অ্যাপশহর

Anubrata Mondal Daughter: চাকরিতে বেনিয়মে কোর্টের তলব, কলকাতার পথে অনুব্রত কন্যা

Cattle Smuggling Case-এ সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ পর্ব এড়ানোর পরই এবার Primary Teachers Recruitment Scam -এ জড়াল অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal)-এর নাম। আজ কলকাতা হাইকোর্টে হাজিরার নির্দেশ। সকাল সকাল বোলপুর থেকে কলকাতার উদ্দেশে রওনা অনুব্রত কন্যার। আসেন কলকাতার চিনার পার্কের ফ্ল্যাটে।

Produced byএলিনা দত্ত | EiSamay.Com 18 Aug 2022, 1:36 pm
পরেশ কন্যার (Paresh Adhikari Daughter) পর নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে অনুব্রত কন্যারও। টেট (TET) পাশ না করেও চাকরি পাওয়ার অভিযোগ অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal)-এর বিরুদ্ধে। সেই মামলায় বৃহস্পতিবার বিকেল তিনটেয় হাজিরার নির্দেশ অনুব্রত কন্যাকে। তিনি হাজিরা দেবেন কিনা তা এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তবে এদিন সকালে বোলপুরের নীচুপট্টির বাড়ি থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন সুকন্যা মণ্ডল।
কয়েক কোটির সম্পত্তি! মালিক কি অনুব্রতকন্যা?


সৌমেন নন্দী মামলায় সামনে এসেছে অনুব্রত মণ্ডলের মেয়ে (Anubrata Mondal Daughter) সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal) চাকরি পাওয়া নিয়ে জটিলতা। টেট পাশ না করেও বোলপুরের কালিকাপুরে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়েছেন সুকন্যা বলে অভিযোগ। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এই অভিযোগ করেছেন মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম। এমনকী মামলায় দাবি চাকরি পাওয়ার পর তিনি একদিনও স্কুলে যাননি। স্কুলের রেজিস্ট্রার নিজে অনুব্রতর বাড়িতে এসে সুকন্যাকে দিয়ে সই করিয়ে নিতেন। পৌঁছে যেন বেতন।

Anubrata Mondal Daughter: 'টেট পাস না করেই চাকরি পেয়েছেন অনুব্রত কন্যা', হাইকোর্টে দায়ের মামলা

হাইকোর্টে দাখিল করা তালিকা অনুযায়ী শুধু সুকন্যাই নয়, বীরভূমের তৃণমূল জেলা সভাপতির আরও পাঁচ জন আত্মীয় টেট পাশ না করে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল সহ তালিকায় নাম থাকা বাকি ছয় আত্মীয়কে এদিন অর্থাৎ বৃহস্পতিবার হাজিরার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সঙ্গে আনতে হবে টেট পাশের সার্টিফিকেট সহ চাকরি পাওয়ার নথি হাজিরা না দিলে কড়া পদক্ষেপে নেবে আদালত বলে হুঁশিয়ারি। কোর্ট অর্ডারের একটি অংশ বীরভূমের এসপিকেও পাঠানো হয়।

সকাল হতেই বোলপুর থেকে কলকাতার উদ্দেশে গাড়িতে রওনা হয়েছেন সুকন্যা। এছাড়াও কোর্টের তলবে কলকাতা আসছেন আদালতে জমা দেওয়া তালিকায় নাম থাকা অনুব্রত মণ্ডলের বাকি আত্মীয়রাও। তবে শেষ পর্যন্ত তারা আদালতের হাজিরা দেবেন কিনা তা জানতে অপেক্ষা করতে হবে দুপুর তিনটে অবধি।

Anubrata Mondal Daughter: 'বাবা হেফাজতে... কোনও কথা বলব না', অনুব্রত কন্যার বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ সিবিআইয়ের

অন্যদিকে গোরু পাচার মামলায় (Cattle Smuggling Case) সকালে বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির বাড়িতে ফের যান সিবিআইয়ের চার সদস্যের একটি দল। টিমে ছিলেন এক মহিলা আধিকারিকও। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পর এবার তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের (Anubrata Mondal Daughter) বিরুদ্ধেও এবার অসহযোগিতার অভিযোগ সিবিআইয়ের বলে খবর। শিক্ষিকা হয়েও কোটি কোটি টাকার সম্পত্তির উৎস কী? জানতে তাঁকে জেরা করতে চাইছিলেন আধিকারিকরা। গোরু পাচার মামলায় (Cattle Smuggling Case) সিবিআই নজরে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলও। তাঁর নামে ১০ কোটি টাকার সম্পত্তির খোঁজ পেয়েছে সিবিআই বলে খবর।
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল