অ্যাপশহর

সকালে গেরুয়া, বিকেলে...! সোশ্যাল মিডিয়ায় বিদ্যুৎগতিতে বদলাল Arjun Singh-র ছবি-বায়ো

Arjun Singh-এর দল বদলে তড়িৎগড়িতে ভোল বদলাল তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলও। এমনকী দলবদলের আনুষ্ঠানিক ঘোষণার আগেই চমকপ্রদভাবে বদলে গেল ফেসবুক থেকে টুইটারের প্রোফাইল।

Produced byএলিনা দত্ত | EiSamay.Com 22 May 2022, 9:36 pm
ফুল বদলাতেই বদলাল ছবি। ৩৮ মাস পর পদ্ম থেকে জোড়াফুলে ঘর ওয়াপসি এবার BJP রাজ্য সহ সভাপতি অর্জুন সিংয়ের। মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্তের পর পুরনো দলে ফিরলেন ব্যারাকপুরের BJP সাংসদ। যোগদান পর্বের কয়েক সেকেন্ডের মধ্যেই বদলে গেল তাঁর সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার। টুইটার থেকে ফেসবুক বদলে গেল ছবি থেকে কভারপিক। বায়ো থেকে ব্রাত্য হল BJP দলের নাম।
EiSamay.Com Untitled


''AC ঘরে বসে আর ফেসবুকে রাজনীতি হয় না, ঘরের ছেলে ঘরে ফিরলাম'', প্রত্যাবর্তনের পরই পুরনো দল নিয়ে সরব Arjun Singh
দল বদলে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাসও বদলে যায় সঙ্গে সঙ্গে। কিন্তু, অর্জুন সিংয়ের ক্ষেত্রে তা হল প্রায় বিদ্যুৎগতিতে। দল বদলের পর সাংবাদিক সম্মেলনের আগেই বদলে যায় সোশ্যাল মিডিয়ায় ছবি থেকে বায়ো। গলায় গেরুয়া থেকে জোড়াফুলের প্রতীকের সঙ্গে মা-মাটি-মানুষ লেখা উত্তরীয়। যা তাঁকে পরিয়ে দেন স্বয়ং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটারে বায়ো থেকে BJP সাংসদ সরে গিয়ে হয়ে যায় ব্যারাকপুরের সাংসদ। যোগদান পর্বের পর তৃণমূল সেকেন্ড -ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে তাঁর টুইট রিটুইট করে সদ্য তৃণমূলে যোগদানকারী নেতা। যদিও অর্জুন সিংয়ের টুইটার বা ফেসবুক ঘেঁটে একটু নীচে নামলেই সেখানে এখনও বিদ্যমান তৃণমূল বিরোধী পোস্ট।

Sisir Adhikari: অর্জুন সিংয়ের দলবদল প্রসঙ্গে 'স্পিকটি নট' শিশির অধিকারী

শুধু টুইটার-বায়োই নয়, জগদ্দলে অর্জুন সিংয়ের বাড়ির সামনে থেকে সরিয়ে দেওয়া হয় BJP-র পতাকা। তার পরিবর্তে সেখানে জায়গা করে নিল তৃণমূলের পতাকা। এছাড়া তাঁর বাড়ির পাশে যে BJP-র কার্যালয় ছিল সেখান থেকেও BJP-র পতাকা সরিয়ে দেওয়া হয়। অন্যদিকে, ব্যারাকপুর জুড়ে পড়েছিল ‘ওয়েলকাম অর্জুন’ পোস্টার। এরপরেই তাঁর তৃণমূলে প্রত্যাবর্তনার জল্পনা একপ্রকার ‘কনফার্ম’ হয়ে গিয়েছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে ফিরলেন অর্জুন। তাঁর গলায় তৃণমূলের উত্তরীয় পরিয়ে দেন অভিষেক।

ফুল বদল! এবার কি সাংসদ পদ ছাড়বেন? স্পষ্ট জবাব Arjun Singh-এর

অর্জুন সিং তৃণমূলে ফেরার পরই উৎসব শুরু ভাটপাড়ায়। রবিবার বিকেলে একেবারে উৎসবের মেজাজ দেখা দিল মেঘনা মোড় এলাকায়। বক্সে বাজানো হয় খেলা হবে। এমনকী, অর্জুন তৃণমূলে যোগ দেওয়ার পরই তাঁর বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয় BJP-র পতাকা। আর সেখানে জায়গা করে নেয় তৃণমূলে পতাকা। মজদুর ভবন, বাড়ির সামনে BJP- কার্যালয়, মুহূর্তের মধ্যেই সবুজ হয়ে যায়। তবে উল্লেখ্য, তৃণমূলে যোগ দেওয়ার পরও অর্জুনের বাড়িতে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। অনেক দিন আগে থেকেই ফেস্টুন ও ব্যানার তৈরি করে ফেলেছিল অর্জুন অনুগামীরা। আর অর্জুনের ঘরওয়াপসির পরই গোটা এলাকা ছেয়ে ফেলা হয় সেই ফেস্টুন ও ব্যানার দিয়ে। গলায় মালা পরিয়ে তাঁকে বরণ করে নেন অনুগামীরা।
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর