অ্যাপশহর

Adenovirus Symptoms : করোনার টিকায় কি অ্যাডিনোয় সুরক্ষা? দ্বিধাবিভক্ত বিশেষজ্ঞরা

অ্যাডিনোভাইরাসের সংক্রমণ ক্রমেই বাড়ছে ছোটদের মধ্যে। করোনাকালে টিকা পায়নি খুদেরা তারই কী ফল ভোগ করতে হচ্ছে উঠছে প্রশ্ন।

হাইলাইটস

  • করোনা ঠেকাতে বড়রা টিকা পেলেও ছোটরা তা পায়নি।
  • সেটাই কি অ্যাডিনোভাইরাস সংক্রমণের আগল খুলে দিয়েছে ছোটদের জন্য?
  • এই প্রশ্নে দ্বিধাবিভক্ত বঙ্গের বিশেষজ্ঞ মহল।
EiSamay.Com Adenovirus
অ্যাডিনোভাইরাস(@unsplash)
অনির্বাণ ঘোষ
করোনা (Corona) ঠেকাতে বড়রা টিকা পেলেও ছোটরা তা পায়নি। সেটাই কি অ্যাডিনোভাইরাস সংক্রমণের আগল খুলে দিয়েছে ছোটদের জন্য? আর করোনার টিকার কারণেই কি তুলনায় বড়রা সুরক্ষিত? এই প্রশ্নে দ্বিধাবিভক্ত বঙ্গের বিশেষজ্ঞ মহল। একাংশের যুক্তি, এমনটা হতেই পারে। এবং তার নেপথ্যে রয়েছে বিজ্ঞানসম্মত কারণও। অন্য অংশের মতে, বরাবরই অ্যাডিনোর শিকার হয় ছোটরা। এ ক্ষেত্রে টিকার কোনও ভূমিকা নেই।
Adenovirus Treatment : অ্যাডিনোয় ভিলেন করোনা!
আলোচনা হচ্ছে চ্যাডক্স-১ টিকা নিয়ে, যা আমাদের দেশে কোভিশিল্ড ব্র্যান্ডনেমে মেলে। বড়রা সবচেয়ে বেশি কোভিশিল্ড টিকাই নিয়েছেন, যা আদতে 'মডিফায়েড অ্যাডিনোভাইরাস ভেক্টর' ভ্যাকসিন। বাংলার ক্ষেত্রে প্রায় ৭.৩৫ কোটি টিকাপ্রাপকের মধ্যে কোভিশিল্ড নিয়েছেন প্রায় ৬.৫০ কোটি মানুষ।

Adenovirus Infection : অ্যাডিনো সন্দেহেও পরীক্ষা করোনার
তাই বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, বড়দের শরীরে অ্যাডিনো তুলনায় কম হামলা চালালেও, এই কোভিশিল্ড টিকা নেওয়ার জন্যই তাঁরা বাড়তি সুরক্ষা পাচ্ছেন এই সংক্রমণ থেকে। চিকিৎসকরা যদিও জানাচ্ছেন, অ্যাডিনোভাইরাসের সংক্রমণ মূলত ছোটদেরই হয়। বড়দের যে একেবারেই হয় না, তা নয়।

Adenovirus Symptoms : ছাড়ছে না টানা জ্বর, টকটকে লাল চোখ, খেলা অ্যাডিনোর
সংক্রমিত হলেও বেশি অসুস্থতা দেখা যায় না বড়দের। কিন্তু বেশি বয়স, ডায়াবিটিস-সহ অন্যান্য কো-মর্বিডিটি, কেমোথেরাপি ইত্যাদি কারণে যাঁদের ইমিউনিটির ঘাটতি রয়েছে, তাঁরা সংক্রমিত হলে গুরুতর অসুস্থ হন। বিশেষজ্ঞদের একাংশ তাই মনে করছে, করোনা কালে বড়রা যে কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছিলেন, সেটাই অতিরিক্ত সুরক্ষা জোগাচ্ছে অ্যাডিনোর বিরুদ্ধেও। কেননা, অ্যাডিনোয় গুরুতর অসুস্থ হচ্ছে কেবল শিশুরাই।

Adenovirus Symptoms : অ্যাডিনোভাইরাসে কাবু শহরে শিশুরা
ভাইরোলজি বিশেষজ্ঞ সিদ্ধার্থ জোয়ারদার, সৌরীশ ঘোষদের বক্তব্য, 'কোভিশিল্ড নেওয়ার কারণে বড়রা অনেকটাই সুরক্ষিত অ্যাডিনোভাইরাস থেকে। যাঁদের হচ্ছে, তাঁদের ক্ষেত্রে সংক্রমণের তীব্রতা অনেক কম। চ্যাডক্স-১ বা কোভিশিল্ড যে অ্যাডিনোর সংক্রমণ থেকে একটা বাড়িত সুরক্ষা যে দেয়, তা বলাই যায়।' সংক্রামক রোগ বিশেষজ্ঞ যোগীরাজ রায় অবশ্য হাতেনাতে প্রমাণ ছাড়া এমন ধারণায় বিশ্বাস করতে নারাজ।

Adenovirus In Kids : অ্যাডিনোভাইরাস প্রায় মহামারী, শিশুদের নিয়ে বাড়ছে উদ্বেগ
শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাসপ্রসূণ গিরিও বলছেন, 'অ্যাডিনো এমনিতেই বাচ্চাদের অসুস্থ করে তোলে। ঠিক যেমন আরএসভি (রেসপিরেটরি সিন্সিটিয়াল ভাইরাস)। এই সব ভাইরাসে চট করে এমনিতেই আক্রান্ত হন না বড়রা।' প্যাথলজির বিশেষজ্ঞ চিকিৎসক প্রণবকুমার ভট্টাচার্যও মনে করেন, কোভিশিল্ডে করোনাভাইরাসের এস-প্রোটিনের ভেক্টর বা বাহক হিসেবে ব্যবহৃত অ্যাডিনোভাইরাসের এমন কোনও ক্ষমতা নেই যা অ্যাডিনোভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা দেবে।

Adenovirus : নয়া আতঙ্ক অ্যাডিনো ভাইরাস, কী গাইডলাইন স্বাস্থ্য ভবনের?
সিদ্ধার্থের অবশ্য ব্যাখ্যা, 'দেশ তথা রাজ্যের সিংহভাগ মানুষই কোভিশিল্ড টিকা নিয়েছেন। এর মাধ্যমে মিলেছে শিম্পাঞ্জির মডিফায়েড (পরিবর্তিত) অ্যাডিনো-ভেক্টর ভাইরাস। রেপ্লিকেট (বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি) করতে অপারগ এই ভাইরাস কোষের মধ্যে থেকে করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন তৈরিতে নিয়োজিত থাকার কথা।

Adenovirus Disease : চিন্তা বাড়ছে অ্যাডিনো ভাইরাস! সতর্কতা প্রচার শুরু জলপাইগুড়ি হাসপাতালে
কিন্তু অ্যাডিনোভাইরাস যেহেতু ভেক্টর বা বাহক হিসেবে রয়েছে কোভিশিল্ডে, তাই সেটাও মানুষের সর্দি-কাশির জন্য দায়ী অ্যাডিনোভাইরাসের বিরুদ্ধে কিছুটা সুরক্ষা দেবে।' তবে এ বিষয়ে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

Adenovirus Infection: রাজ্যে অ্যাডিনোভাইরাসে ফের মৃত্যু, প্রাণ গেল খড়গপুরের কিশোরীর
ইমিউনোলজির চিকিৎসক-গবেষক দীপ্যমান গঙ্গোপাধ্যায় বলেন, 'অ্যাডিনোভাইরাসের বিরুদ্ধে কোভিশিল্ডের এই বাড়তি সুরক্ষা-সম্ভাবনার কথা বিজ্ঞানীদের মনে এলেও, আর একটি তথ্যও মাথায় রাখা দরকার। কোভিশিল্ডে যে অ্যাডিনোভাইরাস ভেক্টর ব্যবহার করা হয়েছে, তা মানুষে সংক্রমণ করে না। সেটা ছিল শিম্পাঞ্জিতে সংক্রমণ করতে সক্ষম অ্যাডিনোভাইরাসের একটি প্রজাতি।'
লেখকের সম্পর্কে জানুন
শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়
মেদিনীপুর অটোনমাস কলেজ থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করার সময় থেকেই শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় চেয়েছিলেন সংবাদমাধ্যমে কাজ করতে। আর সেই ইচ্ছে বাস্তবে রূপায়িত হয় এই সময় ডিজিটালের হাত ধরে। প্রথমে একজন ভয়েস আর্টিস্ট হিসেবে কর্মজীবনে প্রবেশ হলেও এই সংবাদমাধ্যমের সৌজন্যেই প্রথম খবরের দুনিয়ার খুঁটিনাটি নানা দিকের সঙ্গে শর্মিষ্ঠার প্রথম আলাপ ঘটে। জেলা থেকে দুনিয়া নানা অজানা , অচেনা জিনিস প্রতি মুহূর্তে শিখে চলেছেন শর্মিষ্ঠা।খবরের প্রতি ভালোবাসা ছাড়াও শর্মিষ্ঠার পছন্দের তালিকায় রয়েছে আবৃত্তি, আঁকা, কবিতা লেখা, এছাড়াও অবসরে গান শুনে না বই পড়ে সময় কাটানো। একাগ্রতা, অধ্যবসায়, ধৈর্য্য এই ৩ মন্ত্রে বিশ্বাস করেন শর্মিষ্ঠা। যা জানা হয়ে ওঠেনি, বহু কিছু যা শেখ ওঠেনি সর্বদা তা শেখার বা জানার প্রতি আগ্রহী হয়ে এগিয়ে যেতে চান।... আরও পড়ুন

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল