অ্যাপশহর

প্রতি লিটার জ্বালানি তেলে ২০ টাকা ভর্তুকি! অভিনব প্রতিবাদ

লাগাতার পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে নিউ টাউন চত্বরেই অভিনব প্রতিবাদে সামিল হন APJ আব্দুল কালাম গর্ভণমেন্ট কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা...

Lipi 26 Jul 2021, 2:17 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : প্রতি লিটার জ্বালানি তেলে ২০ টাকা করে ভর্তুকি। আর সেটা দিলেন শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা। মূলত লাগাতার পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে রবিবার দুপুরে এমনই অভিনব প্রতিবাদ দেখালেন APJ আব্দুল কালাম গর্ভণমেন্ট কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা। আর এই ঘটনায় ছুটির দিনে সরগরম হয়ে ওঠে New Town চত্বর।
EiSamay.Com petrol pump


জানা গিয়েছে, লাগাতার পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এদিন দুপুরে নিউ টাউন চত্বরেই অভিনব প্রতিবাদে সামিল হন APJ আব্দুল কালাম গর্ভণমেন্ট কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা। তাঁরা এদিন নিউ টাউনের এক পেট্রল পাম্পের সামনে পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রতিবাদে সামিল হন। সেই পেট্রল পাম্পে পথচলতি বাইক, ক্যাব আরোহী থেকে সাধারণ মানুষ- যাঁরা পেট্রল বা ডিজেল গাড়িতে ভরেছেন, তাঁদের সকলকেই ২০ টাকা করে ভর্তুকি দেন আব্দুল কালাম গর্ভণমেন্ট কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা।

পেট্রল ₹110, দেশের এই শহরে ₹100 পার করবে ডিজেলও!

এদিন দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসূচি বেশ কয়েক ঘণ্টা ধরে চলে। অনলাইন খাবার ডেলিভারি বয়, বিভিন্ন অ্যাপ ক্যাব চালক থেকে শুরু করে সবজি বিক্রেতা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ১৫৪ জনকে ভর্তুকি দেওয়া হয়। তবে কেবল একদিন নয়, লাগাতার এরকম প্রতিবাদ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন APJ আব্দুল কালাম গর্ভণমেন্ট কলেজের ছাত্র অনাদি মণ্ডল। তিনি বলেন, ‘লাগাতার পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ চরম অসুবিধার মধ্যে রয়েছে। একদিকে জ্বালানি সহ সমস্ত দ্রব্যের মূল্য বেড়ে চলেছে, অন্যদিকে কর্মসংস্থান নেই। এর ফলে সাধারণ মানুষের যে কত সমস্যা হচ্ছে, তা যাতে কেন্দ্রীয় সরকার বুঝতে পারে সেই কারণেই এই অভিনব প্রতিবাদ।’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল