অ্যাপশহর

তারামণ্ডল ফিরছে কলকাতার আকাশে

অবশেষে খুলে যাচ্ছে বিড়লা তারামণ্ডল৷ এ বার নতুন প্রযুক্তির সাহায্যে আরও নিখুঁত ভাবে আকাশ দেখতে পারবেন মহাকাশ উত্সাহীরা৷

Ei Samay 18 Jul 2017, 9:14 am
এই সময়: অবশেষে খুলে যাচ্ছে বিড়লা তারামণ্ডল৷ এ বার নতুন প্রযুক্তির সাহায্যে আরও নিখুঁত ভাবে আকাশ দেখতে পারবেন মহাকাশ উত্সাহীরা৷ নতুন প্রযুক্তির ব্যবহার করে উন্নতমানের এবং অত্যাধুনিক প্রদর্শন ব্যবস্থা হয়েছে এম পি বিড়লা তারামণ্ডলে৷ শুধুমাত্র প্রদর্শন ব্যবস্থা নয় , এখানকার দৃশ্যমান সবকিছুই বদলে নতুন করে করা হয়েছে বলে দাবি করেছেন বিড়লা প্ল্যানেটোরিয়াম কর্তৃপক্ষ৷ তাঁদের কথায়, অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় বিড়লা তারামণ্ডলের এই নতুন ব্যবস্থা শহরের মহাকাশ উত্সাহীদের মন ভরিয়ে দেবে৷
EiSamay.Com at this time with the help of new technology sky will be able to see more accurately in kolkata birla planetarium
তারামণ্ডল ফিরছে কলকাতার আকাশে


আজ, মঙ্গলবার দুপুর একটা নাগাদ নতুন সাজে সজ্জিত সেই এমপি বিড়লা তারামণ্ডলের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এম পি বিড়লা গ্রুপের চেয়ারম্যান হর্ষ ভি লোধা৷ এই সংস্কারের জন্য প্রায় দু’বছর বন্ধ ছিল বিড়লা প্ল্যানেটোরিয়ামের সব প্রদর্শন ব্যবস্থা৷ বাহান্ন বছরের বেশি সময় ধরে দেশ ও বিদেশের মহাকাশ এবং জ্যোতির্বিজ্ঞান গবেষক, পর্যটক ও পড়ুয়াদের কাছে মহাকাশ ও বিশ্বব্রহ্মাণ্ড নিয়ে আগ্রহ এবং কৌতূহলের নিরসন করেছে এই প্রতিষ্ঠান৷ মঙ্গলবার থেকে যা আবার নতুন করে যাত্রা শুরু করছে৷ তবে আজ উদ্বোধন হলেও সাধারণের জন্য এটি খোলা হচ্ছে আগামী ২২ জুলাই৷

কী থাকছে নতুন রূপের এই বিড়লা প্ল্যানেটোরিয়ামে ? কর্তৃপক্ষ জানাচ্ছেন , অত্যাধুনিক ও উন্নতমানের ন ’টি প্রজেক্টরের দর্শকদের চোখে আরও নিখুঁত করে ধরা পড়বে মহাজাগতিক বিভিন্ন রহস্য৷ ডিজিটাল প্রজেকশনে এবং অপ্টোমেকানিক্যাল ব্যবস্থাপনার সাহায্যে খালি চোখে দেখা যাবে আরও ঝকঝকে রাতের আকাশ৷ সেমিনার রুমের আসন সংখ্যা সত্তর থেকে বাড়িয়ে করা হয়েছে শ ’খানেক৷ এছাড়াও বেড়েছে জ্যোতির্বিদ্যা শেখার ক্লাসরুমের আসন সংখ্যা , গ্রন্থাগারে বাড়ানো হয়েছে কম্পিউটার৷ নতুন করে একটি অ্যাস্ট্রো কর্নার তৈরি করা হয়েছে৷ বদলে ফেলা হয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়াম চত্বরের বাগানও৷ অত্যাধুনিক আরও একটি যন্ত্র বসানো হয়েছে যার সাহায্যে জানা যাবে পৃথিবীর যে কোনও প্রান্তের আবহাওয়ার বিস্তারিত রিপোর্ট৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল