অ্যাপশহর

সাহসী পদক্ষেপ মমতার, ক্যাম্পাসে রাজনীতির নামে দাদাগিরি বন্ধের উদ্যোগ

নির্বাচনে প্রার্থী হতে গেলে ৬০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক।

EiSamay.Com 6 Jun 2017, 6:13 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শিক্ষা ক্ষেত্রে সংস্কারের জন্য সরকার জেভিয়ার্স মডেলের চিন্তা-ভাবনা করছে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার সেই ইঙ্গিত বাস্তবায়নের পথে। কলেজের কোনও অধ্যাপক হবেন ছাত্র সংসদের সভাপতি। মঙ্গলবার জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
EiSamay.Com 60 attendance is must for the candidate in college student union says mamata government
সাহসী পদক্ষেপ মমতার, ক্যাম্পাসে রাজনীতির নামে দাদাগিরি বন্ধের উদ্যোগ


এ দিন শিক্ষামন্ত্রী জানান, জেভিয়ার্স মডেলে এ বার থেকে হবে ছাত্র সংসদ নির্বাচন। নির্বাচনে প্রার্থী হতে গেলে ৬০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক। ছাত্র সংসদের সভাপতি হবেন একজন অধ্যাপক। সংসদের আর্থিক ভারও থাকবে তাঁরই হাতে। দু'বারের বেশি ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হওয়া যাবে না। অনুত্তীর্ণরা প্রার্থী হতে পারবেন না।

দু'চার দিনের মধ্যে এই নির্দেশের বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানালেন শিক্ষামন্ত্রী। শিক্ষা সংস্কারের পথে তৃণমূলের এটি বড় সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল