অ্যাপশহর

ভিন রাজ্যে পড়তে গিয়ে কী কী সমস্যায় পড়েন পড়ুয়ারা, ফিউচার অফ বেঙ্গল আলোচনায় উঠল আসল তথ্য

EiSamay.Com 11 Mar 2021, 2:47 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ভিনরাজ্যে পড়তে গিয়ে কতরকম সমস্যার সম্মুখীন হন পড়ুয়ারা। কেউ সব বাধা কাটিয়ে সফল হন নিজের লক্ষ্যে, কেউ আবার বাড়ি থেকে অনেক দূরে সমস্যার গোলোকধাঁধাতেই আটকা পড়েন। এমনই অনেক অজানা তথ্য উঠে এল ফিউচার অফ বেঙ্গল আলোচনাসভায়। বেঙ্গালুরু বঙ্গীয় সমাজের পশ্চিমবঙ্গ শাখা শহরের বুকে এমনই অসাধারণ এক আলোচনা সভার আয়োজন করেছিল মঙ্গলবার।
EiSamay.Com dbe1b1e2-a889-44bd-9413-978eaf495c36.


অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পল, সৌমেন পুরকায়স্থ, কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী শ্রী লোকনাথ চট্টোপাধ্যায়, রবিন মুখোপাধ্যায় কলেজের প্রিন্সিপাল শ্রী কুমার রে। রাজ্যের বিভিন্ন জেলার ১০০-এরও বেশী পড়ুয়া অংশ নিয়েছিলেন এই অনুষ্ঠানে।



এই উদ্যোগে সামিল হয়েছিল স্বেচ্ছাসেবী সংগঠন পশ্চিমবঙ্গ ক্রীড়া ও জনকল্যাণ পরিষদ। যৌনপল্লীর বাচ্চাদের একটা সুস্থ সুন্দর জীবন দেওয়ার লক্ষ্যে কাজ করে ওরা। এই অনুষ্ঠান প্রসঙ্গে আয়োজন পশ্চিমবঙ্গ আরবান বঙ্গীয় সমাজের রাজ্য সম্পাদক ভাবিন পারমার বলেন, 'তরুণরাই রাজ্যের ভবিষ্যত। কিন্তু তাদের সমস্যাগুলোর কথা কেউ শোনে না। তাদের ইস্যুগুলোর সমাধানের জন্য এবং তরুণ সমাজকে সঠিক দিশা দেখাতেই এই আয়োজন।'

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল