অ্যাপশহর

Bhawanipore-এর জোড়া খুনের কিনারা, গ্রেফতার ২

Bhawanipore Incident-এ তিনদিনের মাথায় অভিযুক্তদের গ্রেফতার করল পুলিশ । একইসঙ্গে জবাব মিলল কেসের সঙ্গে যুক্ত একাধিক রহস্য ও প্রশ্নের। বুধবারই মৃত দম্পতির বাড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জাানিয়েছিলেন ৯৯ শতাংশ তদন্ত সম্পূর্ণ।

Produced byএলিনা দত্ত | EiSamay.Com 9 Jun 2022, 9:18 am
তিনদিনের মাথায় ভবানীপুর জোড়া খুনের (Bhawanipore Case) কিনারা করল কলকাতা পুলিশ। ভবানীপুরের গুজরাতি দম্পতি খুনে সন্দেহভাজন দুই জনকে গ্রেফতার। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ সহ একাধিক পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতে দুই জনকে গ্রেফতার।
EiSamay.Com arrest


প্রাথমিকভাবে জানা গিয়েছে, টাকা পয়সা নিয়ে অশান্তির জেরেই এই খুন। দুইজনকে গ্রেফতার করা হলেও এই ঘটনায় একজন মাস্টারমাইন্ড রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তার সন্ধানে পুলিশ। সে ওই দম্পতির পূর্বপরিচিত বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনাস্থলে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার সন্দেহভাজন ২ আততায়ী।
তদন্তের শুরু থেকেই আততায়ীরা দম্পতির পরিচিত তা একপ্রকার নিশ্চিত ছিল পুলিশ। এবং বিনা বাধায় ঘরে প্রবেশ করেছিল দুষ্কৃতীরা। সূত্রের খবর, এলাকার সচল সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্য মিলিছে মৃত দম্পতির এক আত্মীয়ের কাছ থেকেই। তবে এই ঘটনায় মূল চক্রান্ত অন্য কারও বলে দাবি তদন্তকারীদের। তাঁর খোঁজে চলছে তল্লাশি। বিভিন্ন তথ্য খতিয়ে দেখে এখনও পর্যন্ত তদন্তকারীর নিশ্চিত লুঠ নয়, লেনদেন সংক্রান্ত সমস্যার কারণে খুন।

Roddur Roy: কলকাতায় আনা হল রোদ্দুর রায়কে, বিমানবন্দরে নেমে কী বললেন মোক্সা তত্ত্বের প্রবক্তা?

জানা গিয়েছে সম্প্রতি নিজেদের ভবানীপুরের এই ফ্ল্যাট বিক্রি করে দিতে চেয়েছিলেন গুজরাটি দম্পতি। সূত্রের খবর, ওই গুজরাটি দম্পতির বাড়ির একটি দরজা বন্দ থাকলেও অপরটি ছিল খোলা। ঘরের মধ্যে চলছিল টিভি। ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল খাবার। একনজরে দেখে বোঝার উপায়ই নেই এই ঘরেই খুন হয়েছেন ওই দম্পতি। যদিও পুলিশ জানাচ্ছে, ভালো করে খতিয়ে দেখে বোঝা গিয়েছে, খুনের আগে আততায়ীর সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয়েছে ওই দম্পতির।

ঠিক সাড়ে চারশো মিটারের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বাড়ি। আর সাড়ে তিনশো মিটারের মধ্যেই থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ফলত গোটা এলাকা সিসিটিভিতে মোড়া। কড়া নিরাপত্তার বেষ্টনী। এমত 'হাই সিকিউরিটি' জোনে জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শহরজুড়ে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যান ভবানীপুরে মৃত গুজরাটি দম্পতির বাড়িতে।

Calcutta University: 'অস্ত্র নিয়ে আয়!' অনলাইন পরীক্ষা চেয়ে ছাত্রের হুমকি, নিন্দায় উপাচার্য

উত্তরবঙ্গ সফর সেরে ফিরেই তিনি নিহতদের বাড়িতে পৌঁছন। গুজরাটি দম্পতির বাড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ''ছেলেবেলা থেকে আমরা এখানে থাকি। কোনওদিন এমন কোনও ঘটনা ঘটেছে! যারা বাইরে থেকে এসে এখানে বদমাইশি করবে, তারা দ্রুত শাস্তি পাবে।'' একইসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ''ভবানীপুরের হত্যাকাণ্ডে ৯৯ শতাংশ তদন্ত সম্পন্ন হয়েছে।'' মুখ্যমন্ত্রী কথা থেকেই এদিন ইঙ্গিত মেলে, কলকাতা পুলিশ দ্রুত এই জোড়া হত্যাকাণ্ডের কিনারা করতে চলেছে। তারপর বৃহস্পতিবার সকালেই গ্রেফতার হয় দুজন।
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর