অ্যাপশহর

শহরে ব্রিজগুলির অবস্থা কেমন? ৩ বিশেষজ্ঞ সংস্থা নিয়োগ রাজ্যের

মঙ্গলবার পরীক্ষার সময় উল্টোডাঙ্গা উড়ালপুলের পিয়ার ক্যাপে বড়সড় ফাটল ধরা পড়ে। এদিন বিষয়টি নিয়ে বিধানসভায় সরব হন বাম ও কংগ্রেস বিধায়করা। এই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়ে ব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষায় ৩টি বিশেষজ্ঞ সংস্থা নিয়োগের কথা জানান মন্ত্রী অরূপ বিশ্বাস।

EiSamay.Com 10 Jul 2019, 7:23 pm

হাইলাইটস

  • মঙ্গলবার পরীক্ষার সময় উল্টোডাঙ্গা উড়ালপুলের পিয়ার ক্যাপে বড়সড় ফাটল ধরা পড়ে।
  • এদিন বিষয়টি নিয়ে বিধানসভায় সরব হন বাম ও কংগ্রেস বিধায়করা।
  • অভিযোগ সরাসরি খারিজ করে দিয়ে ব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষায় ৩টি বিশেষজ্ঞ সংস্থা নিয়োগের কথা জানান মন্ত্রী অরূপ বিশ্বাস।
EiSamay.Com প্রতীকী ছবি
প্রতীকী ছবি
এই সময় ডিজিটাল ডেস্ক: পূর্ত দফতরের হাতে থাকা ব্রিজগুলির হাল খতিয়ে দেখতে উদ্যোগী রাজ্য সরকার। মুম্বই এবং দিল্লির তিনটি বিশেষজ্ঞ সংস্থাকে দিয়ে ব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষার করা হচ্ছে। ছ'মাসের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে। বুধবার বিধানসভায় একথা জানিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
আরও পড়ুন: নজরে বড়সড় ফাটল, বন্ধ হয়ে গেল উল্টোডাঙ্গা উড়ালপুল!

মঙ্গলবার পরীক্ষার সময় উল্টোডাঙ্গা উড়ালপুলের পিয়ার ক্যাপে বড়সড় ফাটল ধরা পড়ে। এর আগে ওই উড়ালপুল ভেঙে পড়ার পর যে যে অংশে মেরামতি করা হয়েছিল, তারই মধ্যে একাংশে ফাটল ধরা পড়েছে বলে জানা গিয়েছে। এদিন বিষয়টি নিয়ে বিধানসভায় সরব হন বাম ও কংগ্রেস বিধায়করা। সিপিএম বিধায়ক প্রদীপ সাহার অভিযোগ, 'পূর্ত দফতর রাস্তা বানাচ্ছে কিন্তু রক্ষনাবেক্ষণ নেই। সেতুগুলো দেখভালের লোক নেই।' যার ফলশ্রুতিতে উল্টোডাঙা উড়ালপুলের মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি।

এই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়ে ব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষায় ৩টি বিশেষজ্ঞ সংস্থা নিয়োগের কথা জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। তাদের থেকে এই রিপোর্ট পেলে প্রয়োজনীয় কাজ শুরু হবে বলে জানান তিনি।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল