অ্যাপশহর

''আজীবন স্মরণ করব'', 'জিনিয়াস' বাপ্পি স্মরণে মমতা

মঙ্গলের পর বুধের সকালেই ফের নক্ষত্র পতন। নিকষ কালো আঁধার ডুবল সংগীত জগত। 'চলতে চলতেই' ৬৯ বছর বয়সে 'অলবিদা' জানালেন ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri)

EiSamay.Com 16 Feb 2022, 11:02 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বুধের রোদেও কাটল না শোকের নিকষ কালো আঁধার। সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর আবারও শোকের ছায়া সংগীত জগতে। আবারও নক্ষত্র পতন সংগীত জগতে। মঙ্গলবার রাতে ৬৯ বছর বয়সে জীবনাবসান 'ডিস্কো কিং' বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri)। মেলোডি কিং-য়ের প্রয়াণ সংবাদে শোকস্তব্ধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ''কিংবদন্তী সংগীত শিল্পী, গায়ক-সুরকার বাপ্পি লাহিড়ীর প্রয়াণের খবরে আমি শোকস্তব্ধ। উত্তরবঙ্গের ছেলে বাপ্পি লাহিড়ী নিজের প্রতিভা ও কঠোর পরিশ্রমে খ্যাতির সোপান বেয়ে মুগ্ধ করেছিলেন গোটা ভারত তথা বিশ্বকে। সংগীত জগতে তাঁর অবদান আমাদের গর্বিত করেছে।'' এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীর সংযোজন, ''এমন সংগীত 'জিনিয়াস'-এর অবদানকে সম্মানিত করতে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক পুরস্কার 'বঙ্গবিভূষণ'-এ সম্মানিত করা হয় তাঁকে। শিল্পীর পরিবারের প্রতি রইল আমার সমবেদনা।''


সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত পৌনে ১২টা নাগাদ মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যদিও মৃত্যুর কারণ হিসেবে হাসপাতালের তরফে জানিয়েছেন, ‘Obstructive Sleep Apnea’ (OSA) কারণেই মৃত্যু তারকার। গত বছর এপ্রিল মাসে কোভিড আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর থেকেই শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন । জানা গিয়েছে, একাধিক রোগে ভুগছিলেন বর্ষীয়ান শিল্পী। শেষজীবনে চলাফেরা করার ক্ষেত্রেও অসুবিধা দেখা দেয়। এরপরেই তাঁর জুহুর বাড়িতে হুইল চেয়ারের বন্দোবস্ত করা হয়। একটি লিফটও বসানো হয়েছিল বলেই খবর।



মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে একমাস ধরে ভর্তি ছিলেন তিনি। ওই হাসপাতালের ডিরেক্টর ডা. দীপক নামজোশী বলেন, "গত মাস থেকেই উনি হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপরে তাঁকে আবার হাসপাতালে নিয়ে আসা হয়। একাধিক অসুখ ছিল ওঁর। তিনি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে গতকাল রাতে মারা যান তিনি।"

১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বলিউডের বাপ্পি দা। তাঁর আসল নাম ছিল অলোকেশ লাহিড়ী।

পরের খবর