অ্যাপশহর

২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত ৩৮ আধাসেনা

২৪ ঘণ্টায় GRSE-এ মোতায়েন ৩৭ জন জওয়ান করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে, এক BSF জওয়ানও এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

EiSamay.Com 13 May 2020, 6:54 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হলেন ৩৭ জন কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী'র (CISF) জওয়ান। এছাড়া এই শহরে সীমান্ত রক্ষী বাহিনী'র (BSF) আরও এক জওয়ানের শরীরেও এই মারণ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
EiSamay.Com cisf
ফাইল ছবি


জানা গিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে শহরে এখনও পর্যন্ত ২ CISF জওয়ান প্রাণ হারিয়েছেন। নিহত জওয়ানের সংস্পর্শে আসায় GRSE-তে মোতায়েন ৩৭ জন CISF জওয়ানকে কোয়ারিনটিনে পাঠানো হয়েছিল। নির্ধারিত সরকারি প্রোটোকল তাঁদের লালারসের নমুনা টেস্টের জন্য পাঠানো হয়। প্রত্যেকেরই টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। যার জেরে কলকাতায় মোতায়েন CISF-এর মোট ৪১ জন জওয়ান এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা ৩৮।

এই মুহূর্তে GRSE ছাড়াও কলকাতা বন্দর, বিমানবন্দর, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং জাদুঘরের নিরাপত্তার ভার শিল্প নিরাপত্বা বাহিনীর উপরে। GRSE ছাড়াও কোলকাতা বন্দরে কর্তব্যরত এক জওয়ান এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে সম্প্রতি প্রাণ হারিয়েছেন যাদুঘরে কর্তব্যরত এক CISF জওয়ান।

এদিকে, কলকাতায় BSF-এর এক জওয়ান করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি টেগোর ভিলায় কর্মরত। এখনও পর্যন্ত রাজ্যে বাহিনীর মোট ১৩ জন জওয়ান করোনায় আক্রান্ত হলেন।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল