অ্যাপশহর

Howrah Ram Navami Violence : 'অস্ত্রধারী' সুমিতকে এড়াচ্ছে সবাই

বিশ্ব হিন্দু পরিষদ পর্যন্ত রামনবমীর শোভাযাত্রায় বন্দুক হাতে সুমিতের দায় নিতে অস্বীকার করছে।

হাইলাইটস

  • কেউ দায় নিতে চাইছে না। এমনকী, বিশ্ব হিন্দু পরিষদও না।
  • বুধবার সাংবাদিক বৈঠক করে তারাও দাবি করেছে, মুঙ্গের থেকে ধৃত সুমিত সাউয়ের সঙ্গে তাদের সংগঠনের কোনও সম্পর্ক নেই।
  • রামনবমীর দিন যে শোভাযাত্রায় বন্দুক হাতে সুমিতকে দেখা গিয়েছিল, সেই মিছিলের আয়োজকও তারা নন বলে বুধবার সাফ জানিয়ে দিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব ভারতের দায়িত্বপ্রাপ্ত নেতা অমিয় সরকার।
Ram Navami Clash In Howrah : ‘বহিরাগত’ নয়, ১৬ বছরেই ‘টিএমসি করত’ সালকিয়ার সুমিত!
এই সময়, কলকাতা, হাওড়া: কেউ দায় নিতে চাইছে না। এমনকী, বিশ্ব হিন্দু পরিষদও না। বুধবার সাংবাদিক বৈঠক করে তারাও দাবি করেছে, মুঙ্গের থেকে ধৃত সুমিত সাউয়ের সঙ্গে তাদের সংগঠনের কোনও সম্পর্ক নেই।রামনবমীর দিন যে শোভাযাত্রায় বন্দুক হাতে সুমিতকে দেখা গিয়েছিল, সেই মিছিলের আয়োজকও তারা নন বলে বুধবার সাফ জানিয়ে দিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব ভারতের দায়িত্বপ্রাপ্ত নেতা অমিয় সরকার।
Ram Navami 2023 : রামনবমীর মিছিলে তৃণমূল-বিজেপির হাতে হাত! কেষ্টহীন বীরভূমে অবাক করা দৃশ্য
বিজেপি আগেই দাবি করেছিল, ধৃত সুমিত দলের কেউ নয়। আরও এক ধাপ এগিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এদিনও ধৃত সুমিতের সঙ্গে তৃণমূলের যোগসূত্র রয়েছে বলে টুইট করেছেন। পাল্টা সুর চড়িয়ে তৃণমূলও কাঠগড়ায় তুলেছে বিজেপিকে। তবে সুমিতের মা সোমা সাউ জানিয়েছেন, তাঁর ছেলের সেভাবে কোনও বাছবিছার ছিল না। সে তৃণমূল এবং বিজেপি দু'দলের হয়েই কাজ করত।

Mamata Banerjee : হিংসা ছড়ালে সম্পত্তি 'বাজেয়াপ্ত', হুঁশিয়ারি মমতার
রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুর। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক ডেকে একটি ভিডিয়ো ক্লিপ দেখান। সেখানে দেখা যায় শিবপুরের ওই শোভাযাত্রায় মাথায় গেরুয়া ফেট্টি বেঁধে এক যুবক হাতে রিভলভার নিয়ে আস্ফালন করছে। মুহূর্তে সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। মুঙ্গের থেকে জেলা পুলিশ সেই রিভলভারধারী যুবক সুমিত সাউকে গ্রেপ্তার করে। তাকে জেরা করে আরও কয়েক জনকে গ্রেপ্তার করা হয়।

Ramnabami Clash at Howrah: পুলিশি নিষেধ উপেক্ষা করে শিবপুরে বিজেপি সভাপতি সুকান্ত, মন্ত্রী অরূপ রায়ের যাওয়া নিয়ে প্রশ্ন
এদিকে, সুকান্ত মজুমদার এদিন সুমিতের মায়ের বক্তব্যকে হাতিয়ার করে টুইটে লেখেন, 'সুমিতের মা-ই বলছেন, তাঁর ছেলে তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর সভা-সমিতিতে হাজির থাকত। বিজেপি এবং হিন্দুদের বদনাম করার জন্য তৃণমূল লোক নিয়োগ করে, তার আরও একটা উদাহরণ পাওয়া গেল।' জবাবে উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম বলেন, 'বিজেপি কী বলছে, তাতে কিছু এসে যায় না। সব বুথের দলীয় কর্মীদের আমি চিনি। আমার অজান্তে তৃণমূলের কোনও কর্মী বন্দুক নিয়ে মিছিলে যাবে, এটা সম্ভব নয়। সুমিত নামের ওই যুবক বিজেপি কর্মী।'

Howrah Ram Navami Violence : রাম নবমীর মিছিলে অস্ত্র হাতে যুবক! বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত
সুমিতের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা আরও বিশ্বাসযোগ্য করতে হাওড়া জেলা তৃণমূল একটি ছবি প্রকাশ্যে এনেছে। সেখানে জেলা বিজেপি নেতা ওমপ্রকাশ সিংহের পাশে সুমিতকে দেখা যাচ্ছে। অভিযোগ উড়িয়ে ওমপ্রকাশ বলেন, '২০১৮ থেকে ২০২২ পর্যন্ত আমি হাওড়ার যুব মোর্চার সভাপতি ছিলাম। তখন কত মানুষ এসে ছবি তুলেছে। সবার ঠিকুজি-কুষ্ঠি জানা সম্ভব নয়। এর পিছনে তৃণমূল বিধায়কের হাত রয়েছে।' সুমিতের মায়ের কথায়, 'আমার ছেলে নির্দোষ। ও রাজনীতি করত না। তৃণমূল-বিজেপি সব দলের হয়ে কাজ করত।'
লেখকের সম্পর্কে জানুন
শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়
মেদিনীপুর অটোনমাস কলেজ থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করার সময় থেকেই শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় চেয়েছিলেন সংবাদমাধ্যমে কাজ করতে। আর সেই ইচ্ছে বাস্তবে রূপায়িত হয় এই সময় ডিজিটালের হাত ধরে। প্রথমে একজন ভয়েস আর্টিস্ট হিসেবে কর্মজীবনে প্রবেশ হলেও এই সংবাদমাধ্যমের সৌজন্যেই প্রথম খবরের দুনিয়ার খুঁটিনাটি নানা দিকের সঙ্গে শর্মিষ্ঠার প্রথম আলাপ ঘটে। জেলা থেকে দুনিয়া নানা অজানা , অচেনা জিনিস প্রতি মুহূর্তে শিখে চলেছেন শর্মিষ্ঠা।খবরের প্রতি ভালোবাসা ছাড়াও শর্মিষ্ঠার পছন্দের তালিকায় রয়েছে আবৃত্তি, আঁকা, কবিতা লেখা, এছাড়াও অবসরে গান শুনে না বই পড়ে সময় কাটানো। একাগ্রতা, অধ্যবসায়, ধৈর্য্য এই ৩ মন্ত্রে বিশ্বাস করেন শর্মিষ্ঠা। যা জানা হয়ে ওঠেনি, বহু কিছু যা শেখ ওঠেনি সর্বদা তা শেখার বা জানার প্রতি আগ্রহী হয়ে এগিয়ে যেতে চান।... আরও পড়ুন

পরের খবর