অ্যাপশহর

হাসপাতালে না, বাড়িতেই চিকিত্সা করাবেন বুদ্ধদেব

পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই চিকিত্সা চলবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বুদ্ধদেব ভট্টাচার্যের৷ টানা কয়েক দিন বিশ্রামে থাকায় তাঁর স্বাস্থ্যের সামান্য উন্নতিও হয়েছে৷

EiSamay.Com 18 Oct 2017, 9:55 am
এই সময়: পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই চিকিত্সা চলবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বুদ্ধদেব ভট্টাচার্যের৷ টানা কয়েক দিন বিশ্রামে থাকায় তাঁর স্বাস্থ্যের সামান্য উন্নতিও হয়েছে৷ সোমবার অসুস্থ বুদ্ধদেবকে তাঁর বাড়িতে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুদ্ধদেব যদি এসএসকেএম -এ চিকিত্সা করাতে চান , তা হলে সমস্ত বন্দোবস্ত সেখানে তৈরি থাকবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বুদ্ধদেব যদি বাড়িতে চিকিত্সা করাতে চান, তখনও সরকারের তরফে বিশেষজ্ঞ চিকিত্সক পাঠানো যেতে পারে বলে প্রস্তাব দিয়েছেন মমতা৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁকে জানান, চিকিত্সকের সঙ্গে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন৷ তবে আপাতত বাড়িতে চিকিত্সাধীন থাকার ইচ্ছাই প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন তিনি৷
EiSamay.Com buddhadeb bhattacharjee has been suffering from respiratory problems and is undergoing treatment at his house
হাসপাতালে না, বাড়িতেই চিকিত্সা করাবেন বুদ্ধদেব


বুদ্ধদেবের এই হাসপাতাল অনীহা নিয়ে সিপিএমের প্রথম সারির নেতারাও উদ্বেগে রয়েছেন৷ মূলত রক্তচাপের আচমকা বদলের কারণে নাক -মুখ দিয়ে রক্তক্ষরণ হলেও বুদ্ধদেবের সার্বিক শারীরিক পরীক্ষা চাইছিলেন সিপিএম নেতারা৷ হাসপাতালে ভর্তি না হলে এই সার্বিক পরীক্ষা সম্ভব নয়৷ কিন্ত্ত বুদ্ধদেব হাসপাতালে ভর্তি হতে রাজি নয়৷ কেন্দ্রীয় কমিটির বৈঠকের কারণে রাজ্য সিপিএমের প্রথম সারির নেতারা দিল্লিতে ছিলেন৷ কলকাতায় ফিরে এ দিন সকালে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বুদ্ধদেবকে দেখতে যান৷ তাঁর চিকিত্সা নিয়ে বিশদে খোঁজখবর নেন , যে চিকিত্সকরা বুদ্ধদেবকে দেখছেন তাঁদের সঙ্গেও কথা বলেন সূর্য৷ বিকেল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বুদ্ধদেবকে দেখতে গিয়েছিলেন৷ আপাতত বাড়িতে চিকিত্সাধীন থাকতে চান বলে এই দুই নেতাকে জানিয়েছেন বুদ্ধদেব৷

সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যর কথায় , ‘একাধিক বার হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে বুদ্ধদাকে বলা হয়েছে৷ কিন্ত্ত কিছুতেই বুদ্ধদা হাসপাতালে যেতে চাইছে না৷ ’ সিপিএমের এক চিকিত্সক নেতা তাঁর নিজের নার্সিংহোমে নিয়ে গিয়ে বুদ্ধদেবের শারীরিক পরীক্ষা করাতে চেয়েছিলেন , তাতেও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাজি করানো যায়নি৷ হাসপাতালে না গেলেও একাধিক বিশেষজ্ঞ চিকিত্সক ইতিমধ্যে কয়েক বার বুদ্ধদেবের স্বাস্থ্য পরীক্ষা করেছেন৷ বুদ্ধদেব নিজেও তাঁর অসুস্থতা নিয়ে খুব বেশি হইচই করতে চাইছেন না৷ এই কারণে পাম অ্যাভিনিউতে বুদ্ধদেবের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার খবর সিপিএমের দলীয় মুখপত্রে অকিঞ্চিত্কর ভাবে প্রকাশিত হয়েছে৷ ছোট সেই খবরে মমতার বুদ্ধদেবের বাড়িতে যাওয়ার বিষয়টি মাত্র এক লাইনে সীমাবদ্ধ রাখা হয়েছে৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল