অ্যাপশহর

এবার প্রিকশান ডোজ, প্রস্তুত রাজ্য স্বাস্থ্য দফতর

রাজ্যের যে কেন্দ্রগুলিতে টিকাকরণ চলছে, সেখানেই আজ, সোমবার থেকে বুস্টার বা সতর্কতামূলক ডোজ দেওয়া হবে। প্রথম দিনে ফ্রন্টলাইনার এবং প্রবীণ নাগরিক মিলিয়ে ২ লাখ নাগরিককে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

Ei Samay 10 Jan 2022, 8:34 am

হাইলাইটস

  • বুস্টার ডোজ দেওয়া হবে: ৫,০০০ সেন্টারে
  • বুস্টার ডোজের জন্য ফ্রন্টলাইন কর্মীদের পরিচয়পত্র ও ষাটোর্ধ্বদের জন্য চিকিৎসকের শংসাপত্র লাগবে
  • দ্বিতীয় ডোজের ৯০ দিনের আগে বুস্টার ডোজ নেওয়া যাবে না
EiSamay.Com booster dose
ফাইল ফটো
এই সময়: আজ, সোমবার রাজ্যে শুরু হতে চলেছে বুস্টার বা সতর্কতামূলক ডোজ। মূলত স্বাস্থ্যকর্মী, পুরসভার কর্মী এবং কোমর্বিডিটি রয়েছে, এমন ষাটোর্ধ্ব ব্যক্তিদের দিয়েই চালু হচ্ছে এই ডোজ। বর্তমানে রাজ্যের যে কেন্দ্রগুলিতে টিকাকরণ চলছে, সেখানেই দেওয়া হবে বুস্টার ডোজ। ব্যতিক্রম শুধু স্কুলগুলি। সেখানে ১৫-উর্ধ্বদেরই আপাতত টিকাকরণ চলবে।
প্রথম দিনে ফ্রন্টলাইনার এবং প্রবীণ নাগরিক মিলিয়ে ২ লক্ষ নাগরিককে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে রবিবার রাতে জানা গিয়েছে। বুস্টার ডোজ নেওয়ার জন্য অনেকেই অপেক্ষা করছেন। তাই টিকা কেন্দ্রে বাড়তি ভিড়ের আশঙ্কা করছে স্বাস্থ্যভবন। সে কারণে ঊর্ধ্বমুখী সংক্রমণের কথা মাথায় রেখে সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে স্বাস্থ্যবিধি মেনে টিকাকরণ কর্মসূচি চালানোর কথা বলেছে স্বাস্থ্যভবন।

রাজ্যে টিকাকরণের দায়িত্বে থাকা অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা তথা পরিবারকল্যাণ আধিকারিক অসীম দাস মালাকার বলেন, 'যেখানে টিকাকরণ হচ্ছে, রাজ্যের সেই কেন্দ্রগুলিতেই বুস্টার ডোজ দেওয়া হবে। কেন্দ্রের থেকে যে পরিমাণ টিকা সরবরাহ করা হবে, সেই অনুপাতেই চলবে বুস্টার ডোজ।' বর্তমানে রাজ্যের হাতে রয়েছে ১ কোটি ৪০ লক্ষ ডোজ টিকা। আজ, সোমবার কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড মিলিয়ে আরও ১১ লক্ষ ডোজ আসার কথা বলে স্বাস্থ্যভবন সূত্রে খবর। স্বাস্থ্য দপ্তরের কর্তারা জানান, টিকার জোগান ভালোই। ফলে সাধারণ টিকাকরণের পাশাপাশি বুস্টার ডোজ পর্যাপ্ত নাগরিককেই দেওয়া যাবে।

তৃতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল রাজ্য। রোজই বেডে় চলেছে সংক্রমণের সংখ্যা। এর মধ্যে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত নাগরিকদের সংখ্যাটাও রাজ্যজুড়ে প্রায় ৩ লক্ষ। বিশেষজ্ঞদের দাবি, টিকার কারণে ভাইরাস সে ভাবে কাবু করতে পারছে না বেশিরভাগ আক্রান্তকে। এই পরিস্থিতিতে বুস্টার ডোজ চালু হওয়ার ফলে করোনার বাড়বাড়ন্ত কমবে বলে চিকিৎসকদের একাংশের আশা।

করোনা রুখতে অভিষেকের বক্তব্যের বাস্তবায়ন হোক: ডা. কুণাল সরকার
যদিও এ বিষয়ে একমত নন চিকিৎসক দীপক দাস। তিনি বলেন, 'কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সম্প্রতি ১৮৩ জন ওমিক্রন আক্রান্তকে নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে। তা অনুযায়ী, টিকার দু'টি ডোজ নেওয়ার পরেও ৪৭.৫ শতাংশের শরীরে ওমিক্রনের জীবাণু মিলেছে। এঁদের মধ্যে তিন জনের নেওয়া ছিল বুস্টার ডোজও।'

কোভিড সংক্রমণে বাংলায় সর্বকালীন রেকর্ড! একদিনে আক্রান্ত ২৪ হাজার পার
একমত কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্তারা। তাঁদের বক্তব্য, 'টিকার দু'টি ডোজ হলে আর সমস্যা হবে না বলে ধারণা থেকে মাস্ক পরা বন্ধ করে দিচ্ছেন অনেকে। এটা একেবারেই ঠিক নয়। বুস্টার ডোজের পরেও মাস্ক পরতে হবে।' যে ভ্যারিয়েন্টই আসুক না কেন, বাঁচার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। তবে টিকা নিলে যে অসুস্থতা লাগাম ছাড়ায় না, সে ব্যাপারে চিকিৎসকরা মোটের উপরে একমত।

শুরু কোন পথে

রাজ্যের হাতে মজুত টিকা: ১ কোটি ৪০ লক্ষ ডোজ

বুস্টার ডোজ দেওয়া হবে: ৫,০০০ সেন্টারে

প্রয়োজন নেই আগাম বুকিংয়ের

কলকাতার সব স্বাস্থ্য কেন্দ্রেই হবে বুস্টার ডোজ

বুস্টার ডোজের জন্য ফ্রন্টলাইন কর্মীদের পরিচয়পত্র ও ষাটোর্ধ্বদের জন্য চিকিৎসকের শংসাপত্র লাগবে

দ্বিতীয় ডোজের ৯০ দিনের আগে বুস্টার ডোজ নেওয়া যাবে না

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল