অ্যাপশহর

উম্পুনে উপড়ে গিয়েও প্রাণ ফিরছে শহরেই, প্রযুক্তির মরমি ছোঁয়ায় মাথা তুলছে ৫০০০ মহাবৃক্ষ

পরিবেশবীদদের মতে, এই প্রথম এত বড় আকারে আংশিক উপড়ে যাওয়া গাছগুলিকে পুন:প্রতিষ্ঠা করার এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের মতে, প্রশাসন বুঝতে পেরেছে এভাবে সবুজ ধ্বংস হয়ে গেলে নেমে আসতে পারে বড় বিপদ।

EiSamay.Com 20 Jun 2020, 11:52 am
এই সময় ডিজিটাল ডেস্ক: উম্পুন ঝড়ে তোলপাড় হয়ে গিয়েছে গোটা উপকূলবর্তী পশ্চিমবঙ্গ। তাণ্ডবের হাত থেকে বাদ যায়নি শহর কলকাতাও। উপড়ে পড়েছিল কয়েক হাজার গাছ। তারই মধ্যে বাঁচানো সম্ভব হয়েছে প্রায় ৫ হাজার মহাবৃক্ষ। ঝড়ের প্রায় এক মাসের মাথায় সেই সব গাছকে ফের ফিরিয়ে দেওয়া হয়েছে মাটির স্পর্শ। মাথা তুলে দাঁড়িয়েছে তারা। গাছগুলির পুন:প্রতিষ্ঠায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন পৌরসভার আধিকারিক থেকে শুরু করে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও।
EiSamay.Com amphan affected almost 500 trees get a new lease of life in kolkata
প্রযুক্তির মরমি ছোঁয়ায় মাথা তুলছে ৫০০০ মহাবৃক্ষ


কলকাতা পৌরসভার এক আধিকারিক জানিয়েছেন, সাদার্ন অ্যাভিনিউ, প্রতাপাদিত্য রোড, একডালিয়া, নাকতলা এবং চেতলার ফুটপাথ জুড়ে ফের লাগানো হয়েছে এই সব গাছগুলি।

Rebild Bengal নামে একটি সংস্থা ময়দান অঞ্চলের বহু গাছ পুন:প্রতিষ্ঠা করেছে। রবীন্দ্র সরোবর এলাকায় প্রায় ১১১টি গাছ পুন:প্রতিষ্ঠা করেছে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি। সুভাষ সরোবর এলাকার প্রায় ৪০টি গাছকে বাঁচানো প্রচেষ্টা চলছে। শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনলজি তাদের ক্যাম্পাসের প্রায় ২৭টি গাছকে ফের বাঁচিয়ে তুলেছে উম্পুনের ক্ষত সারিয়ে।

নিউ টাউন অঞ্চলে হিডকো কর্তৃপক্ষ এবং বন দফতর মিলিয়ে উদ্ধার করেছে প্রায় ৩৭৩৮ গাছকে। উম্পুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় ৪৬০০ গাছ। পুন:প্রতিষ্ঠা গাছগুলির নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে বলেও জানানো হয়েছে বন দফতর থেকে।

প্রতি বছরই ঝড়ে বহু গাছের ক্ষতি হয় কলকাতা শহরেই। আগে কখনও এমনভাবে সেই সব গাছকে পুনঃপ্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হয়নি, কিছু ব্যতিক্রম ছাড়া।

এই কাজের সঙ্গে যুক্ত ন্যাচারালিস্ট অর্জন বসু রায় জানিয়েছেন, ‘যে সব গাছের শিকড় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং যেগুলির কান্ডে মাটির কাছে চিড় ধরে গিয়েছিল তাদের আর বাঁচানো যায়নি। সেই সঙ্গে মাটি থেকে শিকড় বেরিয়ে আসার পর যে গাছগুলির গোড়ায় উপর থেকে নিয়মিত জল দেওয়া হয়নি, সেগুলিরও পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়নি।’

একই সঙ্গে জানা গিয়েছে, কলকাতা এবং লাগোয়া চার পুর-এলাকা চার লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা করেছে বন দপ্তর। ইডেন গার্ডেন, সেন্ট্রাল পার্ক-সহ দপ্তরের বিভিন্ন নার্সারিতে এখন চারা তৈরির কাজ চলছে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল