অ্যাপশহর

'৩ মাসেই বহু প্রতিশ্রুতির অপমৃত্যু', লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

সবাইকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও বাদ পড়লেন ৩ কোটি মহিলা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে কটাক্ষ Suvendu Adhikari-এর...একই সঙ্গে মমতা সরকারের বিরুদ্ধে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসারও অভিযোগ করেন তিনি...

EiSamay.Com 13 Aug 2021, 2:22 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী Mamata Banerjee-এর সরকারকে তীব্র আক্রমণ বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর। 'ভোটের আগে দেওয়া নানা প্রতিশ্রুতি, ক্ষমতায় আসতেই ভুলে গিয়েছে,' শাসকদলকে তীব্র আক্রমণ বিজেপি নেতার। নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছিল রাজ্যের সব মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় আনা হবে। কিন্তু নির্বাচন শেষে পরই এখন কিছু প্রকল্পের আওতায় থাকার অজুহাতে প্রায় ৩ কোটি মহিলাকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের।
EiSamay.Com suvendu press eisamay


এদিন সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারকে তীব্র তুলোধনা করে শুভেন্দু অধিকারী বলেন,'ক্ষমতায় আসার আগে বলেছিলেন আমি ভ্যাকসিন কিনে দেব। ক্ষমতায় আসতেই সব বদলে গেল। তিন মাসেই বহু প্রতিশ্রুতির অপমৃত্যু।' লক্ষ্মীর ভাণ্ডারকে প্রকল্প নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য বিরোধী দলনেতার। তিনি বলেন,'পশ্চিমবঙ্গে পাঁচ কোটি মহিলা রয়েছেন। সরকার ২ কোটিরও কম মহিলাকে এখন বেছে নিয়ে বাকি ৩ কোটিকে বঞ্চিত করেছেন। ভোটের আগে বলেননি, কিন্তু মাননীয়া এখন বলছেন, যারা আইসিডিএস, প্রাণীবিদ্যার মতো সরকারি প্রকল্পে টাকা পান তাদের এই অতিরিক্ত ৫০০ দেওয়া যাবে না। ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনের আগে মুখ এবং নির্বাচনের পরে মুখোশের তীব্র নিন্দা করি।'

এখানেই শেষ নয়, কর্মসংস্থান নিয়েও রাজ্য সরকারকে বিঁধে শুভেন্দু অধিকারী বলেন, 'রাজ্যে বেকারত্ব বাড়ছে। রাজ্য সরকারি কর্মচারীরা DA চাইলে তাদের ঘেউ ঘেউ বলে মনে হয় মাননীয়ার। রাজ্যকে দেউলিয়া করার সব ব্যবস্থাই করে রেখেছেন মাননীয়া। কেন্দ্র মোদীজি দিচ্ছেন আত্মনির্ভর ভারতের ডাক, এখানে মাননীয়া গড়ছেন নির্ভরশীল বাংলা। বেকার বাংলায় এখন চাকরি চাই আওয়াজ উঠেছে'।

করোনা পরিস্থিতিতে বাস ভাড়া থেকে স্কুল খোলা, সভা-সমিতির অধিকার নিয়েও মুখ্যমন্ত্রীকে বেঁধেন বিরোধী নেতা । বলেন, 'এখানে একজন ব্যক্তিই সরকার চালান, বাকিদের মুখে গামছা বেঁধে রাখতে হয়। সব মন্ত্রী ল্যাম্পপোস্ট। আমিও ২১ বছর পার্টিটা করেছি। পরিবহণ মন্ত্রী ছিলাম। ল্যাম্পপোস্ট ছিলাম। সব ওনাকে জিজ্ঞেস করে করতে হয়।'

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল