অ্যাপশহর

হাওড়ার মাছবাজারে খুন করে দেহ ফ্রিজে, গ্রেফতার অভিযুক্ত

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, কোনও কারণে ওই দুই শ্রমিকের মধ্যে বিরোধ হয়। সেই বিরোধ থেকে বচসা। তার জেরেই এক শ্রমিকের হাতে খুন হন আর এক শ্রমিক। হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ এই খুনের তদন্ত শুরু করেছে।

EiSamay.Com 29 Oct 2019, 3:52 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বিবাদের জেরে হাওড়ার পাইকিরি মাছের বাজারে খুন হলেন এক শ্রমিক। সোমবার সেখানকার এক মাছের আড়তদারের ফ্রিজ থেকে দেহটি উদ্ধার করেছে পুলিশ। মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ওই শ্রমিককে খুনের পর, দেহটি সবার অলক্ষ্যে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সে-ও একই আড়তদারের কাছে কাজ করত। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, কোনও কারণে ওই দুই শ্রমিকের মধ্যে বিরোধ হয়। সেই বিরোধ থেকে বচসা। তার জেরেই এক শ্রমিকের হাতে খুন হন আর এক শ্রমিক। হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ এই খুনের তদন্ত শুরু করেছে।
EiSamay.Com Antop-Hill-murder


পুলিশ জানায়, ওই শ্রমিক ছাড়াও এই খুনের ঘটনার আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাইকিরি এই ফিশ মার্কেটে কাজ করত ছোটন রাই ও সুরেন্দ্র রাই। তারা দু-জনেই বিহার রাজ্যের বাসিন্দা। তাদের মধ্যে কোনও কারণে বচসা হয়। সেই সময়ে মাথাতে ভারী কিছু দিয়ে আঘাত করে ছোটন রাইকে খুন করা হয়। সুরেন্দ্র তাকে খুন করে, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেয়।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, শনিবার রাতে এই খুন করা হয়েছে। সোমবার সকালে মাছ আড়তের এক মালিকই ফোন করে, পুলিশকে খুনের খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে।

সুরেন্দ্র প্রথমে অভিযোগ অস্বীকার করলেও, পরের জেরার মুখে ভেঙে পড়ে নিজের দোষ কবুল করে। জানায়, সেই খুন করেছে। পুলিশের ধারণা, এই খুন ও দেহ লুকিয়ে রাখার ঘটনায় আরও কেউ জড়িয়ে থাকতে পারে। সুরেন্দ্রকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল