অ্যাপশহর

আদালত চত্বরে মারামারি কেন, স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের প্রস্তুতি হাইকোর্টে

হাওড়া আদালতকাণ্ডে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়েরের প্রস্তুতি শুরু করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিবি নায়ার রাধাকৃষ্ণণ এক নির্দেশে ওই ঘটনায় যুক্ত ১২টি পক্ষকে তাঁর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। গত বুধবার গাড়ি পার্কিং করা নিয়ে হাওড়া আদালতে আইনজীবী ও পুরকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে।

EiSamay.Com 26 Apr 2019, 8:10 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: হাওড়া আদালতকাণ্ডে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়েরের প্রস্তুতি শুরু করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিবি নায়ার রাধাকৃষ্ণণ এক নির্দেশে ওই ঘটনায় যুক্ত ১২টি পক্ষকে তাঁর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী সোমবার সকালে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। সব পক্ষের বক্তব্য শোনার পরে ওই দিন হাইকোর্ট পরবর্তী পদক্ষেপ করতে পারে বলে আইনজীবীদের একাংশের অনুমান। এদিকে, হাওড়ার জেলা বিচারক এদিন প্রধান বিচারপতিকে তাঁর রিপোর্ট পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।
EiSamay.Com high court f


গত বুধবার গাড়ি পার্কিং করা নিয়ে হাওড়া আদালতে আইনজীবী ও পুরকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। দু'পক্ষের মধ্যে চলা ইট বৃষ্টিতে আহত হন বেশ কয়েকজন। আহত হন সংবাদমাধ্যমের কর্মীও। এরপর বুধবার বিকেলে জেলা জজের সঙ্গে পুলিশ কমিশনারেটের বৈঠকেও সমস্যার সমাধান হয়নি।

ওই সংঘর্ষে পুলিশের লাঠিচার্জের কারণ নিয়ে কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি হাওড়ার পুলিশ কমিশনার নিশান্ত গর্গ। আইনজীবীদের প্রশ্ন, কার অনুমতিতে পুলিশ আদালত চত্বরে ঢুকল।

হাওড়া আদালতের ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা বলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। যার পরিপ্রেক্ষিতে হাওড়া জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় কলকাতা হাইকোর্ট।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল