অ্যাপশহর

West Bengal Trending News : ডিজে আর বিট্টুর দুই ইয়ারি কথা, কুকুর ও রাজহাঁসের বন্ধুত্বের উদাহরণ দিচ্ছে ময়নাগুড়ি

জলপাইগুড়িতে কুকুর ও রাজহাঁসের বন্ধুত্বের কাহিনি জানেন কী? দুই প্রিয় বন্ধুর কথা জানলে চমকে যাবেন!

হাইলাইটস

  • একজনের নাম ডিজে, আরেকজনের নাম বিট্টু। প্রাণের বন্ধু তারা।
  • ডিজে হল পশু প্রজাতির এক আদুরে সারমেয়।
  • আর বিট্টু হল ডিজের সর্বক্ষণের সঙ্গী একটি হাঁস।
EiSamay.Com Jalpaiguri News
কুকুর ও রাজহাঁসের বন্ধুত্ব
Jalpaiguri : একজনের নাম ডিজে, আরেকজনের নাম বিট্টু। প্রাণের বন্ধু তারা। রাতদিন খাওয়া-দাওয়া, ঘোরাফেরা একসঙ্গেই হয়। তবে দুজনের কেউই মনুষ্য প্রজাতির নয়। ডিজে হল পশু প্রজাতির এক আদুরে সারমেয়। আর বিট্টু হল ডিজের সর্বক্ষণের সঙ্গী একটি হাঁস। তাদের দুজনের বন্ধুত্ব দেখে যে কোনও মানুষের মনে ঈর্ষা জন্মাতে পারে। দুটিতে মিলে হেসেখেলে দিন কাটিয়ে দিচ্ছে তারা। তবে দুজনেই অবশ্য ময়নাগুড়ির বাসিন্দা মন্টু মণ্ডলের পোষ্য। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ময়নাগুড়ির (Maynaguri) বাসিন্দা মিন্টু মণ্ডলের বাড়ির এই দুই পোষ্যের মিতালি দেখেই দিন কাটে এলাকাবাসীর। ডিজের দিকে কেউ তেড়ে গেলে উড়ে আসে বিট্টু। বিট্টুর ক্ষেত্রেও তাই। দুজনকে রাস্তাঘাটে চলাফেরা করতেও দেখা যায় একসঙ্গে। খাওয়া-দাওয়া থেকে প্রাতঃভ্রমণ সবটাই হয় জুটি বেধে। তাদের এই বন্ধুত্ব অবাক করে দিয়েছেন স্থানীয় বাসিন্দাদেরও।
Indian Railways : লক্ষ্য আর্থিক সমৃদ্ধি, জলপাইগুড়ির মোহিতনগর স্টেশনকে পণ্য পরিবহণের কাজে লাগাবে রেল
পোষ্যদ্বয়ের মালিক মিন্টু মণ্ডলের কথায়, বেশ কয়েক বছর আগে তিনি বাজার থেকে কয়েকটি রাজহাঁস নিয়ে আসেন বাড়িতে পোষার জন্যে। বেশ কয়েকটি হাঁস প্রাণ হারালেও শেষমেশ দুটি হাঁস বেঁচে যায়। তবে কিছুদিন আগেই এর মধ্যে একটি হাঁসের দুর্ঘটনায় মৃত্যু হয়। সেই সময় কোনওভাবে একটি পথ সারমেয় তাঁদের বাড়িতে এসে ওঠে। সেই থেকে একাকী হাঁস এবং কুকুরটির মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে যায়। কেউ কখনও নিজেদের সং ছাড়া করে না। মিন্টু মণ্ডল কুকুরটির নাম রেখেছেন ‘ডিজে’ এবং হাঁসটির নাম রেখেছেন ‘বিট্টু’। ডিজে আর বিট্টুকে নিয়ে খুশি মিন্টু মণ্ডল ও তার স্ত্রীও। মিন্টু মণ্ডল জানান, তিনি এমনিতেই দীর্ঘদিন ধরে পশু-পাখিপ্রেমী। বাড়ির পোষ্যদের ছাড়াও অনেক পথ সারমেয়কে তিনি দেখাশোনা করেন। তবে তাঁর বাড়ির এই দুজনের এরকম বন্ধুত্ব দেখে তিনিও স্তম্ভিত।

CV Anand Bose : জলপাইগুড়িতে ৪৬ বছরের পুরনো 'বন্ধু'-র সঙ্গে দেখা রাজ্যপালের, বই উপহার প্রাক্তন সহকর্মীকে
বাড়ির দুই ছোট সদস্য ডিজে আর বিট্টুকে নিয়ে বেশ মজাতেই থাকে মিন্টু মণ্ডলের পরিবার। এর মধ্যে কিছুদিন আগে দুটি কুকুর ছানার জন্ম দিয়েছিল ডিজে। এর মধ্যেই একটি কুকুর ছানা গাড়ি চাপা পড়ে মারা যায়। দ্বিতীয় কুকুর ছানাটিকে নিয়ে ডিজে আর বিট্টুর দিন কেটে যায়। পাড়ার বাসিন্দারাও দুজনের এই মিল দেখে মুগ্ধ। এমনকি আশেপাশের এলাকার অনেক বাসিন্দাই দুজনকে ফ্রেমবন্দি করতে চলে আসেন মিন্টু মণ্ডলের বাড়িতে। মিন্টু মণ্ডল জানা, আমাদের মধ্যে বন্ধুত্বের যেমন টান থাকে, ওরাও ভিন্ন প্রজাতির হয়ে আজীবন একসঙ্গে কাটিয়ে দিক, সেটাই যেন হয়।
লেখকের সম্পর্কে জানুন
শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়
মেদিনীপুর অটোনমাস কলেজ থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করার সময় থেকেই শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় চেয়েছিলেন সংবাদমাধ্যমে কাজ করতে। আর সেই ইচ্ছে বাস্তবে রূপায়িত হয় এই সময় ডিজিটালের হাত ধরে। প্রথমে একজন ভয়েস আর্টিস্ট হিসেবে কর্মজীবনে প্রবেশ হলেও এই সংবাদমাধ্যমের সৌজন্যেই প্রথম খবরের দুনিয়ার খুঁটিনাটি নানা দিকের সঙ্গে শর্মিষ্ঠার প্রথম আলাপ ঘটে। জেলা থেকে দুনিয়া নানা অজানা , অচেনা জিনিস প্রতি মুহূর্তে শিখে চলেছেন শর্মিষ্ঠা।খবরের প্রতি ভালোবাসা ছাড়াও শর্মিষ্ঠার পছন্দের তালিকায় রয়েছে আবৃত্তি, আঁকা, কবিতা লেখা, এছাড়াও অবসরে গান শুনে না বই পড়ে সময় কাটানো। একাগ্রতা, অধ্যবসায়, ধৈর্য্য এই ৩ মন্ত্রে বিশ্বাস করেন শর্মিষ্ঠা। যা জানা হয়ে ওঠেনি, বহু কিছু যা শেখ ওঠেনি সর্বদা তা শেখার বা জানার প্রতি আগ্রহী হয়ে এগিয়ে যেতে চান।... আরও পড়ুন

পরের খবর