অ্যাপশহর

কলকাতা মেট্রোর তিন প্রকল্পে বাড়তি গুরুত্ব

বাজেটের পরে মেট্রো রেলওয়ের কাছে রাতারাতি বেড়ে গিয়েছে কলকাতার তিনটি প্রকল্পের গুরুত্ব৷ এর মধ্যে আছে নিউ গড়িয়া-বিমানবন্দর ভায়া রাজারহাট, জোকা -বিবাদী বাগ এবং নোয়াপাড়া-দক্ষিণেশ্বর প্রকল্পের কাজ৷

EiSamay 12 Feb 2018, 11:33 am
এই সময়: বাজেটের পরে মেট্রো রেলওয়ের কাছে রাতারাতি বেড়ে গিয়েছে কলকাতার তিনটি প্রকল্পের গুরুত্ব৷ এর মধ্যে আছে নিউ গড়িয়া-বিমানবন্দর ভায়া রাজারহাট, জোকা -বিবাদী বাগ এবং নোয়াপাড়া-দক্ষিণেশ্বর প্রকল্পের কাজ৷ প্রথম রুটের দৈর্ঘ্য ২৯ কিলোমিটার, দ্বিতীয়টি ১৭ কিলোমিটার এবং বহু আলোচিত নোয়াপাড়া-দক্ষিণেশ্বর রুটের দৈর্ঘ্য সবচেয়ে কম৷ মাত্র ৪ কিলোমিটার৷ কলকাতা মেট্রোর বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করার কাজে ২০১৭-র তুলনায় এ বারের বাজেটে প্রায় ১৮০ কোটি টাকা বেশি ধার্য হয়েছে৷ এর মধ্যে একদিকে যেমন একাধিক প্রকল্পে বরাদ্দ অর্থের পরিমাণ একেবারে শূন্য, তেমনই ওই তিন প্রকল্পের জন্য গত বারের তুলনায় ধার্য করা হয়েছে ২০০ কোটিরও বেশি৷ বার্তা স্পষ্ট এই তিনটি প্রকল্পের কাজকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র৷ দায়িত্ব নেওয়ার পর থেকেই সময়ের মধ্যে কলকাতা মেট্রোর নির্মীয়মাণ প্রকল্পের কাজ শেষ করার উপরে গুরুত্ব দিচ্ছেন সংস্থার চেয়ারম্যান অজয় বিজয়বর্গীয়৷ শহরে মেট্রোর যে একাধিক প্রকল্প চলছে, এ বছরের বাজেটে তার কোনটির জন্য কত অর্থ বরাদ্দ করা হয়, সে দিকে নজর ছিলই৷ নিউ গড়িয়া-বিমানবন্দর রুটে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ হওয়ায় ওই প্রকল্পের গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে৷ ২০১৭-র বাজেটে এই প্রকল্পের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল৷ এ বার বরাদ্দ ৩৪৪ কোটি৷
EiSamay.Com additional importance to the three projects of the kolkata metro
কলকাতা মেট্রোর তিন প্রকল্পে বাড়তি গুরুত্ব


কলকাতা মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, ২৯ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প শেষ করার সম্ভাব্য খরচ প্রায় ৪ হাজার ২৫৯ কোটি টাকা ধার্য করা হয়েছিল৷ ২০১৭-য় শেষ পর্যন্ত খরচ হয়েছে প্রস্তাবিত অর্থের ৩০ শতাংশ, কমবেশি ১৩০০ কোটি টাকা৷ মেট্রোর প্রযুক্তিবিদরা জানাচ্ছেন, প্রথম দফায় নিউ গড়িয়া থেকে রুবি এবং দ্বিতীয় দফায় রুবি থেকে বাকি রুট খুলে দেওয়া হবে যাত্রীদের জন্য৷ ২০২০ -র মধ্যেই গোটা প্রকল্প শেষ করে ফেলার উপরে জোর দিয়েছেন মেট্রোর জেনারেল ম্যানেজার৷ চলতি বাজেটে জোকা-বিবাদী বাগ প্রকল্পে বরাদ্দ অর্থের পরিমাণ ২০১৭ -র তুলনায় তিন গুণেরও বেশি বাড়ানো হয়েছে৷ ২০১৭ -য় ১৭ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ ছিল ৫০ কোটি টাকা৷ এ বছর সেটা বাড়িয়ে ১৬৯ কোটি টাকারও বেশি করা হয়েছে৷ এই প্রকল্পের সম্ভাব্য খরচ ২৯১৩ কোটি৷ এ পর্যন্ত খরচ করা হয়েছে ৫৬০ কোটি টাকা৷ এই প্রকল্পে জমি সংক্রান্ত নানা ধরনের সমস্যা ছিল৷ কিন্তু চলতি বছরে বরাদ্দ অর্থ তিন গুণেরও বেশি বেড়ে যাওয়ায় বুঝতে কষ্ট হয় না সেই সমস্যা কাটিয়ে এ বার প্রকল্পের কাজে গতি আনার চেষ্টা চলছে৷ দখলদারদের উচ্ছেদ এবং পুনর্বাসনের পরে ২০১৯-এর জুনের মধ্যে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর রুটের কাজ শেষ করে ফেলা নিয়েও আশাবাদী কলকাতা মেট্রো৷ এই প্রকল্পের দিকে নজর রয়েছে রাজ্য সরকারের৷ ২০১৭ -র শেষ পর্যন্ত এই প্রকল্পে প্রায় ২৩০ কোটি টাকা খরচ করা হয়েছে৷ মেট্রোর কাজ যেন কোনও ভাবে ব্যাহত না হয়, তা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকারও৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল