অ্যাপশহর

প্রভাবশালী শিশুবিক্রির চক্র, ধৃতদের স্থানান্তর শিলিগুড়িতে

কেঁচো খুঁড়তে সাপ বের হচ্ছে জলপাইগুড়ির শিশুবিক্রির তদন্তে৷ রাজ্য, এমনকী দেশের সীমানা ছাড়িয়ে আমেরিকা, সিঙ্গাপুরেও চক্রটি শিশু বিক্রি করেছে বলে নানা তথ্য হাতে পাচ্ছে সিআইডি৷

EiSamay.Com 22 Feb 2017, 10:05 am
এই সময়, জলপাইগুড়ি ও কোচবিহার: কেঁচো খুঁড়তে সাপ বের হচ্ছে জলপাইগুড়ির শিশুবিক্রির তদন্তে৷ রাজ্য, এমনকী দেশের সীমানা ছাড়িয়ে আমেরিকা, সিঙ্গাপুরেও চক্রটি শিশু বিক্রি করেছে বলে নানা তথ্য হাতে পাচ্ছে সিআইডি৷ তবে চক্রটির প্রভাব কতটা , তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তদন্তকারীরা৷ নিরপেক্ষ ভাবে তদন্তের স্বার্থে তাই ইতিমধ্যে ধৃতদের জলপাইগুড়ি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়ির কাছে পিনটেল ভিলেজে৷ যেখানে মদন তামাং খুনের মামলাতেও ধৃতদের জেরা করেছিল সিআইডি৷ রাজ্য গোয়েন্দা সংস্থার উত্তরবঙ্গের দায়িত্বপ্রান্ত ডিএসপি গৌতম ঘোষাল অবশ্য বলেন, ‘পরিকাঠামোর অভাবের আমরা চন্দনা চক্রবর্তী ও সোনালি মণ্ডলকে শিলিগুড়িতে নিয়ে এসেছি৷ জলপাইগুড়িতে যেখানে ওদের রাখা হয়েছিল , সেখানে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন শুরু করেছে৷ যার ফলে তদন্তের কাজ বিঘ্নিত হচ্ছিল
EiSamay.Com jalpaiguri child trafficking case accused taken to siliguri
প্রভাবশালী শিশুবিক্রির চক্র, ধৃতদের স্থানান্তর শিলিগুড়িতে


নতুন পরিবেশে আনার পর বুধবার থেকে নিয়মিত জেরা করা হবে ওদের৷ ’শিলিগুড়ি নিয়ে যাওয়ার সময় বেসরকারি সংস্থার কর্ণধার তথা শিশুবিক্রি চক্রের মূল পান্ডা চন্দনা চক্রবর্তীকে হাসতে দেখা যায়৷ তবে সংবাদ মাধ্যমের কোনও প্রশ্নের জবাব সে দেয়নি৷ ফেরার বিজেপি নেত্রী জুহি চৌধুরীর অবশ্য এ দিনও খোঁজ পায়নি সিআইডি৷ বিশেষ সূত্রে জানা গিয়েছে , সে দিল্লিতে গিয়ে আত্মগোপন করেছে৷ তাকে গ্রেন্তার করতে সিআইডি দিল্লিতেও যেতে পারে বলে জানানো হয়েছে৷ জুহির বাবা রবীন্দ্রনারায়ণ চৌধুরীকে এ দিন বিজেপির কলকাতা দন্তরে দেখা যায়৷ তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে লুকোচুরি শুরু করলে বিজেপির রাজ্য নেতারা তাঁকে দন্তর থেকে বেরিয়ে যেতে বলেন৷

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য দলের নেত্রীর নাম জড়ানো নিয়ে বুধবার কিছুটা অবস্থান বদল করেছেন৷ কোচবিহারে দলের এক সভায় গিয়ে তিনি বলেন , ‘বিজেপি এত বড় দল৷ এক -আধজন ভুল করতেই পারে৷ ঠাণ্ডা হাওয়া আসার জন্য দরজা খুলে দিয়েছি৷ মশা -মাছি দু’-একটা ঢুকতেই পারে৷ অন্য দল তো চোর -ডাকাত নিয়ে চলছে৷ জলপাইগুড়ির ঘটনায় দলের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে৷ দলের কোনও কর্মকর্তার নামে অভিযোগ এলে আমাদের দায়িত্ব সত্যকে সামনে আনা৷ দোষী প্রমাণিত হলে কারও দলে ঠাঁই হবে না৷ ’বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য , ‘আইন যেমন সাজা দিচ্ছে দেবে৷

কিন্ত্ত দল যদি মনে করে কারও গতিবিধি সন্দেহজনক বা দলের ভাবমূর্তির পক্ষে ঠিক নয় , তাদের দল থেকে বের করে দেওয়া হবে৷ ’ তবে রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব তিনি জিইয়ে রেখেছেন৷ দিলীপ বলেন , ‘এর আগে হাজার শিশু পাচার হলেও কাউকে ধরা হয়নি৷ ’ জলপাইগুড়ির চাইল্ড প্রোটেকশন অফিসার সসমিতা ঘোষকে জেরা করা হচ্ছে বলে সিআইডি সূত্রে জানানো হয়েছে৷ তবে তাঁর সম্পর্কে বিস্তারিত এখনই কিছু বলতে চাইছেন না সিআইডি আধিকারিকরা৷ মনে করা হচ্ছে , তাঁর কাছে অনেক গোপন তথ্য পাওয়া গিয়েছে৷ তদন্তকারীরা ধৃতদের সরিয়ে দিলেও চন্দনা চক্রবর্তী পরিচালিত হোমগুলিতে গিয়ে মঙ্গলবারও জিজ্ঞাসাবাদ করেন৷ নথিপত্র খুঁটিয়ে দেখেন৷ অন্তঃসত্ত্বাদের কোথায় কী ভাবে রেখে প্রসব করানো হত , সেই ব্যবস্থা তাঁরা খুঁটিয়ে দেখেন৷ প্রশাসনের পক্ষ থেকে আলাদা ভাবে হোমে এ দিন তদন্ত করানো হয়৷ জলপাইগুড়ির জেলাশাসক রচনা ভকত বলেন , ‘আমাদের আধিকারিকদের পরিদর্শনের অভিজ্ঞতা ভালো নয়৷ ওখানে যে মহিলা আবাসিকরা আছে , তাঁদের শারীরিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে৷ ’

পরে সমাজকল্যাণ দন্তর ওই হোম থেকে ২ জন প্রসূতিকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ও ৪ জন শিশুকে অন্য হোমে পাঠায়৷ ওই হোমে এখনও ২১ জন আবাসিক আছেন বলে জেলাশাসক জানিয়েছেন৷ হোম বন্ধ করে দেওয়ার দাবিতে এ দিন বিক্ষোভ দেখান জলপাইগুড়ির বাসিন্দারা৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল