অ্যাপশহর

Abhishek Banerjee: দুর্নীতিতে যোগসাজশ পেলে আমাকে ফাঁসির মঞ্চে তুলে দৃষ্টান্ত স্থাপন করুন: অভিষেক

Calcutta High Court নিয়োগ দুর্নীতি মামলায় আবেদন খারিজের সঙ্গে সঙ্গে জরিমানার রায় শুনে অবশেষে সংবাদমাধ্যমে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Produced byএলিনা দত্ত | EiSamay.Com 18 May 2023, 6:24 pm
কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিচারপতি অমৃতা সিনহার রায় নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে। নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃত সিনহা উলটে ২৫ লাখ টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছেন এদিন। সেই রায় নিয়েই সংবাদমাধ্যমে মুখ খুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''বিচারব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রেখেই এগোব। আমার কাছে ডিভিশন বেঞ্চে যাওয়ার দরজা খোলা। সুপ্রিম কোর্টে আবেদন করার জন্যেও রাস্তা খোলা আছে।''
EiSamay.Com Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়


এদিন দুর্গাপুর থেকে জেলায় যাওয়ার রাস্তায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিষেক। তিনি বলেন, ''আদালতের রায় সব সময়ই শিরোধার্য। ইডি-সিবিআই কেউ ডাকলে অবশ্যই সহযোগিতা করব। দরকার পড়লে নবজোয়ার যাত্রা থামিয়ে যাব। তবে যে ধারায় জরিমানা করা হয়েছে তা নিয়ে আমি ডিভিশন বেঞ্চে যাব। কোর্ট জরিমানার জন্য যে ধারা দিয়েছে, যে কোর্টের সময় নষ্ট করা হয়েছে, সেটা নিয়েই ডিভিশন বেঞ্চে যাব। যাব কারণ আমার নাগরিক হিসেবে সে অধিকার আছে।''

Calcutta High Court Abhishek Banerjee : অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ED-CBI! আবেদন খারিজ করে ২৫ লাখ জরিমানার নির্দেশ বিচারপতি সিনহার

একইসঙ্গে অভিষেক নাম না করে বিজেপি শিবিরকে কটাক্ষ করে বলেন, '' অনেকে কথায় কথায় গিয়ে PIL করে। মিটিং-মিছিলের অনুমতি পাচ্ছে না বলে আদালতে চলে যায়। তখন আদালতের সময় নষ্টের জন্য কোনও জরিমানা করা হয় না। কনভয়ের ধাক্কায় মানুষের মৃত্যু হলে যারা রক্ষাকবচের আবেদন করে , তাদের জরিমানা করা হয় না। আমি অধিকারকে সামনে রেখে বিচারব্যবস্থার দ্বারস্থ হয়েছি বলে আমায় জরিমানা করা হল।'' কার্যত বিচারব্যবস্থাকেই তাঁর এই মন্তব্যের মাধ্যমে বিঁধলেন অভিষেক বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Supreme Court of India : হাইকোর্টে বড় ধাক্কা! রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন অভিষেক

কেন্দ্রীয় গোয়েন্দাদের ও কেন্দ্রীয় সংস্থার তদন্ত-জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, '' আমার পিছনে ইডি-সিবিআই লাগাতে হবে না। কোনও যোগসাজশ পেলে একহাতে প্রমাণ দিন আরেক হাতে প্রকাশ্যে ফাঁসির মঞ্চ বানিয়ে আমাকে সেখানে তুলুন। দৃষ্টান্ত স্থাপন করুন। সারদা, নারদা, কয়লা, গোরুতে এতদিন বলে এসেছি, এখন এসএসসি-তেও বলছি। প্রমাণ পেলে সোজা ফাঁসির মঞ্চে যাব। ভারতবর্ষের কোনও নেতা এটা বলতে পারবেন না।''


একইসঙ্গে এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় টেনে আনেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথাও। কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা তাঁর নাম বরার জন্য চাপ দিচ্ছে বলে যে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় শহিদ মিনারের মঞ্চ থেকে করেছিলেন, সেই দাবিই নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তল ঘোষও করেছিলেন। যা আদালতে ধাক্কা খেয়েছে। এই প্রসঙ্গে অভিষেক দাবি করেন, তাঁর মতো ওই একই দিনে অন্য সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন গুজরাট দাঙ্গার তদন্তের সময় সিবিআই তাঁকে নরেন্দ্র মোদীর নাম দেওয়ার জন্য চাপ দিয়েছিল। দুইয়ের তুলনা টেনে অভিষেক দাবি করেন, বিষয়টি অমূলক নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও সিবিআইকে নিয়ে একই অভিযোগ করেছেন।
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর