অ্যাপশহর

আজ ফের আদালতে বিক্রম

পুলিশ হেফাজতের মেয়াদ শেষে আজ, সোমবার ফের আলিপুর আদালতে তোলা হবে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে৷

EiSamay.Com 10 Jul 2017, 10:41 am
এই সময়: পুলিশ হেফাজতের মেয়াদ শেষে আজ, সোমবার ফের আলিপুর আদালতে তোলা হবে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে৷ তবে পুলিশ সূত্রের খবর , তাঁকে আর নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন নাও জানানো হতে পারে পুলিশের তরফে৷ সে ক্ষেত্রে জেল হেফাজত হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর৷ ২৯ এপ্রিল রাসবিহারী অ্যাভিনিউয়ে লেক মলের কাছে দুর্ঘটনায় মৃত্যু হয় বিক্রমের গাড়িতে থাকা মডেল সোনিকা সিং চৌহানের৷
EiSamay.Com actor vikram chatterjee will be taken to alipur court on monday
আজ ফের আদালতে বিক্রম

ঘটনার ৬৯ দিনের মাথায় গত বৃহস্পতিবার কসবার একটি শপিং মলের কাছ থেকে তাঁকে গ্রেন্তার করে পুলিশ৷ শুক্রবার তাঁকে আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ কিন্ত্ত কেন তাঁকে আর হেফাজতে চায় না পুলিশ ?সূত্রের দাবি , গ্রেন্তারের আগে বিক্রমকে যে দু’বার জেরা করা হয় , তখন বেশির ভাগই মিথ্যা তথ্য দিয়ে তদন্তের মোড় ঘোরানোর চেষ্টা করেছিলেন অভিনেতা৷

ফলে বেশ কিছু বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়৷ সে সব বিষয়ে ফের তাঁর বয়ান খতিয়ে দেখার জন্য গ্রেন্তার করে বিক্রমকে হেফাজতে নেওয়া হয়৷ গত তিনদিন তাঁকে টানা জেরা করে সেই সব বিষয় জানার চেষ্টা করেন তদন্তকারীরা৷ যার মধ্যে তদন্তকারীদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল ঘটনার রাতে ভবানীপুরের ক্লাব থেকে বেরিয়ে দুর্ঘটনার আগে পর্যন্ত দেড় ঘণ্টার সময় তাঁরা কোথায় ছিলেন৷ বিক্রমের দাবি অনুযায়ী , কসবার সুইনহো লেনে বাড়ির কাছে গাড়িতে ছিলেন তাঁরা৷

দু’জনের ফোনের টাওয়ার লোকেশন অবশ্য সেই সময় ওই জায়গায় মিলেছে বলে দাবি৷ ওই সময়ের মধ্যে তাঁদে মধ্যে কোনও বিবাদ হয়েছিল কি না তা জানার চেষ্টা করেন তদন্তকারীরা৷ যদিও পুলিশের জেরায় তেমন কোনও ঘটনা ঘটেনি বলে জানান বিক্রম৷ তদন্তকারীদের আরও দাবি , ইতিমধ্যেই অন্যান্য তথ্য প্রমাণ পুলিশের হাতে এসেছে৷ যার মধ্যে ওই রাতে বিক্রমরা যে ক্লাবে গিয়েছিলেন সেখানকার সিসিটিভি ফুটেজ , গাড়ির ফরেন্সিক পরীক্ষা রিপোর্ট, দু’জনের ফোনের টাওয়ার লোকেশন , কল ডিটেলস রেকর্ড, প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ডের সেই সব কাজ প্রায় সম্পন্ন হয়েছে৷ ফলে এই অবস্থায় তাঁকে আর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা নেই বলেই মনে করছেন তদন্তকারীরা৷ যদিও অন্য একটি সূত্রের দাবি , প্রয়োজনে বিক্রমকে ফের অল্প সময়ের জন্য হেফাজতে নেওয়া হতে পারে৷

টালিগঞ্জ থানায় কড়া নিরাপত্তায় রাখা হয়েছে বিক্রমকে৷ লক আপেরনিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী ছাড়া লক আপের ধারের কাছে কাউকে যেতে বারণ করা হয়েছে৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল