অ্যাপশহর

ভর্তি দুর্নীতি নিয়ে সরব শিক্ষামন্ত্রী

কলেজে -কলেজে ভর্তিতে দুর্নীতির অভিযোগ নিয়ে অবশেষে কড়া অবস্থান নিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ ছাত্র ভর্তি নিয়ে ওঠা সমস্ত অভিযোগের তদন্ত করে দেখার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছেন মন্ত্রী৷

EiSamay.Com 21 Mar 2017, 10:24 am
এই সময় : কলেজে -কলেজে ভর্তিতে দুর্নীতির অভিযোগ নিয়ে অবশেষে কড়া অবস্থান নিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ ছাত্র ভর্তি নিয়ে ওঠা সমস্ত অভিযোগের তদন্ত করে দেখার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছেন মন্ত্রী৷ মন্ত্রীর পাল্টা বিশ্ববিদ্যালয় আবার ইতিপূর্বে সরকারের তরফেই বাতিল করে দেওয়া কেন্দ্রীয় অনলাইন ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে৷ সব মিলিয়ে কলেজে ছাত্র ভর্তি শুরুর মরসুমের আগে সরগরম শিক্ষামহল৷ সোমবার পার্থ চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন , ‘২০০ আসনে ২০০০ ছাত্রছাত্রী ভর্তি করছে , এমন অভিযোগও উঠেছে৷ তার পর বলছে , অধ্যাপক চাই৷ আমার যখন পরিকাঠামোই নেই , তখন এত অতিরিক্ত ভর্তি করব কেন ? এ ব্যাপারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংঘাতিক গাফিলতি আছে৷ উপাচার্য, সিন্ডিকেটের এ ব্যাপারে দ্রুত তদন্ত করা উচিত৷ দেখা দরকার , আসনের চেয়ে বেশি ছাত্র ভর্তির অনুমতি কে দিয়েছে
EiSamay.Com admission of corruption education
ভর্তি দুর্নীতি নিয়ে সরব শিক্ষামন্ত্রী


তা না হলে আমাদেরই সার্কুলার জারি করে দেখতে হবে যে কোথায় কত আসন আছে৷ আর কত ছাত্র ভর্তি করা হয়েছে৷ ’ ছাত্র সংসদ ও তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের বিরুদ্ধে গত কয়েক বছর ধরেই কাঁড়ি কাঁড়ি টাকার বিনিময়ে বেআইনি ভাবে ছাত্র ভর্তির অভিযোগ উঠছে৷ ভর্তির এই সিন্ডিকেট নিয়ে গত বছরই বিজ্ঞাপন দিয়ে টাকার লেনদেন বন্ধের আবেদনও করেছিল রাজ্য সরকার৷ কিন্ত্ত তার পরেও ছবিটার খুব বেশি পরিবর্তন হয়নি৷ এ দিন ছাত্র সংসদের ভূমিকা নিয়েও পার্থবাবু সংশয় প্রকাশ করেছেন৷ তিনি বলেন , ‘নিশ্চিত ভাবেই কোনও লেনাদেনা আছে৷ ’তবে ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজগুলির কাছ থেকে ভর্তির সংখ্যা চেয়ে পাঠিয়েছে৷ কিন্ত্ত বেশির ভাগ কলেজই স্পষ্ট করে তা জানায়নি৷ এ বছর যে ভাবেই হোক সংখ্যা বেঁধে দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ কিন্ত্ত উপাচার্য আশুতোষ ঘোষ জানিয়েছেন , তাঁরা আগামী কয়েক দিনের মধ্যে সরকারকে একটি প্রস্তাব পাঠাবেন৷ উপাচার্যের কথায় , ‘কেন্দ্রীয় অনলাইন ব্যবস্থা চালু হোক , সেটাই আমরা সরকারকে বলব৷

কারণ , এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ ত্রুটিমুক্ত করা সম্ভব৷ গত কয়েক বছর ধরেই আসন সংখ্যার তুলনায় অতিরিক্ত ছাত্র ভর্তির অভিযোগ আসছে৷ কোথাও কোথাও দুর্নীতির অভিযোগও রয়েছে৷ এক মাত্র কেন্দ্রীয় অনলাইন ব্যবস্থা চালু করলেই এই সমস্যার সিংহভাগ মেটানো সম্ভব৷ ’ ব্রাত্য বসুর কাছ থেকে শিক্ষা দন্তরের দায়িত্ব পার্থ চট্টোপাধ্যায়ের হাতে যাওয়ার নেপথ্যে ছিল এই কেন্দ্রীয় অনলাইন ব্যবস্থা চালু করা নিয়ে দ্বৈরথই৷ উপাচার্যের এই প্রস্তাবের ফলে পার্থর জমানায় বাতিল হয়ে যাওয়া ব্যবস্থা ফের শিরোনামে উঠে এল৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল