সিবিআই-কে দলীয় মুখপত্রের তহবিল সংক্রান্ত সমস্ত নথিপত্রও দিয়েছিলেন সুব্রত বক্সি। এবার পালা ডেরেকের।

জাগো বাংলার আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে জানুয়ারিতে তদন্ত শুরু করে সিবিআই। সেসময় জাগো বাংলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন স্বাক্ষরকারীর একজন মানিক মজুমদার, সুব্রত বক্সি ও ডেরেক ও'ব্রায়ানকে তলব করে সিবিআই। সেই চিঠি পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে।

পরের খবর