অ্যাপশহর

শিশু চক্রে কমিশনকে নথি দিলেন না ডিএম

দিল্লি থেকে আসা কমিশনের সদস্যরা জানান, রাজ্যের মুখ্যসচিব ও পুলিশের ডিজিকে আগাম চিঠি দিয়ে তাঁরা এসেছেন৷ প্রিয়াঙ্ক জানান, চেষ্টা করেও দু’দিনে তাঁরা জেলাশাসকের দেখা পাননি৷

EiSamay.Com 9 Mar 2017, 8:48 am
এই সময়, জলপাইগুড়ি: শিশুবিক্রির তদন্তে এসে কার্যত খালি হাতে ফিরতে হল ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের কর্তাদের৷ এখন কোনও নথি দেওয়া যাবে না বলে কেন্দ্রের অতিরিক্ত সচিব পদমর্যাদার দুই আধিকারিকে মুখের উপর জানিয়ে দিলেন জলপাইগুড়ির জেলাশাসক রচনা ভকত৷ সমাজকল্যাণ দপ্তরের সঙ্গে ওই দুই কর্তাকে কথা বলতে দিতেও রাজি হননি তিনি৷ ক্ষুব্ধ কমিশনের কর্তারা প্রশাসনের এই ভূমিকায় রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে অসন্তোষ উগরে দেন৷ অসহযোগিতা করে প্রশাসন আইনি বাধ্যবাধকতাকে বুড়ো আঙুল দেখাচ্ছেন বলেও মন্তব্য করেন তাঁরা৷
EiSamay.Com jalpaiguri dm did not give documents to commission related to baby trafficking
শিশু চক্রে কমিশনকে নথি দিলেন না ডিএম


কমিশনের অন্যতম আধিকারিক প্রিয়াঙ্ক কানুুনগো বলেন, ‘জেলাশাসক কী চাইছেন বুঝতে পারছি না৷ কোনও নথি দিচ্ছেন না, আবার কোনও সরকারি দন্তরে যাওয়ার অনুমতিও দিচ্ছেন না৷ এঁরা কিছু একটা লুকোতে চাইছেন বলে মনে হচ্ছে৷ দিল্লি ফিরে গিয়ে আমরা এর জবাব দেব৷’ কমিশনের কর্তারা জানিয়েছেন, আইনানুযায়ী প্রশাসন তাঁদের নথি দিতে বাধ্য৷ না-দিলে প্রশাসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার সংস্থানও আছে৷ জলপাইগুড়ির জেলাশাসক রচনা ভকত বুধবার সংবাদমাধ্যমের সঙ্গে দেখা করেননি৷ তাঁর দন্তর থেকে জানানো হয়, তিনি ব্যস্ত আছেন৷ দিনভর ব্যস্ততার অজুহাতেই প্রতিক্রিয়া এড়িয়েছেন তিনি৷

দিল্লি থেকে আসা কমিশনের সদস্যরা জানান, রাজ্যের মুখ্যসচিব ও পুলিশের ডিজিকে আগাম চিঠি দিয়ে তাঁরা এসেছেন৷ প্রিয়াঙ্ক জানান, চেষ্টা করেও দু’দিনে তাঁরা জেলাশাসকের দেখা পাননি৷ তিনি বলেন, ‘আমি আজ ডিএমকে ফোন করে বলি, আমরা কাল থেকে এসে বসে আছি৷ এখনও কোনও নথি পেলাম না৷ ডিএম আমাকে বলেন, ‘এ সব এখন আপনাদের দেওয়া যাবে না৷ আমাদের অফিসাররা বাইরে আছেন৷ তাঁরা এলে নথি দেওয়া যাবে পরে৷’

তখন আমি বলি যে আমি সমাজকল্যাণ আধিকারিকের সঙ্গে কথা বলতে চাই৷ তাতে ডিএম উত্তর দেন, ওই অফিসার ছুটিতে আছেন৷ ওই দপ্তরে গিয়ে নাকি লাভ হবে না৷ আমি বলি দপ্তরে ক্লার্ক তো আছে৷ তাঁর সঙ্গেই কথা বলব৷ ডিএম তাতে বলেন, ‘ক্লার্ক আপনাদের সঙ্গে কথা বলবে না৷ আপনাদের যেতে দেওয়ার অনুমতি নেই৷’

এর পরেই কমিশনের দুই কর্তা বুধবারই দিল্লি ফিরে যান৷ যাওয়ার আগে কমিশনের আর এক কর্তা যশবন্ত জৈন বলেন, ‘এ তো দেখছি শিশুবিক্রির অভিযোগ নিয়ে রাজনীতি হচ্ছে৷ আমাদের সঙ্গে অসহযোগিতা রাজনীতি ছাড়া আর কী?’ প্রিয়াঙ্ক বলেন, ‘আমরা আসব জানানোর পর দেখছি তড়িঘড়ি দুই চাইল্ড প্রোটেকশন অফিসারকে গ্রেপ্তার করা হল৷ আগে কেন হয়নি? নথি দিয়ে সাহায্য না-করার ঘটনা উত্তর ২৪ পরগনাতেও হয়েছে৷’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল