অ্যাপশহর

একই লাইনে মুখোমুখি ২ লোকাল, বড় দুর্ঘটনা এড়াল বিধাননগর

বিধাননগর স্টেশনে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হল। শুক্রবার দুপুরে দুটি ট্রেন মুখোমুখি চলে আসে। মাত্র ১০০ মিটারের ব্যবধানে মুখোমুখি দাঁড়িয়ে পড়ে দুটি ট্রেন।

EiSamay.Com 31 Mar 2017, 4:45 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিধাননগর স্টেশনে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হল। শুক্রবার দুপুরে দুটি ট্রেন মুখোমুখি চলে আসে। মাত্র ১০০ মিটারের ব্যবধানে মুখোমুখি দাঁড়িয়ে পড়ে দুটি ট্রেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের যাত্রী এবং প্ল্যাটফর্মে। রেলকর্মীদের চূড়ান্ত অবহেলাই এই ঘটনার জন্য দায়ী বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ।
EiSamay.Com 2 tlocal trains came face to face in bidhannagar
একই লাইনে মুখোমুখি ২ লোকাল, বড় দুর্ঘটনা এড়াল বিধাননগর


শুক্রবার দুপুর ১টা ৪০ নাগাদ বিধাননগর স্টেশনে ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে শিয়ালদাগামী ডাউন নৈহাটি লোকাল। একই লাইনে চলে আসে আপ হাসনাবাদ লোকাল। দুটি ট্রেনের মধ্যে মাত্র ১০০ মিটারের ব্যবধান ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দুই ট্রেনের চালকের তত্‍পরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এই অবস্থায় প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে থাকে ট্রেনদুটি। পরে নৈহাটি লোকালকে পেছনে পাঠিয়ে ডাউন লাইনে তুলে দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা দেরিতে ছাড়ে হাসনাবাদ লোকাল। কী ভাবে দুটি ট্রেন একই লাইনে চলে এল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক রবিরঞ্জন মহাপাত্র।

গত বছরের ১০ ডিসেম্বরও একই ধরনের ঘটনা ঘটে শ্রীরামপুর স্টেশনে। শ্রীরামপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল আপ তারকেশ্বর লোকাল। একই সময় ৩ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপ হাওড়া-বর্ধমান গ্যালপিং লোকালের যাওয়ার কথা ছিল। কিন্ত তা না করে, ট্রেনটি চলে আসে ৪ নম্বরে। শেষ মুহূর্তে চালক ব্রেক কষায় বড় দুর্ঘটনা এড়ানো যায়।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল