অ্যাপশহর

শিয়ালদায় লোকাল ট্রেনে উদ্ধার ২২টি পিস্তল

জিআরপি জানিয়েছে, ওই ব্যাগে কিছু জামাকাপড় ছিল। জামাকাপড়গুলি সরাতেই পিস্তলগুলি দেখতে পাওয়া যায়।

Ei Samay 2 Aug 2017, 12:40 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শিয়ালদা স্টেশনে লোকাল ট্রেনে উদ্ধার হল ২২টি পিস্তল। বুধবার সকালে শিয়ালদহে নামখানা লোকালে মহিলা কামরায় সিটের তলায় উদ্ধার করা হয় ওই পিস্তলগুলি। পিস্তলগুলি অসম্পূর্ণ। GRP-র প্রাথমিক অনুমান, কোনও অস্ত্র কারখানায় নিয়ে যাওয়া হচ্ছিল পিস্তলগুলি।
EiSamay.Com 22 unfinished arms recoverd in namkhana local at sealdah station
শিয়ালদায় লোকাল ট্রেনে উদ্ধার ২২টি পিস্তল


এদিন শিয়ালদা স্টেশনে ১৪ নম্বর প্ল্যাটফর্মে নামখানা লোকাল ঢোকার পরেই মহিলা কামরায় সিটের নীচে একটি ব্যাগ পাওয়া যায়। জিআরপি জানিয়েছে, ওই ব্যাগে কিছু জামাকাপড় ছিল। জামাকাপড়গুলি সরাতেই পিস্তলগুলি দেখতে পাওয়া যায়। মোট ২২টি অসম্পূর্ণ পিস্তল ছিল ব্যাগটিতে। পিস্তল-সহ ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে।

এই ঘটনায় কয়েকজন যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জিআরপি। কিন্তু কোনও যাত্রীই এ বিষয়ে কিছু না জানায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। কিন্তু শিয়ালদহ স্টেশনের মতো ব্যস্ততম স্টেশনে কী ভাবে এতো অস্ত্র একটি লোকাল ট্রেনে নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে উঠছে প্রশ্ন। রেলের ঢিলেঢালা নিরাপত্তার বিষয়টিও চিন্তায় ফেলছে যাত্রীদের।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল