অ্যাপশহর

'মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে, আমিও মার্কিন প্রেসিডেন্ট হব', মন্তব্য সায়ন্তন বসুর

নজরে এবার দিল্লি... তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পরিস্থিতিতে তীব্র কটাক্ষ বিজেপি নেতা সায়ন্তন বসুর... চা চক্রে বসে একের পর এক আক্রমণ শানালেন জোড়াফুল শিবিরের উদ্দেশে....

EiSamay.Com 28 Jul 2021, 6:48 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: একুশে বাংলায় দুরন্ত জয়ের পর জোড়াফুলের নজরে এবার রাজধানীর মসনদ। সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রেন্ডিং 'আব কি বার দিদি সরকার'। এর মাঝেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ BJP নেতা সায়ন্তন বসুর। বলেন, '৪২ টি আসন নিয়ে Mamata Banerjee প্রধানমন্ত্রী হলে আমিও আমেরিকার প্রেসিডেন্ট হব।' জলপাইগুড়ি নেতাজীপাড়া এলাকায় চা চক্রে মঙ্গলবার BJP নেতার মুখে তৃণমূল সুপ্রিমোর তীব্র সমালোচনা। সেখানে উপস্থিত ছিলেন জেলা BJP সভাপতি বাপি গোস্বামী সহ জেলার বিভিন্ন BJP নেতারা।
EiSamay.Com mamata sayantan


এদিনের চা চক্রে শাসক দলের উদ্দেশে আক্রমণ শানিয়ে Sayantan Basu বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী না মঙ্গল গ্রহের চেয়ারম্যান হবেন তা ভবিষ্যতই বলবে।' এখানেই শেষ নয়, তিনি বলেন, 'রাজ্যে যে ভাবে তৃণমূল নেতারা মহিলা ও সাধারণ মানুষের উপর অত্যাচার করছে সেই ঘটনায় আগামী ১৫-২০দিনের মধ্যে রাজ্যের তাবড়-তাবড় তৃণমূল নেতারা জেলে যাবেন। এনিয়ে দেশের সর্বোচ্চ আদালত ও রাজ্যের হাইকোর্টে মামলা চলছে।'

টিকার ২টি ডোজই নিয়েছি: মমতা

পাশাপাশি এদিন ফোনে আড়িপাতার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তদন্ত কমিটি গঠন করেছেন সেটা অবৈধ, বলে অভিযোগ করেন BJP নেতা সায়ন্তন বসু। তিনি বলেন,'এটা করে রাজ্যের মানুষের অর্থ অপচয় করেছেন মুখ্যমন্ত্রী।' মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরকে কটাক্ষ করেছেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর দিল্লি সফর প্রসঙ্গে দিলীপ বলেছেন, 'পশ্চিমবঙ্গে অনেক সমস্যা চলছে। হিংসা চলছে, ভ্যাকসিন নিয়ে দুর্নীতি চলছে, ভুয়ো অফিসার নিয়ে মানুষ জেরবার। এখান থেকে খানিকটা রিল্যাক্স করতে দিল্লি যাচ্ছেন'।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল