অ্যাপশহর

Trending News: গাছ থেকে বেরচ্ছে রক্ত! জোর শোরগোল জলপাইগুড়িতে

জলপাইগুড়ি টাউন স্টেশনের কাছের শিবমন্দিরের পাশের এক গাছকে ঘিরে ছড়িয়ে পড়েছে অলৌকিক গল্প।

Produced byএলিনা দত্ত | Lipi 14 Mar 2023, 7:17 pm
West Bengal Local News: গাছ কাটতেই নাকি বের হচ্ছে রক্ত! কেউ কেউ আবার দাবি করেছেন রক্ত নয়, জলের ফোয়ারা। একটি গাছ কাটা নিয়ে জলপাইগুড়িতে ছড়াল চাঞ্চল্য।
EiSamay.Com blood tree of jalpaiguri


কেউ বলছে গাছ থেকে রক্ত পড়ছে আবার কেউ বলছে জল পড়ছে। তা ঘিরের চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন দুই নম্বর ঘুমটি এলাকায় রেলের জমিতে থাকা শিব মন্দিরে।

স্থানীয়রা জানান, সোমবার থেকে মন্দিরের পুরোহিত দেখেন গাছের উপর থেকে রক্ত বের হচ্ছে। এই ঘটনা চাউড় হতেই মূহূর্তের মধ্যে ভিড় জমায় অসংখ্য মানুষ। পথ চলতি বাসিন্দারাও জল ও রক্ত দেখতে ভিড় করেন। স্থানীয়দের দাবি, গাছ থেকে ঝরছে রক্তের মতো তরল।

White Palash Tree: বসন্তে মন মাতাচ্ছে শ্বেতপলাশ, পুরুলিয়া-বর্ধমান-নদিয়ায় ফুল দেখার হিড়িক! দাম কত জানেন?

জানা গিয়েছে, বহু দিনের পুরোনো বট শিরিষ গাছকে কেন্দ্র করে শিব মন্দির তৈরি করা হয়েছে। পুজো হয় নিত্যদিন। স্থানীয়দের অন্ধ বিশ্বাস, শ্রাবণ মাসে রেল দফতর গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছিল সেই সময় জল পড়েছিল।

স্থানীয় বাসিন্দা কিরণ পাসওয়ান বলেন,''রবিবারই রেলের আধিকারিকরা এসে উন্নয়ন জন্য এই গাছ কেটে দেওয়া হবে বলে জানিয়েছিলেন তারপর এদিন সকাল থেকে গাছ থেকে রক্ত বেরচ্ছে, জল পড়ছে।'' আরও এক বাসিন্দা বিনয় ঘোষ বলেন, ''গাছটা না কাটা হলে সকলের সুবিধে হবে। আমরা ভক্তরা এখানে পুজো দিতে পারব।"

Mamata Banerjee on Poppy Cultivation: 'পোস্ত চাষ মানেই ড্রাগ তৈরি করা নয়...রাজ্যকেও অনুমতি দিতে হবে', বিধানসভায় প্রস্তাব মুখ্যমন্ত্রীর

যদিও উদ্ভিদ বিজ্ঞানীদের দাবি, গাছ থেকে রক্ত বেরনো কোনও অলৌকিক ঘটনা নয়। ব্লাডউড ট্রি নামে একধরনের গাছ আছে যার থেকে কোনও অংশ কাটলেই গাছ থেকে এক ধরনের রস বেরোয় যা দেখতে রক্তের মতো লাল। এই ধরনের গাছ মেলে দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া , নামিবিয়ার মতো দেশে মেলে এই গাছ।

জলপাইগুড়ি টাউন স্টেশনেও গাছ থেকে এমনই রস বার হচ্ছে বলে দাবি উদ্ভিদ বিজ্ঞানীদের। যদিও ওই গাছটি কী গাছ তা নিয়ে ধন্দ রয়েছে।
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর