অ্যাপশহর

Howrah News: মনোজ তিওয়ারির সাফল্য কামনায় যজ্ঞের আয়োজন শিবপুরে

বাংলা দলের জেতার আশায় এবং বাংলা ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য ও রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারির শুভ কামনায় যজ্ঞের আয়োজন করা হল শিবপুরে (Shibpur)। বাংলার জেতার আশায় মহা সমারোহে যজ্ঞের আয়োজন করে শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মনসাতলা একতা সংঘের সদস্যরা। এই অনুষ্ঠানে সম্পাদক সৌম্য ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি সুকান্ত সাধুখাঁ ও কার্যকরী সভাপতি সোহম মুখোপাধ্যায়।

Produced byMaitreyi Mukherjee | Lipi 18 Jun 2022, 12:40 am

হাইলাইটস

  • মনোজ তিওয়ারির শুভ কামনায় যজ্ঞের আয়োজন করা হল শিবপুরে
  • মনোজ তিওয়ারির বিধানসভা এলাকায় যজ্ঞের আয়োজন করা হয়।
  • বাংলার জেতার আশায় এদিন মহা সমারোহে যজ্ঞের আয়োজন করে শিবপুর বিধানসভা কেন্দ্রে
EiSamay.Com manoj1
মনোজ তিওয়ারির সাফল্য কামনায় যজ্ঞ
বাংলা দলের জেতার আশায় এবং বাংলা ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য ও রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারির শুভ কামনায় যজ্ঞের আয়োজন করা হল শিবপুরে (Shibpur)। TMC বিধায়ক মনোজ তিওয়ারির বিধানসভা এলাকায় যজ্ঞের আয়োজন করা হয়। যদিও রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালে চতুর্থ দিনের শেষে বাংলা কিছুটা বেকায়দায় রয়েছে। বাংলার জেতার আশায় শুক্রবার মহা সমারোহে যজ্ঞের আয়োজন করে শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মনসাতলা একতা সংঘের সদস্যরা।
Howrah News: শ্যামপুরে মিড ডে মিলের সামগ্রী আত্মসাতের অভিযোগ, কর্মীদের ঘিরে বিক্ষোভ স্থানীয়দের
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী বাংলার প্রতিভাবান ক্রিকেটার মনোজ তিওয়ারির শুভ কামনায় যজ্ঞের আয়োজন করেন একতা সংঘের সদস্যরা। সংঘের সম্পাদক সৌম্য ঘোষ বলেন, "বিধায়ক তথা মন্ত্রী মনোজ তিওয়ারি যেভাবে পরপর দুটো শতরান করে বাংলাকে রঞ্জি ট্রফির ফাইনালে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের দৃঢ় বিশ্বাস মন্ত্রী তথা ক্রিকেটার মনোজ তিওয়ারি আরও শত রান করে বাংলাকে রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন করবেন।" এই অনুষ্ঠানে সম্পাদক সৌম্য ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি সুকান্ত সাধুখাঁ ও কার্যকরী সভাপতি সোহম মুখোপাধ্যায়।
Howrah News: নিকাশি ব্যবস্থা উন্নতির দাবিতে বিক্ষোভ হাওড়ায়, আটকে গেল মুমূর্ষু রোগী সহ অ্যাম্বুল্যান্স

বুধবার সেঞ্চুরি থেকে মাত্র ১৬ রান দূরে ছিলেন মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। রঞ্জি সেমিফাইনালের তৃতীয় দিনে অধরা শতরান করে ফেলেন তিনি। বৃহস্পতিবার সকালে কর্ণাটকের আলুরে কেএসসিএ ক্রিকেট গ্রাউন্ডে মনোজ তাঁর প্রথম শ্রেণির কেরিয়ারে ২৯ তম সেঞ্চুরির স্বাদ পান। সেঞ্চুরি পান মনোজের সঙ্গে ৭২ রানে অপরাজিত থাকা শাহবাজ আহমেদও। ২০৯ বলে ১১৬ রানের ইনিংস খেলেন তিনি। শাহবাজ এদিন প্রথম শ্রেণির কেরিয়ারে প্রথম সেঞ্চুরি করলেন। জোড়া সেঞ্চুরির সুবাদে বাংলার প্রথম ইনিংস শেষ হয় ২৭৩ রানে। মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে ৩৪১ রান তুলেছিল।
Agnipath Scheme: যাওয়া হল না চিকিৎসা করাতে, বিয়ের অনুষ্ঠানও অধরা! ট্রেন বাতিলের জেরে দুর্ভোগ

প্রসঙ্গত, গত ডিসেম্বরে বাংলার রঞ্জি দলে খেলার সুযোগ পান রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। বিধানসভা নির্বাচনে শিবপুর কেন্দ্র থেকে জিতে এসেছেন তিনি। শুধু তাই নয়, তিনি মন্ত্রিসভাতেও রয়েছেন। আপাতত রাজ্যের ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী হিসেবে কাজ করছেন। তবে ক্রিকেটকে কখনও ছেড়ে দেননি মনোজ। তাই বারবার নিজের পরিশ্রম দিয়ে বাংলা দলে ঢুকতে চেয়েছেন। অবশেষে রঞ্জি ট্রফির জন্য বাংলা দলে সুযোগ পেলেন মনোজ। তাঁর ভালো খেলার জন্য এবং বাংলার জেতার কামনায় যজ্ঞের আয়োজন হয়।
লেখকের সম্পর্কে জানুন
Maitreyi Mukherjee

পরের খবর