অ্যাপশহর

Ankita Adhikary: ছাত্রী ও শিক্ষিকা হিসেবে কেমন ছিলেন অঙ্কিতা? জানালেন স্কুলের প্রধান শিক্ষিকা

Paresh Chandra Adhikary: কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, অঙ্কিতাকে স্কুলে ঢুকতে দেওয়া যাবে না। ২০১৮ সাল থেকে পাওয়া বেতনও ফেরত দিতে হবে তাঁকে। পাশ না করে স্কুলে চাকরি পাওয়ার ঘটনায়ে অঙ্কিতাকে নিয়ে ক্ষুব্ধ মেখলিগঞ্জবাসী। কিন্তু, ছাত্রী হিসেবে কেমন ছিলেন অঙ্কিতা? আর শিক্ষিকা হিসেবেই বা কেমন ছিলেন তিনি? এ প্রসঙ্গে কী বলছেন ইন্দিরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা? জেনে নিন...

Produced byMaitreyi Mukherjee | Lipi 25 May 2022, 10:56 am

হাইলাইটস

  • মেধা তালিকায় নাম না থাকার পরও স্কুলের চাকরি পেয়েছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী
  • কলকাতা হাইকোর্ট নির্দেশ, অঙ্কিতাকে স্কুলে ঢুকতে দেওয়া যাবে না।
  • ছাত্রী হিসেবে ঠিক কেমন ছিলেন অঙ্কিতা? জানালেন স্কুলের প্রধান শিক্ষিকা
মেধা তালিকায় নাম না থাকার পরও স্কুলের চাকরি পেয়েছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Chandra Adhikary) মেয়ে অঙ্কিতা অধিকারী (Ankita Adhikary)। এই ঘটনায় তাঁকে স্কুলের চাকরি (School Job) থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। পাশাপাশি দুটি কিস্তিতে তাঁকে প্রাপ্য বেতন (Salary) ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট নির্দেশ, অঙ্কিতাকে স্কুলে ঢুকতে দেওয়া যাবে না। এখন থেকে তিনি আর কোথাও শিক্ষক হিসেবে নিজের পরিচয় দিতে পারবেন না। ২০১৮ সালের নভেম্বর থেকে যত বেতন পেয়েছেন সেই টাকা দুই কিস্তিতে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা জমা দিতে হবে। ৭ জুন তাঁকে প্রথম কিস্তি দিতে হবে। এদিকে কোচবিহারের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে পাশ করার পর সেখানেই শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। তবে পাশ না করেও তিনি চাকরি পেয়ে যাওয়ার ঘটনায় বেশ চিন্তিত স্থানীয় বাসিন্দারা। কিন্তু, ছাত্রী হিসেবে ঠিক কেমন ছিলেন অঙ্কিতা? আর শিক্ষিকা হিসেবেই বা কেমন ছিলেন তিনি? তা জানালেন ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রঞ্জনা রায় বসুনিয়া।
Ankita Adhikari: ধরা পড়লে অঙ্কিতা নইলে ববিতা
রঞ্জনা রায় বসুনিয়া জানিয়েছেন, ছাত্রী হিসেবে অঙ্কিতা ভালোই ছিলেন। এমনকী শিক্ষকতা করার কাজটাও ভালো ভাবেই করছিলেন। এদিকে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই স্কুলে কর্তৃপক্ষের কাছে সেই নির্দেশ চলে এসেছে। কোর্টের রায় হাতে পেতেই নির্দেশ পালন করা হচ্ছে বলে জানিয়েছেন অঙ্কিতার স্কুলের প্রধান শিক্ষিকা। এই মুহূর্তে জলপাইগুড়িতে নিজের বাড়িতেই রয়েছেন রঞ্জনাদেবী। আর সেখানেই গোটা বিষয়টি জানতে পেরেছেন তিনি।
Ankita Adhikary: "যা হয়েছে ভালো হয়েছে", হাইকোর্টের রায়ে খুশি অঙ্কিতা অধিকারীর স্কুলের পড়ুয়ারা

বর্তমানে রাজ্যে SSC বিতর্কের কেন্দ্রে রয়েছেন পরেশ কন্যা অঙ্কিতা। শুক্রবার তাঁকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি তিনি যে কয় বছর চাকরি করেছেন। সেই টাকা দুটো কিস্তিতে ফেরতের নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনাকে কেন্দ্র করে অঙ্কিতার স্কুলেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্বিগ্ন অঙ্কিতার স্কুলের প্রধান শিক্ষিকাও। মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে ১৯৯৪ সালে শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছিলেন রঞ্জনাদেবী। সেই সময় অঙ্কিতা ওই স্কুলের ছাত্রী ছিলেন।
Paresh Adhikari: ''ছোট ঘটনা...'', পরেশ অধিকারীকে CBI জেরা নিয়ে মন্তব্য কোচবিহার জেলা তৃণমূল সভাপতির

রঞ্জনা রায় বসুনিয়া বলেন, "ছাত্রী হিসেবে ক্লাসে অন্যদের থেকে এগিয়ে ছিল অঙ্কিতা। স্কুলে ফার্স্ট হত।" এরপর ২০০৭ সালে স্কুলের প্রধান শিক্ষিকার দায়িত্ব নেন রঞ্জনা রায় বসুনিয়া। তারপর ২০১৮ সালে ওই স্কুলেই রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে নিযুক্ত হন অঙ্কিতা। রঞ্জনাদেবী বলেন, "স্কুলের ছাত্রী হিসেবে ভালো থাকার পাশাপাশি শিক্ষিকা হিসেবেও সব কাজ ভালো মত করার চেষ্টা করত অঙ্কিতা।" কিন্তু, সাম্প্রতিক সব ঘটনা উল্টেপাল্টে দিয়েছে সব কিছু। তাই এই বিতর্ক থেকে নিজেকে সরিয়ে রাখতে চান প্রধান শিক্ষিকা। বলেন, "ব্যক্তিগত বিষয় নিয়ে আমার মন্তব্য করার মতো কিছু নেই। নিজের দায়িত্বটুকুই পালন করে যেতে চাই। অঙ্কিতাকে নিয়ে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী কাজ করা হচ্ছে। DI অফিস থেকে বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এখন স্কুলে ছুটি চলছে। আদালত ও সরকার যা নির্দেশ দেবে সেই মতই কাজ করা হবে।"
লেখকের সম্পর্কে জানুন
Maitreyi Mukherjee

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল