অ্যাপশহর

Anubrata Mondal: CGO কমপ্লেক্স থেকেই মেয়ের সঙ্গে ফোনে কথা অনুব্রতর

CGO কমপ্লেক্স থেকেই মেয়ের সঙ্গে ফোনে কথা বললেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তাঁর আব্দার মেনেই কেন্দ্রীয় গোয়েন্দারা অনুব্রতকে মেয়ের সঙ্গে কথা বলার অনুমতি দিয়েছে। তবে গোয়েন্দাদের সামনে দাঁড়িয়ে মোবাইলের স্পিকার অন করেই কথা বলতে হয়। তাঁর সম্পর্কে দলের ভিতরের ও বাইরের অবস্থান জানতে এদিন চিনার পার্কের বাড়ির পরিচারকের সঙ্গেও কথা বলেন অনুব্রত।

Produced byShukla Bhattacharjee | Lipi 12 Aug 2022, 7:40 pm

হাইলাইটস

  • CGO কমপ্লেক্স থেকেই মেয়ের সঙ্গে ফোনে কথা বললেন অনুব্রত মণ্ডল।
  • মোবাইলের স্পিকার অন করেই মেয়ের সঙ্গে কথা বললেন অনুব্রত।
  • তাঁর সম্পর্কে দলের অবস্থান নিয়েও খোঁজ-খবর করেন অনুব্রত।
প্রাণের চেয়ে প্রিয় মেয়ে। একরাত কেটে গিয়েছে। কিন্তু মেয়ের সঙ্গে কথা হয়নি। তাই CBI হেফাজতেই কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকদের কাছে মেয়ের সঙ্গে কথা বলার আব্দার করেছিলেন বীরভূমের ডাকসাইটে নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এক বাবার সেই আব্দার অপূর্ণ রাখেননি কেন্দ্রীয় গোয়েন্দারা। CGO কমপ্লেক্সে দাঁড়িয়ে গোয়েন্দাদের মোবাইল ফোন থেকেই মেয়ের সঙ্গে কথা বললেন অনুব্রত। শুধু মেয়ের সঙ্গে কথা নয়, চিনার পার্কের বাড়ির পরিচারকের কাছে তাঁকে নিয়ে দলের অবস্থানও জানতে চাইলেন কেষ্ট।
Anubrata Mondal News: মাঝরাতেই অনুব্রতর 'গড়'-এ হানা CBI-এর, সকাল থেকেই বোলপুরে তল্লাশি অভিযান
জানা গিয়েছে, শুক্রবার বিকালে CGO কমপ্লেক্সে দাঁড়িয়ে গোয়েন্দাদের মোবাইল ফোন থেকেই মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে কথা বলেন গোরু পাচার মামলায় CBI-এর হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তবে আলাদাভাবে তাঁকে কথা বলতে দেওয়া হয়নি। একেবারে গোয়েন্দাদের সামনে মোবাইলের স্পিকার অন করেই মেয়ে সুকন্যার (Sukanya Mondal) সঙ্গে কথা বললেন অনুব্রত। অর্থাৎ মেয়ের সঙ্গে অনুব্রতর কী কথা হল সে ব্যাপারে খেয়াল রেখেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

Anubrata Mondal News: অনুব্রত মণ্ডলের বাড়িতে CBI, বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী
অনুব্রত মণ্ডলের প্রাণের চেয়ে প্রিয় তাঁর মেয়ে সুকন্যা (Sujkanya Mondal)। তাই বৃহস্পতিবার গ্রেফতার হওয়ার সময় শিবভক্ত অনুব্রত স্নান করে, শিব পুজো সেড়ে মেয়ের সঙ্গে দেখা করেই CBI আধিকারিকদের সঙ্গে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন (Anubrata Mondal)। যাঁর গর্জনে বাঘে-গোরুতে এক ঘাটে জল খেত, তাঁর কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে গ্রেফতারি হওয়ার ঘটনা চাক্ষুষ করতে নীচুপট্টি এলাকায় মানুষের ঢল নেমেছিল। দলীয় কর্মী-সমর্থক, স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিরোধী দলেরও অনেকেই উপস্থিত হয়েছিলেন। তারপর ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। 'চোখের মণি' মেয়ের সঙ্গে একটিও কথা হয়নি। মেয়েও কেবল কেঁদে ভাসাচ্ছে। তাই মেয়ের সঙ্গে কথা বলার জন্য বিচলিত হয়ে ওঠেন অনুব্রত। তাই স্পিকার অন করে হলেও মেয়ের সঙ্গে কথা বলার অনুমতি দেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
Anubrata Mondal Arrest:গোরু পাচার মামলায় CBI-এর হাতে গ্রেফতার অনুব্রত
মেয়ের সঙ্গে কথা না বলে যেমন থাকতে পারেন না অনুব্রত, তেমনই দল ছাড়া কিছু ভাবতে পারেন না। তাই এদিন কেবল মেয়ের সঙ্গে কথা বলে ক্ষান্ত হননি অনুব্রত (Anubrata Mondal)। চিনার পার্কে তাঁর বাড়ির পরিচারকের সঙ্গেও কথা বলেন তিনি। মূলত তাঁর সম্পর্কে দলের অবস্থান জানতেই পরিচারকের সঙ্গে কথা বলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি। দলের বাইরে এবং দলের ভিতরে তাঁর সম্পর্কে কার কী মনোভাব, সে ব্যাপারে বিশদে জানতে চান বীরভূমের জেলা তৃণমূল সভাপতি।

Anubrata Mondal News: 'অনুব্রতকে স্বাগত জানাতে গুড়-বাতাসা নিয়ে অপেক্ষা করছি', কটাক্ষ অগ্নিমিত্রার
প্রসঙ্গত, গোরু পাচার মামলাতেই বৃহস্পতিবার সকালে বোলপুরের নীচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। একেবারে পরিকল্পিতভাবে বিপুল সংখ্যক কেন্দ্রীয় জওয়ান সঙ্গে নিয়ে CBI-এর বিশাল টিম নীচুপট্টিতে অনুব্রতর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে। অনুব্রতর গ্রেফতারির পর তৃণমূলের তরফে অবস্থান স্পষ্ট করা না হলেও বিকালে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে দল সমর্থন করবে না। তবে চক্রান্ত করে রাজ্যের নেতা-মন্ত্রীদের গ্রেফতার করা হচ্ছে অভিযোগ তুলে দু-দিন ব্যাপী আন্দোলন শুরু করেছে তৃণমূল।
লেখকের সম্পর্কে জানুন
Shukla Bhattacharjee

পরের খবর