অ্যাপশহর

বন্দরের পর এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের নামপরিবর্তনের দাবি বিজেপির

বিজেপির নেতা সুব্রহ্মানিয়ান স্বামীর দাবি, কলকাতার ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম পাল্টে যোদ্ধা রাণী লক্ষ্মী বাঈ করা হোক। সেই দাবি নিয়ে তিনি একটি টুইট করেছেন।

EiSamay.Com 13 Jan 2020, 2:45 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কলকাতা পোর্টের পর এবার বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম পরিবরতর্নের আর্জি জানাল বিজেপি। বিজেপির নেতা সুব্রহ্মানিয়ান স্বামীর দাবি, কলকাতার ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম পাল্টে যোদ্ধা রাণী লক্ষ্মী বাঈ করা হোক। সেই দাবি নিয়ে তিনি একটি টুইট করেছেন।
EiSamay.Com D7
ভিক্টোরিয়া মেমোরিয়াল


বিক্ষোভের শহরে এসে কলকাতা বন্দরেরনাম বদলের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে এসে বন্দরের নাম ঘোষণা করেন। নতুন নাম হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর। এরপরই কলকাতা তথা ভারতের ঐতিহাসিক মার্বেল স্থাপত্য ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম পরিবর্তনের দাবি চেয়ে টুইট করেন বিজেপি নেতা। তিনি টুইটে লিখেছেন, 'কলকাতায় নমোর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। যা আমরা ইতিহাসের পর্যালোচনা করতে পারি। ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নাম রাণী ঝাঁসি স্মারক মহল নামে নামকরণ করে তাঁর বক্তব্যকে কার্যকর করা দরকার। ১৮৫৭ সালে রাণী ঝাঁসিকে বিশ্বাসঘাতক করে ভারত দখল করেছিলেন রাণী ভিক্টোরিয়া, তারপর ৯০ বছর ধরে ভারত লুঠ করেন।'

রবিবার কলকাতায় প্রধানমন্ত্রী জানান, 'কলকাতা পোর্ট ভারতের বাণিজ্যিক, আধ্যাত্মিক ও আত্মনির্ভরশীলতার অন্যতম চিহ্ণ। পোর্টে শুধু জাহাজ আসা যাওয়া করে না, এখানে অনেক ইতিহাস। সত‍্যাগ্রহ থেকে সচ্ছাগ্রহ দেখেছে এই জায়গা। ভারতের আত্মনির্ভরতার প্রতীক এই পোর্ট। নিউ ইন্ডিয়ার প্রতীক বানাতে হবে এই বন্দরকে।'

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল