অ্যাপশহর

ফের নিম্নচাপের ভ্রূকুটি, দুশ্চিন্তায় ফুটবলপ্রেমীরা

কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

EiSamay.Com 25 Oct 2017, 2:50 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আর কয়েক ঘণ্টা পরেই অনুর্ধ্ব ১৭-র বিশ্বকাপের সেমিফাইনাল। টিকিটের যে হারে বিক্রি, তাতে ফের বিশ্বকে তাক লাগাতে চলেছে যুবভারতী, তা একপ্রকার নিশ্চিত। এহেন সুখের সময়ে ভিলেন হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত।
EiSamay.Com again depression rain forecast before barzil england match
ফের নিম্নচাপের ভ্রূকুটি, দুশ্চিন্তায় ফুটবলপ্রেমীরা


কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ভোর থেকেই শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। কোথাও মুষল ধারায়, কোথাও মাঝারি। কলকাতার কিছু এলাকায় ইতোমধ্যেই জমেছে জল। তাই ম্যাচের সময়ও বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে হাওয়া অফিস সূত্রের খবর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ফের সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্ত। সেই সঙ্গে অসম থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। যার জেরে গতকাল রাতে শহরের কিছু জায়গায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ যুবভারতী চত্বরে প্রবল বৃষ্টি হয়েছে। তবে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হবে না। তবে কতটা বৃষ্টি হতে পারে, তা এখনই বলতে পারছে না হাওয়া অফিস।

বৃষ্টির কারণেই গুয়াহাটি থেকে ম্যাচ সরানো হয়েছে কলকাতায়। এবার কলকাতাও যদি ভাসে, তাহলে ফুটবলপ্রেমীদের কাছে তা সত্যিই বেদনাদায়ক।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল