অ্যাপশহর

SSC Recruitment Scam: বিধায়ক তাপস সাহাকে কেন জিজ্ঞাসাবাদ বা গ্রেফতারি নয়, রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্ট

তাপস সাহাকে কেন জিজ্ঞাসাবাদ নয়, রাজ্য পুলিশের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট।

Produced byএলিনা দত্ত | Lipi 30 Mar 2023, 8:58 pm
Calcutta High Court: নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের আরেক প্রভাবশালী তৃণমূল বিধায়ক তাপস সাহার। নাম জড়ানোর পরেও তাঁকে গ্রেফতার তো দূরের কথা কেন জিজ্ঞাসাবাদ করা হল না এতদিন ? রাজ্যের কাছে জবাব চাইল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার রাজ্যের কাছে হলফনামা তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। তবে এই মামলায় এখনই কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করানোর ব্যাপারে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। মামলার পরবর্তী শুনানি আগামী ১০ এপ্রিল।
EiSamay.Com calcutta high court new


দমকল সহ রাজ্যের একাধিক সরকারি বিভাগে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নাম জড়িয়েছে নদিয়া জেলার তেহট্টের বিধায়ক তাপস সাহার। টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ তুলে বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলায় আরও তিনজনের নাম যুক্ত ছিল। বাকি তিনজনকে গ্রেফতার করা হলেও বিধায়ক তাপস সাহাকে কেন গ্রেফতার করা হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলা হয় আদালতে।

Tapas Saha Recruitment Scam: তাপসের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের বক্তব্য চাইল কোর্ট, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের ভাবনা

মামলাকারীর দাবি ছিল, নির্দিষ্ট সময়ে চার্জশিট না পেশ হওয়ায় নিম্ন আদালত থেকে জামিন পেয়ে যান ধৃত তিন ব্যক্তি। তবে তাপস সাহাকে গ্রেফতারির বিষয়ে বাদ দিয়ে পুলিশের ভূমিকা নিয়ে এখনও কোনও প্রশ্ন নেই বলে জানায় আদালত। আগামী দিনে পুলিশ এই তদন্ত চালিয়ে যেতে পারবে বলেই জানানো হয়।

প্রসঙ্গত, চাকরি দেওয়ার নাম করে প্রায় ৫ কোটি টাকা তোলা হয়েছে এই মর্মে বিধায়ক তাপস সাহা সহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বিধায়ক ও প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের পর আরও এক বিধায়কের নাম জড়িয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে অস্বস্তিতে পড়তে হয় রাজ্যের শাসক দলকে।

Recruitment Scam : 'সুশান্ত ঘোষের বাড়ির কুকুর, বিড়াল পর্যন্ত চাকরি পেয়ে গিয়েছে!' প্রাক্তন মন্ত্রীকে তোপ তৃণমূল বিধায়কের

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে তাপস সাহার বিরুদ্ধে দুর্নীতির মামলায় তদন্তের কেস ডায়েরি ও হলফনামা দিয়ে তদন্তের ব্যাপারে জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয় রাজ্যকে। এমনকী কেন তাপস সাহাকে আটক, জেরা বা গ্রেফতার করা হয়নি তদন্তকারী অফিসারকে আগামী দিনে তাও জানাতে হবে বলে নির্দেশ দেয় আদালতে।

TMC Leader: তাপস সাহার বিরুদ্ধে অভিযোগ আনা তৃণমূল নেত্রীর বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ, এলাকায় লিফলেট

চাকরি দেওয়ার নাম করে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার আপ্ত সহায়ক প্রবীর কয়াল লাখ লাখ টাকা তুলেছিলেন বলে অভিযোগ জমা পড়েছিল তেহট্ট থানায়। তদন্তে নেমে বিধায়কের আপ্ত সহায়ক প্রবীর কয়াল ও তার ২ সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। তবে আপ্ত সহায়কের টাকা তোলার ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক।
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর