অ্যাপশহর

সত্যার্থীর সান্নিধ্যে উজ্জ্বল একঝাঁক খুদে

বচপন বাঁচাও আন্দোলন'-এর কান্ডারি বলেন, ভারতে এখনও বহু শিশু শিক্ষা থেকে অনেক অনেক দূরে। প্রতিটি ভারতীয় নাগরিকের উচিত ওই সমস্ত বাচ্চার কাছে জ্ঞানের আলো পৌঁছে দেওয়া।

EiSamay.Com 24 Apr 2017, 7:18 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গত শতকের নব্বইয়ের দশক থেকে ভারতে শিশুশ্রমের বিরুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন। তাঁর সেই আন্দোলনেরই স্বীকৃতি ২০১৪-য় নোবেল শান্তি পুরস্কার। 'লিটল লরিয়েট স্কুল'-এর আমন্ত্রণে বিশিষ্ট সেই ভারতীয় শিশু অধিকার কর্মী কৈলাস সত্য‌ার্থী রবিবার ঘুরে গেলেন কলকাতায়।
EiSamay.Com  mr kailash satyarthi visited little laureates
সত্যার্থীর সান্নিধ্যে উজ্জ্বল একঝাঁক খুদে


গল্পে-কথায় নিজের মতো করে মিশে গেলেন ছোট ছোট বাচ্চাদের সঙ্গে। কোলেও তুলে নিলেন সস্নেহে। একসঙ্গে কাটলেন কেকও। এমন একজন শিশুদরদি মানুষকে সামনে থেকে, তাঁর ভালোবাসা পেয়ে, ছোট্ট বাচ্চারা যেমন আপ্লুত, তেমনই অভিভূত অভিভাবকরা। নোবেলজয়ী নিজেও উত্‍‌ফুল্ল ফুলের মতো শিশুদের সঙ্গে এমন সুন্দর একটা সময় কাটাতে পেরে।



'লিটল লরিয়েট স্কুল'-এর তরফে কৈলাস সত্যার্থীকে এদিন সংবর্ধিতও করা হল। ফিরে যাওয়ার আগে বললেন কয়েক কথা, যা তিনি আগেও বলেছেন বহুবার। 'বচপন বাঁচাও আন্দোলন'-এর কান্ডারি বলেন, ভারতে এখনও বহু শিশু শিক্ষা থেকে অনেক অনেক দূরে। প্রতিটি ভারতীয় নাগরিকের উচিত ওই সমস্ত বাচ্চার কাছে জ্ঞানের আলো পৌঁছে দেওয়া। 'লিটল লরিয়েট'-এর প্রতিষ্ঠাতা ডিরেক্টরদ্বয় তমাল মুখোপাধ্যায় ও তিমির মুখোপাধ্যায় জানালেন, তাঁরা কৈলাস সত্যার্থীর আন্দোলনেরই শরিক। সেই উদ্দেশ্য নিয়েই ভবিষ্যতের দিকে গুটিগুটি পায়ে এগিয়ে যাবে তাঁদের লিটল লরিয়েট।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল