অ্যাপশহর

কাঁথিতে বামেদের ভোট বিজেপিতে, স্বীকার বিমানেরই

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও প্রকাশ্যেই স্বীকার করে নিলেন দক্ষিণ কাঁথিতে বাম ভোটের একটা বড় অংশ বিজেপির বাক্সে চলে গিয়েছে৷

EiSamay.Com 15 Apr 2017, 10:06 am
এই সময়: বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও প্রকাশ্যেই স্বীকার করে নিলেন দক্ষিণ কাঁথিতে বাম ভোটের একটা বড় অংশ বিজেপির বাক্সে চলে গিয়েছে৷ বাম কর্মীদের অনেকেই সেখানে বিজেপিতে যোগ দিয়েছেন৷ তাই সংগঠন দুর্বল হয়ে পড়েছে বলেও মেনে নিয়েছেন বিমান৷ সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও রাজ্যে বিজেপির উত্থান নিয়ে উদ্বিগ্ন৷ সাংবাদিক বৈঠকে তিনি যা বলেছেন তার নির্যাস , রাজ্যের বিরোধী ভোটারদের একটা বড় অংশ মনে করছেন বিজেপিই তৃণমূল -বিরোধিতার উপযুক্ত মঞ্চ৷ বাম ভোটের একাংশ রাম -শিবিরে যাওয়ার প্রবণতা মানলেও দলগত ভাবে সিপিএমের সঙ্গে বিজেপির বোঝাপড়ার অভিযোগ খণ্ডন করেছেন সূর্য৷ পাল্টা অভিযোগ করছেন , বামেদের আক্রমণ করে বিজেপিকে মদত দেওয়া হচ্ছে৷
EiSamay.Com kanthi by election result 2017 cpm gave bjp vote says biman basu
কাঁথিতে বামেদের ভোট বিজেপিতে, স্বীকার বিমানেরই


রামনবমীর মিছিলে গেরুয়া শিবিরের সঙ্গে তৃণমূলের লোকজন মিলেমিশে ছিলেন বলেও দাবি করেন সূর্য৷ দক্ষিণ কাঁথির ফলাফল কাটাছেঁড়া করতে বসে শাসকদল তৃণমূলের একাংশে প্রশ্ন জেগেছে , লক্ষ্মণ শেঠের ‘সক্রিয় ’ ভূমিকাতেই কি তমলুকে এই অপ্রত্যাশিত ফল করতে পেরেছে বিজেপি ? লক্ষ্মণের বক্তব্য , বিজেপির ভোট বাড়তই৷ তবে তিনি ও তাঁর বিরাট সংখ্যক অনুগামী বিজেপিতে যোগ না -দিলে এত ভোট পড়ত না৷

২০১৬ -র নভেম্বর মাসে বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্য -বিজেপির একাংশ তাঁকে নিয়ে প্রশ্ন তুলেছিল৷ এমনকী সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করে দলের বিরুদ্ধাচরণ করেছিলেন বিজেপিরই কেউ কেউ৷ কিন্ত্ত রাজ্য বিজেপি নেতৃত্ব সে সব আপত্তি উড়িয়ে সাফ জানিয়ে দিয়েছিল , বিজেপির কেন্দ্রীয় কমিটির অনুমোদনসাপেক্ষেই লক্ষ্মণকে দলে নেওয়া হয়েছি৷ জেলা তৃণমূলের একটি সূত্রের দাবি , কাঁথির ভোট নিয়ে লক্ষ্মণ শেঠের অনুগামীরা এ বার যথেষ্ট সক্রিয় থেকেছেন৷ রামনবমীতে জেলায় রামভক্তরা যে নজর কাড়া শোভাযাত্রার আয়োজন করেছিল তাতে তাঁর অনুগামীদের অবদান ছিল বলে মনে করছে তৃণমূলের একাংশ৷ শুক্রবার সূর্য বলেন , ‘গোটা দেশের দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তির দাপট বাড়ছে৷ পশ্চিমবঙ্গেও সেই ভাবে বিজেপির উত্থান হচ্ছে৷ এটা উদ্বেগের৷ রামনবমীর দিন কাঁথিতে কুড়ি -পঁচিশ হাজার লোকের মিছিল হয়েছিল৷ বহু জায়গায় তৃণমূলের লোকজন মিছিলে সামিল হয়েছেন৷ ছবিতেও দেখা গিয়েছে৷ ফলে কে কার কোলে দুলছে সেটা তো দেখাই যাচ্ছে৷ ’তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অবশ্য এ দিনও বলেছেন , ‘ভোটের ফলাফল থেকেই সঙ্কেত পাচ্ছি , সিপিএম শেষ হয়ে যাচ্ছে৷ তবে বিজেপিরও এত উল্লাসের কিছু নেই৷ ওঁদের কেন্দ্রীয় নেতারা ভুলে যাচ্ছেন , এটা উত্তরপ্রদেশ নয়৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল