অ্যাপশহর

'এগুলো হাসপাতাল, না কসাইখানা!'

মমতা বলেন, 'অসুখের নাম করে ভয় দেখাচ্ছে কিছু হাসপাতাল। সব কিছুর জন্যই পরীক্ষা করতে বলা হচ্ছে। কোথা থেকে রক্ত পরীক্ষা করতে হবে, সেটাও বলে দেওয়া হচ্ছে।

EiSamay.Com 27 Feb 2017, 5:42 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের বেসরকারি হাসপাতালগুলিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউনে বেসরকারি এক হাসপাতালের অনুষ্ঠানে তিনি বললেন, 'সেবা ব্যবসা নয়। হাসপাতাল কসাইখানা নয়। মানুষের বিশ্বাস অর্জন করুন।'
EiSamay.Com always remember hospitals are not a slaughter house mamata banerjee told to private hospitals
'এগুলো হাসপাতাল, না কসাইখানা!'


পড়ুন...​ আকাশছোঁয়া বিলে জেরবার পরিজন

গত কয়েকদিন ধরেই বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির বিরুদ্ধে খড়্গহস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের সমস্ত বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে ডেকে ধমক দেওয়ার পর থেকে মানুষের চিকিত্‍‌সা সংক্রান্ত সমস্যা মেটাতে বেশ কিছু উদ্যোগ নেওয়ার ব্যাপারেও তত্‍‌পর হয়েছে সরকার। সোমবার একটি বেসরকারি হাসপাতালেরই অনুষ্ঠানে তিনি ফের আক্রমণ শানালেন হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে।

পড়ুন...​ তোলাবাজির মামলা অ্যাপোলোর বিরুদ্ধে

এদিন মমতা বলেন, 'অসুখের নাম করে ভয় দেখাচ্ছে কিছু হাসপাতাল। সব কিছুর জন্যই পরীক্ষা করতে বলা হচ্ছে। কোথা থেকে রক্ত পরীক্ষা করতে হবে, সেটাও বলে দেওয়া হচ্ছে। চিকিত্‍‌সার খরচ দিতে না পারলে নেওয়া হচ্ছে FD সার্টিফিকেট। সেবা ব্যবসা নয়। লাভ করুন, তবে এসব করবেন না। চিকিত্‍‌সকদের উপর চাপ দেওয়া হচ্ছে। লাগামছাড়া হবেন না।'

পড়ুন...​ কড়া ওষুধ খুঁজছে সরকার

মমতার আর্জি, যাঁরা আর্থিক কারণে দামি ওয়ার্ডে ভর্তি হতে পারেন না, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তাঁদের সঙ্গে যেন কোনও বৈষম্য করা না হয়। বেলাগাম বিল নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেওয়ার কথা এদিন ফের বলেন মুখ্যমন্ত্রী। শুধু শহর নয়, তাঁর এই নির্দেশ যে রাজ্যের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের জন্য, তাও বুঝিয়ে দিয়েছেন তিনি।

#Mamata Banerjee slams Private hospitals again.

#Always remember, hospitals are not a slaughter house: Mamata Banerjee told to private hospitals.

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল