অ্যাপশহর

স্নায়ুরোগে আক্রান্ত ছেলেকে খুশি করতে ব্রাজিল হাউজ বানালো বাবা

রবিবারে মহারণ... মারকানায় মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা Brazil vs Argentina, মেসি-নেইমার... তার আগেই ব্রাজিলের অন্ধ ভক্ত ছেলের জন্য বাবার অসাধারণ উপহার... ব্রাজিল বলতে অজ্ঞান ছেলে... তাই তার প্রিয় দলের রঙেই বাড়ি সাজালেন বাবা...

EiSamay.Com 11 Jul 2021, 12:25 am
এই সময় ডিজিটাল ডেস্ক: স্নায়ুরোগে আক্রান্ত ছেলে।এদিকে ব্রাজিলের অন্ধ ভক্ত।ছেলের আনন্দের জন্য ব্রাজিল হাউজ বানিয়ে ফেলল বাবা ।কোপা আমেরিকা কাপের ফাইনালে খেলবে Brazil ও Argentina। ছেলের আবদারে ব্রাজিলের তারকা খেলোয়ার নেইমারদের ছবিতে ঢেকেছে পাল বাড়ির ব্রাজিল হাউজ। বাড়িটির নামও দেওয়া হয়েছে "ব্রাজিল হাউজ"।
EiSamay.Com brazil house


জলপাইগুড়ি পুরসভার মাসকালাইবাড়ির বাসিন্দা রঞ্জন পালের একমাত্র ছেলে ঋষু পাল ছোট বেলা মানষিক ভারসাম্যহীন । ব্রাজিলের ফুটবল খেলার অন্ধ ভক্ত ঋষুর আবদারে বাড়িকে সাজিয়ে তোলা হয়েছে। হলুদ সবুজ রঙ করা হয়েছে বাড়িতে।অন্যদিকে ব্রাজিলের পতাকা, সাম্বা ব্রিগেডের খেলোয়াড়দের ছবি দিয়ে নিজের বাড়ি সাজিয়েছেন রঞ্জন পাল।

রঞ্জন পাল জানান, ২০১৮ সালে ফুটবল বিশ্বকাপের সময় থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।কোপা আমেরিকার ফাইনাল খেলার আগে ব্রাজিলের পতাকা ও নেইমারের ছবি লাগানো হয়েছে।পুরসভার ২২ নং ওয়ার্ডের মাসকালাইবাড়ির বাসিন্দা রনজিত পাল পেশায় কেবলের ব্যবসায়ীর এমন উদ্যোগে খুশি এলাকাবাসীরাও।

রঞ্জন পাল জানান ছেলেকে আনন্দ দেবার জন্য বাড়িকে ব্রাজিল হাউসে পরিণত করা হয়েছে। ব্রাজিলের খেলার কথা শুনলেই ছেলের আনন্দ বাড়ে। আগামিকালের খেলায় ব্রাজিলই জিতবে বলে আশাবাদী ঋষুও ।

পরের খবর