অ্যাপশহর

আন্দোলনের ভুক্তভোগী রেলযাত্রীরা

হাওড়ার ডিআরএম অফিসের সামনে তাঁরা পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ শুরু করেন৷

EiSamay.Com 24 Oct 2016, 12:47 pm
এই সময় : কাজ চলে যাওয়ার আশঙ্কায় আন্দোলনরত আইআরসিটিসি -র ঠিকাদারের অধীন ক্যাটারিং কর্মীরা এ বার পরিষেবা বন্ধ করে দিলেন দু’টি দুরন্ত এক্সপ্রেস ট্রেনে৷ চলন্ত ট্রেনে যাত্রাকালীন খাদ্য সরবরাহ করার দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের অধীন কর্মীরা বেশ কিছু দিন ধরেই তাঁদের কাজের নিরাপত্তার দাবিতে ও ঠিকাদারের মেয়াদ শেষ হলে তাঁদের আইআরসিটিসির কর্মী হিসাবে নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন৷ কিন্ত্ত এ ব্যাপারে কোনও স্পষ্ট প্রতিশ্রীতি তাঁরা আইআরসিটিসি বা রেল কোনও পক্ষ থেকেই পাননি৷ আন্দোলন চলাকালীনই আচমকা রবিবার সকালে দিঘা দুরন্ত এক্সপ্রেস এবং যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেসে খাদ্য পরিষেবা দেওয়ার কর্মীরা চেন টেনে ট্রেন থামিয়ে নেমে আসেন৷ ফলে , প্রবল ভোগান্তির মুখে পড়তে হয় ট্রেন যাত্রীদের৷ যদিও রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে , ক্যাটারিং কর্মীরা ধর্মঘট করলেও আইআরসিটিসির নিজস্ব কর্মীরা পরিস্থিতি সামলে দিয়ে
EiSamay.Com cataring worker stop to provide service for protest
আন্দোলনের ভুক্তভোগী রেলযাত্রীরা


তাঁরাই চলন্ত ট্রেনে যাত্রাপথে যাত্রীদের কাছে ক্যাটারিং পরিষেবা পৌঁছে দিচ্ছেন৷ এ দিন সকালে ট্রেন ছাড়ার মুহূর্তে ক্যাটারিং কর্মীরা ওই ট্রেন দু’টি থেকে নেমে আসেন৷ এর পর হাওড়ার ডিআরএম অফিসের সামনে তাঁরা পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ শুরু করেন৷ পোস্টারে লেখা ছিল , ‘গো ব্যাক আইআরসিটিসি জব এজেন্সি ’; ‘যাত্রী সাধারণের সঠিক পরিষেবার স্বার্থে এবং আউটসোর্সড শ্রমিকদের জীবন ও জীবিকার স্বার্থে আইআরসিটিসির দালাল নিয়ন্ত্রিত পূর্ণ ঠিকাদারি প্রথা চলছে না চলবে না৷ ’ দক্ষিণ -পূর্ব রেলের মুখ্য জনসংযোগের দায়িত্বে থাকা সঞ্জয় ঘোষ বলেন , ‘দু’টি ট্রেনেই খাবার ওঠানো হয়ে গিয়েছিল৷ কিন্ত্ত ট্রেন ছাড়ার পরই চেন টেনে ক্যাটারিং কর্মীরা নেমে যান৷ পরে যশবন্তপুর এক্সপ্রেসে খড়গপুর ও ভুবনেশ্বর থেকে কর্মী তুলে তাঁদের দিয়েই পরিষেবা চালু রাখা হয়৷ দিঘা দূরন্তের ক্ষেত্রেও তমলুক থেকে কর্মী তুলে পরিস্থিতির মোকাবিলা করা হয়েছে৷ ’

এদিন আন্দোলনকারীদের পক্ষে আকিব আরিফ বলেন , ‘আমরা আজ রবিবার থেকে পুরোপুরি কাজ বন্ধ করে দিয়েছি৷ হাওড়া ছাড়াও যশবন্তপুর থেকে ছেড়ে আসা দুরন্তর ক্যাটারিং কর্মীরা অন্ধ্রের রেনিগুন্টায় এর আগেও প্রতিবাদ জানিয়েছিলেন৷ আমাদের বুঝিয়ে কাজে পাঠানো হয়েছিল৷ কিন্ত্ত এখন আমরা বুঝতে পেরেছি , এ সব মিথ্যে প্রতিশ্রীতি ছাড়া কিছুই নয়৷ আমরা যদি ওদের কথামতো আবার কাজ চালু করে দিই , তা হলে ভবিষ্যতে আমরা কিছুই পাব না৷ আশা করছি , আমাদের এই আন্দোলনে সকলের সাহায্য পাব৷ দিদির স্বপ্নের দুরন্ত এক্সপ্রেসে আমরা ৮ -১০ বছর ধরে কাজ করছি৷ এখন আমাদের কাজ থেকে বসিয়ে দিয়ে আমাদের পেটে লাথি মারা হচ্ছে৷ আমরা আর কারও কথা শুনব না৷ আন্দোলন চালিয়ে যাব৷ আমাদের কোনও স্টাফই গাড়িতে ওঠেনি৷

কাজ বন্ধ রেখে আইআরসিটিসি -র বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে৷ ’ যদিও আইআরসিটিসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ফোন ধরেননি তাঁরা৷ সূত্রের খবর , আইআরসিটিসি তাঁদের অধীন অনেক ঠিকাদার সংস্থাকেই পরিবর্তন করতে আগ্রহী৷ নতুন সংস্থা নিযুক্ত হলে সেই সব সংস্থায় পুরোনো কর্মীদের নিয়োগও অনিশ্চিত৷ ফলে ঠিকাদারের অধীন কয়েকশো ক্যাটারিং কর্মী তাঁদের রুটিরুজি নিয়ে ঘোর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন৷ এই অবস্থায় তাঁদের দাবি , রেলকেই তাঁদের দায়িত্ব নিতে হবে৷ কর্মীদের বক্তব্য , ঠিকাদারের অধীনে কাজ করলেও তাঁরা আইআরসিটিসি -র কর্মী হিসেবেই পরিচিত৷ আইআরসিটিসি বা রেল তাঁদের দায়িত্ব ঝেড়ে ফেলতে পারে না৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল