অ্যাপশহর

জল মাপার প্রস্তাব গৌতমের উড়িয়ে দিয়ে বার্তা বিমানের

আলটপকা মন্তব্য নয় , রাজ্য রাজনীতি ও দলের অন্দরমহলের জল মাপতেই কুশলী চাল দিয়েছেন সিপিএম নেতা গৌতম দেব৷

EiSamay.Com 8 May 2017, 9:20 am
এই সময় : আলটপকা মন্তব্য নয় , রাজ্য রাজনীতি ও দলের অন্দরমহলের জল মাপতেই কুশলী চাল দিয়েছেন সিপিএম নেতা গৌতম দেব৷ আলিমুদ্দিন স্ট্রিটের ঘোষিত রণকৌশলের শরিক হওয়া সত্ত্বেও , একাধিক লক্ষ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার কথা বলেছেন সিপিএমের এই নেতা৷ রাষ্ট্রপতি নির্বাচন ছাড়া অন্য কোনও রাজনৈতিক লড়াইয়ে তৃণমূল ও বামেদের একমঞ্চে আসা দলের লাইন নয় জেনেও , গৌতম প্রকাশ্যে মমতার সঙ্গে আলোচনার কথা বলে আদতে একঢিলে দুই পাখি মারতে চেয়েছেন৷
EiSamay.Com biman basu wants to talk with mamta bandyopadhyay
জল মাপার প্রস্তাব গৌতমের উড়িয়ে দিয়ে বার্তা বিমানের


এই প্রস্তাব নিয়ে তৃণমূলের নেতৃত্বের বিভিন্ন স্তরে কী প্রতিক্রিয়া হয় দেখার পাশাপাশি দলের কেরালা লবির প্রতিক্রিয়াও দেখতে চাইছেন সিপিএমের এই নেতা৷ যদিও রবিবারই গৌতমের এই মন্তব্য উড়িয়ে দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷ এ দিন মধ্যমগ্রামে এক অনুষ্ঠানের পর বিমান বলেন , ‘দক্ষিণপন্থী দলকে নিয়ে দক্ষিণপন্থী দলের বিরুদ্ধে লড়াই হয় না৷ তাই , বামেদের লড়াই বিজেপি ও তৃণমূল উভয় দক্ষিণপন্থী দলের বিরুদ্ধেই৷ ’ গৌতমের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া বামফ্রন্টের অন্দরেও৷

সিপিআই -এর রাজ্য সম্পাদক প্রবোধ পণ্ডা বলেন , ‘গৌতম তো ওঁদের দলের পলিসি তৈরি করেন না৷ উনি প্রায়ই এমন সব মন্তব্য করেন যা পরে ওঁর দলকে খারিজ করতে হয়৷ পার্টি কেন ওঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় না বুঝতে পারি না৷ ’ ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ও বলেন , ‘বামপন্থীরা কি নিজেদের এতটাই দুর্বল মনে করে যে বিজেপিকে রুখতে তৃণমূল বা কংগ্রেসের হাত ধরতে হবে !’ আরএসপি -র রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামীও বিরক্তি গোপন না -করে বলছেন , ‘ধরেই নিচ্ছি মন্তব্যটা গৌতমের ব্যক্তিগত৷ সিপিএম তো এ রকম কোনও সিদ্ধান্তের কথা ফ্রন্টে জানায়নি৷ ’ সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোটের অন্যতম কারিগর , বিরোধী দলনেতা আব্দুল মান্নানও অস্বস্তি লুকোতে পারেননিয় খড্গ়পুরে সেভ ডেমোক্র্যাসি ফোরামের অনুষ্ঠানে মান্নান বলেন , ‘তৃণমূল সাম্প্রদায়িক দল৷ ভারতের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল বলতে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি এবং জাতীয় কংগ্রেস৷ পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং সিপিএমকে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করেই টিকে থাকতে হবে৷ ’

কিন্ত্ত গৌতমের উপস্থিতিতেই তো সিপিএম রাজ্য কমিটি এই রাজ্যে বিজেপির উত্থান ঠেকাতে তৃণমূলকে বাদ দিয়ে কংগ্রেস -সহ সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে নিয়ে বৃহত্তর মঞ্চ গঠনের সিদ্ধান্ত নিয়েছে৷ তাই গৌতমের এই কূটচালের নেপথ্যে আলিমুদ্দিন স্ট্রিটের মদত থাকতে পারে বলেও মনে করছে সিপিএমের একাংশ৷ প্রকাশ্যে সিপিএম নেতারা গৌতমের এই বক্তব্যর পাশে না -দাঁড়ানোর কৌশল নিয়েছেন৷ রাষ্ট্রপতি নির্বাচনে সঙ্ঘ ও বিজেপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে এক ছাতার তলায় যেতে সিপিএমের কোনও আপত্তি নেই বলে ইতিমধ্যে ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ রাষ্ট্রপতি পদে নরেন্দ্র মোদীর মনোনীত প্রার্থীর মহড়া নিতে জাতীয় স্তরে কংগ্রেসের নেতৃত্বে মহাজোট তৈরি করতে মাঠে নেমেছেন খোদ সনিয়া গান্ধী৷ তাঁর রণকৌশলের সঙ্গী ইয়েচুরিও৷ সঙ্ঘ -বিজেপির প্রার্থীকে পরাজিত করতে তৃণমূলের সঙ্গে একমঞ্চে আগেও থেকেছে সিপিএম৷ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনেও গোপালন ভবন এই কৌশল নিয়েছে৷ গৌতম সেই লক্ষ্যেও মমতার উদ্দেশ্যে বিজেপি বিরোধী মহাজোটের বার্তা দিয়েছেন৷

পার্থ চট্টোপাধ্যায় ও সুখেন্দুশেখর রায় গৌতমের প্রস্তাব নিয়ে দুই রকম অভিমত ব্যক্ত করেছেন৷ রবিবার পার্থ ফের বলেন , ‘ওঁর কথার কোনও ঠিক নেই৷ ওঁদের দল আগে বাঁচুক তারপর আমাদের কথা ভাববে৷ ’ বঙ্গ সিপিএম কংগ্রেসের সঙ্গে জোটের লাইনে অনড় থাকায় , কেরালা সিপিএম মোটেই সন্ত্তষ্ট নয়৷ এই কারণে মমতা জাতীয় স্তরে মোদী বিরোধী জোটের সওয়াল করায় কেরালা সিপিএমের একাংশ তাঁকে পরোক্ষে সমর্থন জানানোর কৌশল নেয়৷ তাতে অস্বস্তি বাড়ছিল ইয়েচুরি -সহ বঙ্গ সিপিএমের৷ কেরালা ব্রিগেডের বিরুদ্ধে পাল্টা চাল দিতেই গৌতম তৃণমূলের সঙ্গে কথা বলার তত্ত্ব হাজির করেছেন বলে৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল